ipl-rahul-rohit-suniel-shetty-frature-in-dream-11-ad

IPL 2024: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশতম মরসুম। প্রতিবারের মত সম্পূর্ণ ক্রীড়াসূচি একইসাথে প্রকাশ করা সম্ভব হয় নি আয়োজক সংস্থা বিসিসিআই-এর পক্ষে। ২০২৪-এ দেশে সাধারণ নির্বাচন রয়েছে। তাই মেপে পা ফেলতে চান জয় শাহ, রজার বিনি’রা। ভোটের কারণে আইপিএল (IPL) আয়োজনে কোনো নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতেই দুই পর্বে সূচি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত প্রথম ১৭দিনের নির্ঘন্ট সামনে এনেছে বোর্ড। থাকছে ২১টি ম্যাচ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সুপার কিংস (CSK) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) ম্যাচ দিয়ে সূচনা হচ্ছে মরসুমের। ক্যালেন্ডারের হিসেবে ব্যাট-বলের দ্বৈরথ শুরু হতে বাকি আর দিন দুই। এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ।

আইপিএল-কে সামনে রেখে বিজ্ঞাপনী চমক রাখে বহু সংস্থাই। ব্যতিক্রম নয় ফ্যান্টাসি গেমিং অ্যাপ ড্রিম ইলেভেন’ও (Dream 11)। দিনকয়েক আগে তাদের একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছিলো নেটদুনিয়ায়। সেখানে দিল্লীর ঋষভ পন্থ’কে (Rishabh Pant) মুম্বই জার্সি পরিহিত রোহিত শর্মা’কে বাদে উঠতে বাধা দিতে। রোহিত কারণ জানতে চাইলে ঋষভ বলেন যে এখন তাঁরা আলাদা দলে। রোহিতের বাস অন্য জায়গায় দাঁড়িয়ে। জাতীয় দলের সতীর্থ শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer) রেয়াৎ করেন নি হার্দিক পান্ডিয়া’ও (Hardik Pandya)। মুম্বই দলের নবনিযুক্ত অধিনায়ক কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন’কে রীতিমত ট্রল করেছেন ড্রিম ইলেভেন বিজ্ঞাপনে। আইপিএল’কে ঘিরে পরিবার’ও যে আড়াআড়ি বিভাজিত হয়ে পড়ে, দেখা গিয়েছিলো তাও। হার্দিক ও ক্রুণালকে (Krunal Pandya) দেখে জনৈক রিসেপশনিস্ট ‘পান্ডিয়া ব্রাদার্স’ বলে উল্লেখ করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের ক্রুণাল স্পষ্ট জানিয়ে দেন টুর্নামেন্ট চলাকালীন ভ্রাতৃত্ববোধ থাকছে ব্যাকসিটে।

Read More: IPL 2024: “রোহিতের কাছেই বারবার যেতে হবে…” হার্দিকের নেতৃত্বলাভ নিয়ে বিস্ফোরক নভজ্যোত সিং সিধু !!

জামাই রাহুল নয়, সুনীলের ‘বেটা’ এখন রোহিত শর্মা-

Suniel Shetty, Rohit Sharma and KL Rahul | IPL 2024 | Image: Twitter
Suniel Shetty, Rohit Sharma and KL Rahul in Dream 11 advert | Image: Twitter

আগের বিজ্ঞাপনটির মত ড্রিম ইলেভেনের (DREAM 11) একটি নতুন বিজ্ঞাপনও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এখানে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সদ্যপ্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। দেখা যাচ্ছে যে মুম্বই লেখা টি-শার্ট গায়ে চাপিয়ে ডিনার সারছেন সুনীল শেট্টি ও রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানে উপস্থিত হন কে এল রাহুল। ব্যক্তিগত জীবনে কে এল রাহুল বলিউড অভিনেতা সুনীল শেট্টি’র জামাই হন। সেই সম্পর্কের খাতিরেই রোহিতদের টেবিলে বসতে চাইলে রুখে দাঁড়ান সুনীল। হতবাক জামাইয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, “যতক্ষণ টুর্নামেন্ট চলবে শর্মা জি’র বেটা’ই (রোহিত শর্মা) আমার বেটা।” আইপিএলের উত্তেজনায় পারিবারিক বিভাজন ঘটাতেও তিনি যে রাজী, তা স্পষ্ট সুনীল শেট্টির বক্তব্যে।

মজাদার এই বিজ্ঞাপনটি নিজেদের এক্স-হ্যান্ডেলে শেয়ার করেছেন ক্রিকেটদুনিয়ার দুই সুপারস্টার’ই। রোহিত শর্মা (Rohit Sharma) নিজের প্রোফাইলে পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “ফ্যামিলি টাইম শেষ কে এল রাহুল। এখন প্রতিদ্বন্দ্বিতার সময়। সুনীল শেট্টি এখন আমাদের।” রাহুল (KL Rahul) ও সুনীল শেট্টি (Suniel Shetty) দুজনকেই ট্যাগ করেছেন রোহিত। পক্ষান্তরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস অধিনায়ক এই ভিডিও’টি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এই শর্মা জি কা বেটা এখানেও সবকিছু নিয়ে গেলো। এর বদলা তো আমি নেবই।” আগামী ২৪ মার্চ নিজেদের আইপিএল (IPL) অভিযান শুরু করছে মুম্বই (MI)। লক্ষ্ণৌর (LSG) প্রথম ম্যাচ’ও ২৪ তারিখ। প্রথম পর্বের যে সূচি ঘোষিত হয়েছে, সেখানে দুই শিবিরের সাক্ষাৎ হচ্ছে না। বিজ্ঞাপনী প্রতিদ্বন্দ্বিতার রেশ ক্রিকেটের বাইশ গজে কবে দেখা যাবে তা জানা যাবে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি সামনে এলেই।

দেখে নিন সেই বিজ্ঞাপন’টি-

Also Read: IPL 2024: আসন্ন মরসুমের জন্য নতুন অধিনায়ক বেছে নিলো দিল্লী ক্যাপিটালস, প্রথম ম্যাচ থেকেই সামলাবেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *