IPL 2024: মরসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। প্লে-অফের লড়াইতে একে অন্যকে টপকে যাওয়ার জন্য তাই দুই পয়েন্টকে পাখির চোখ করেই মাঠে নেমেছে তারা। এই মুহূর্তে ১৪ পয়েন্টে রয়েছে সানরাইজার্স। লীগ টেবিলে তাদের অবস্থান তিনে। আজ জিতলে তাদের সামনে রয়েছে ১৬ পয়েন্টে পৌঁছে শীর্ষে থাকা দুই দল কলকাতা ও রাজস্থানকে ধরে ফেলার হাতছানি। অন্যদিকে ১২ পয়েন্টে থাকা লক্ষ্ণৌ পিছিয়ে পড়েছে দিল্লী, চেন্নাইয়ের মত দলের থেকে। আজ জিতলে ফের চারে উঠে আসার সুযোগ থাকছে তাদেরও।
আজকের ম্যাচে টসের মুদ্রা পড়ে অ্যাওয়ে টিম লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের পক্ষে। এই আইপিএলে হায়দ্রাবাদের পরিসংখ্যান মাথায় রেখে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। কিন্তু ব্যুমেরাং হয়ে ফেরে সেই ব্যাটিং-এর সিদ্ধান্তই। ভুবনেশ্বর কুমারের আঘাতে প্রথমেই ব্যাকফুটে চলে যায় সুপারজায়ান্টসরা। দীর্ঘ সময় খোলস ছেড়ে বেরোতে পারে নি লক্ষ্ণৌ ব্যাটিং। ইনিংসের দ্বিতীয়ার্ধে ব্যাট হাতে তাদের লড়াইতে ফেরান নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। তাঁদের দুজনের প্রচেষ্টাতেই ১৬০-এর গণ্ডী পেরোয় দল। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে শেষ করে লক্ষ্ণৌ।
Read More: TOP 3: ৩ ক্রিকেটার যারা গত বছর সামলেছেন IPL দলের অধিনায়কত্ব, এই মরশুমে ঠাঁই হয়েছে রিজার্ভ বেঞ্চে !!
মুখ থুবড়ে পড়লো লক্ষ্ণৌ টপ-অর্ডার-
টসের সময় লক্ষৌ সুপারজায়ান্টস অধিনায়ক জানিয়েছিলেন স্কোরবোর্ডে বড় রান যোগ করার আশা নিয়েই প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। কিন্তু কে এল রাহুলের সেই সংকল্প শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে ভুবনেশ্বর কুমারের সৌজন্যে। দীর্ঘ সময় জাতীয় দলে নেই ভুবি। কিন্তু বোলিং-এর ধার যে কমে নি তা গত কয়েক ম্যাচে বারবার প্রমাণ করে দিচ্ছেন তিনি। আজও ইনিংসের গোড়াতেই জোড়া উইকেট তুলে নেন তিনি। একাদশে ফিরেছিলেন ক্যুইন্টন ডি কক। ভুবনেশ্বরের বলে ৫ বলে ২ রান করেই তিনি ফেরেন সাজঘরে। দুর্ন্দান্ত ক্যাচ ধরেন নীতিশ কুমার রেড্ডি। তিনে নামা মার্কাস স্টয়নিসকেও ফেরান ভুবি। ৫ বলে ৩ করেন অজি অলরাউন্ডার।
অধিনায়ক কে এল রাহুল ও ক্রুণাল পাণ্ডিয়ার ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। আজ ফের মন্থর ইনিংস খেলেন রাহুল। তাঁর স্ট্রাইক রেট নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে বাধ্য আজকের ৩৩ বলে ২৯ রানের ইনিংসের পর। সময় নিলেও তিনি দলকে ভরসা যোগাতে পারলেন না ব্যাট হাতে। জন্মদিনে প্রতিপক্ষ অধিনায়কের উইকেট তুলে নিলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। জয়দেব উনাদকাটকে জোড়া ছক্কা হাঁকিয়ে একটা সময় আশার আলো জ্বালিয়েছিলেন ক্রুণাল। কিন্তু আজ উপরে ব্যাটিং-এর সুযোগ পেয়েও ২৪ করেই থামলেন তিনি। তাঁকে রান-আউট করেন কামিন্স। ৬৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছিলো সুপারজায়ান্টস শিবির।
বাদোনি-পুরানের জুটি লড়াইতে রাখলো লক্ষ্ণৌকে-
ডুবতে থাকা লক্ষ্ণৌ ইনিংসের হাল ধরেন নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। ক্যারিবিয়ান তারকাকে আগেও দেখা গিয়েছে ফিনিশারের ভূমিকায়। তবে আজ শুরু থেকেই ধুন্ধুমার ইনিংস না খেলে খানিক সময় নেন তিনি। হাত খোলেন ক্রিজে ১৫-১৬ কাটিয়ে ফেলার পর। অপরপ্রান্তে সাবলীল ছিলেন বাদোনিও। তরুণ ক্রিকেটার গত মরসুমে ব্যর্থ হয়েছিলেন। এবার ফের ভরসা যোগাচ্ছেন দলকে। এর আগেও কিছু কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি। আজ তাঁর ব্যাট থেকে এলো চমৎকার ৩০ বলে ৫৫* রান। লক্ষ্ণৌ সহ-অধিনায়ক পুরান করলেন ২৬ বলে ৪৮*। তাঁদের ৯৯ রানের অবিচ্ছেদ্য জুটিই দলের স্কোর পৌঁছে দেয় ১৬৫ রানে। সুযোগ করে দেয় লড়াইয়ের।
আজ উপ্পল স্টেডিয়ামের যে বাইশ গজে খেলা হচ্ছে, সেখানে এর আগে নিয়মিত রানের পাহাড় গড়তে দেখা গিয়েছে দলগুলিতে। সেহেতু ১৬৫ রান’কে যথেষ্ট বলতে রাজী নন বিশেষজ্ঞরা। বরং সানরাইজার্সের বোলিং-এর প্রশংসাই করছেন তাঁরা। ৪ ওভারে ৩ ইকোনমি রেটে কেবলমাত্র ১২ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে কুর্নিশ আদায় করে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। চমৎকার বোলিং করেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ’ও। উইকেট না পেলেও ২ ওভারে খরচ করেন মাত্র ৯ রান। অভিষেক ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং বিজয়কান্ত বিষয়কান্তেরও। ৪ ওভারে দেন ২৭ রান। অধিনায়ক কামিন্স ৪৭ রান দিলেও নিয়েছেন ১টি উইকেট। করেছেন ১টি রান-আউট।