IPL 2025: ২০০৮ থেকে আইপিএলে (IPL) অংশ নিয়ে আসছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি (PBKS)। এখনও একবারও ট্রফি জয়ের স্বাদ পায় নি তারা। ২০১৪ সালে পৌঁছেছিলো ফাইনালে। ঋদ্ধিমান সাহার অপরাজিত ১১৫ রানের সৌজন্যে বড় রান’ও তুলেছিলো স্কোরবোর্ডে। কিন্তু মনীশ পাণ্ডের প্রত্যাঘাতে হেরেই মাঠ ছাড়তে হয়েছিলো প্রীতি জিন্টার দল’কে। তারপর থেকে এক দশক ফাইনাল তো দূর-অস্ত, প্লে-অফেই পা রাখতে পারে নি তারা। যত সময় গড়িয়েছে ততই খারাপ হয়েছে পারফর্ম্যান্স। ২০২২-এ দশ দলের লীগ তালিকায় পাঞ্জাবের (PBKS) অবস্থান ছিলো ছয়ে। ২০২৩-এ দুই ধাপ নেমে তারা শেষ করে অষ্টম স্থানে। ২০২৪-এ ফের অধঃপতন হয় তাদের। নবম স্থানে শেষ করে তারা। ইতিমধ্যে দলের নাম, জার্সির রং বদলে দেখেছেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া-রা। কিন্তু লাভ হয় নি কিছুই। উন্নতি হয় নি পারফর্ম্যান্সে।
Read More: বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হলো না হরমনপ্রীতের, ভগ্ন হৃদয় নিয়ে করছেন অবসরের ঘোষণা !!
নিলামের জন্য ছক সাজাচ্ছে পাঞ্জাব-
২০২৫-এর আইপিএলের (IPL) আগে রয়েছে মেগা নিলাম। ব্যর্থতার ছবিতে বদল আনতে স্কোয়াডে বড়সড় রদবদলের কথা ভাবছে পাঞ্জাব কিংস (PBKS) শিবির। ২৯ সেপ্টেম্বর রিটেনশন সংক্রান্ত নিয়মবিধি প্রকাশ করেছে বিসিসিআই। জানা গিয়েছে যে সর্বোচ্চ পাঁচজনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সাথে থাকছে একটি আরটিএম বিকল্প। সূত্রের খবর ‘রিটেনশন’-এর সবক’টি স্লট খরচ করবে না পাঞ্জাব। স্যাম কারান (Sam Curran), লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডাদের ধরে রাখা হতে পারে। বাকি স্লটগুলি শূন্যই থাকবে। অকশন পার্সের সিংহভাগটাই নিলামের মঞ্চে খরচ করতে চান দলমালিক’রা। শিখর ধাওয়ান অবসর নেওয়াই এই মুহূর্তে অধিনায়কহীন ‘কিংস’রা। সেই জুতোয় পা গলাতে হাই-প্রোফাইল কাউকে চাইছেন প্রীতিরা। শূন্যস্থান পূরণে আদর্শ হতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।
বেঙ্গালুরু ছাড়তে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল-
২০২১ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেটদুনিয়ায় ‘বিগ শো’ নামে পরিচিত তারকা অলরাউন্ডার প্রথম মরসুমে বেঙ্গালুরুর হয়ে ১৩ ম্যাচে করেন ৫১৩। পরবর্তী দুই মরসুমেও ৩০১ ও ৪০০ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। বিরাট কোহলি (Virat Kohli) ও ফাফ দু প্লেসি’র সাথে আরসিবি ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। বল হাতেও রান আটকানো বা প্রয়োজনীয় উইকেট তোলার কাজ নানান সময় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ২০২৪-এর আইপিএলে (IPL) একেবারে মুখ থুবড়ে পড়েন তিনি। ১০ ম্যাচ খেলে সংগ্রহে ৫.৭৭ গড়ে ৫২ রান। পান কেবলমাত্র ৩টি উইকেট। টুর্নামেন্টের মাঝপথে ম্যাক্সওয়েলকে বাদ দিতেও বাধ্য হয়েছিলো বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। এবার আর নূন্যতম ১১ কোটি খরচ করে তাঁকে ধরে রাখতে রাজী নয় টিম ম্যানেজমেন্ট।
ম্যাক্সওয়েল’কে ফেরাতে মুখিয়ে পাঞ্জাব কিংস-
অজি তারকার ২০২৪-এর অফ ফর্ম’কে সাময়িক ব্যাপার হিসেবেই দেখতে চাইছে পাঞ্জাব কিংস (PBKS)। বরং তাঁর ‘ক্লাস’-এ আস্থা রাখতে চাইছে তারা। প্রীতি জিন্টার দলে এর আগেও খেলেছেন গ্লেন ম্যাক্সওয়াল। ২০১৪ থেকে ২০১৭-টানা চার মরসুম গায়ে চাপিয়েছেন লাল জার্সি। পরে ২০২০-২১ মরসুমেও ছিলেন পাঞ্জাব শিবিরে। ২০১৪তে দলের ফাইনালে পৌঁছানোর অন্যতম কারণ ছিলেন তিনিই। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন খেলা হয়েছিলো টুর্নামেন্ট, তখন ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। করেন ৫৫২ রান। সেই ‘ম্যাড ম্যাক্স’কেই আবার ফেরত চাইছে পাঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে মিললো তারই আভাস। আজ ৩৬ বছরে পা দিলেন ম্যাক্সওয়েল। তাঁর বর্তমান ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স জন্মদিনের শুভেচ্ছা না জানালেও শুভেচ্ছা জানিয়েছে পাঞ্জাব। এরপরেই বেড়েছে ‘ঘরে’ ফেরার জল্পনা।
দেখে নিন সেই পোস্ট’টি-
𝐌𝐀𝐗 entertainment guaranteed when this guy plays! 🔥#SherSquad, join us in wishing a very #HappyBirthday to our former 🦁, Glenn Maxwell! 🥳🎂
#GlennMaxwell #PunjabKings pic.twitter.com/4l8UIvB6GH— Punjab Kings (@PunjabKingsIPL) October 14, 2024
Also Read: IPL 2025: অমূল্য রতন হাতছাড়া করবে না লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, নিলাম থেকে দলে ফেরাবে চার ক্রিকেটারকে !!