ipl-pbks-vs-csk-dream-11-prediction

IPL 2024: ‘সুপার সানডে’তে ধর্মশালার মাঠে সম্মুখসমরে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK)। দিনকয়েক আগে চিপকের মাঠে সুপার কিংসদের হারিয়ে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলো কিংস-রা। পাঞ্জাবের ডেরায় এসে চেন্নাই’ও (CSK) কি সেই একই রকমের দুঃসাহসিক কাণ্ড করে দেখাবে? নাকি ঘরের মাঠকে দুর্গে পরিণত করতে সক্ষম হবেন স্যাম কারান, রাইলি রুশো’রা? দর্শকদের নজর থাকবে সেইদিকে। এই ম্যাচে জয় অত্যন্ত প্রয়োজন দুই শিবিরের কাছেই। হোম টিম পাঞ্জাব পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে মরিয়া। গত কয়েকটি ম্যাচে জিতেওছে তারা। চেন্নাইয়ের চ্যালেঞ্জ টপকালে থাকছে লীগ তালিকায় উপরের দিকে যাওয়ার হাতছানি। অন্যদিকে লক্ষ্ণৌ, সানরাইজার্সের মত দলের থেকে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়েছে চেন্নাই। লড়াইতে ফিরতে গেলে ২ পয়েন্ট দরকার তাদের।

ধর্মশালায় পাঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে জনি বেয়ারেস্টো (Jonny Bairstow) ও স্যাম কারানকে (Sam Curran)। গত দুই ম্যাচে চমৎকার খেলেছেন বেয়ারেস্টো। চাইবেন ধর্মশালায় সেই ফর্ম ধরে রাখতে। তিন নম্বরে খেলতে পারেন প্রভসিমরণ সিং। চারে দেখা যেতে পারে প্রোটিয়া তারকা রাইলি রুশো’কে। পাঁচে পাঞ্জাবের বড় বাজি হতে চলেছেন শশাঙ্ক সিং (Shashank Singh)। নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এরপর থাকছেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ফিনিশার হিসেবে খেলবেন আশুতোষ শর্মা (Asutosh Sharma)। স্পিন বিভাগে খেলতে পারেন হরপ্রীত ব্রার (Harpreet Brar)। পার্পল ক্যাপের দৌড়ে থাকা হর্ষল প্যাটেলের সাথে পেস বিভাগে থাকতে পারেন আর্শদীপ সিং ও কাগিসো রাবাডা।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংসের সূচনা করতে চলেছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ফর্মে থাকা ঋতুরাজ চাইবেন দলের ইনিংসের ভিত শক্ত করতে। তিন নম্বরে বিগ হিটার শিবম দুবেকে নামাতে পারে দল। চারে খেলতে পারেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল (Daryl Mitchell)। মহেন্দ্র সিং ধোনি স্বয়ং মাঠে নামতে পারেন পাঁচ নম্বরে। এরপর থাকার সম্ভাবনা দুই অলরাউন্ডার মঈন আলি (Moeen Ali) ও রবীন্দ্র জাদেজার। ব্যাটিং-এর পাশাপাশি দলের স্পিন বিভাগ সামলাবেন দুজনে। দীপক চাহার চোটের জন্য বাইরে। প্রথম একাদশে খেলার সম্ভাবনা শার্দুল ঠাকুরের। সাথে পেসার হিসেবে থাকছেন মাথিশা পথিরানা ও রিচার্ড গ্লিসন।

Read More: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

IPL ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ৫৩

তারিখ- ০৫/০৫/২০২৪

ভেন্যু- এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা, হিমাচল প্রদেশ

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Dharamshala Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

HPCA Stadium, Dharamshala | PBKS vs CSK | Image: Getty Images
HPCA Stadium, Dharamshala | Image: Getty Images

ধর্মশালার পাহাড়বেষ্টিত মাঠে মুখোমুখি পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK)। এই মাঠে সাধারণত ইনিংসের গোড়ার দিকে নতুন বল হাতে কার্যকরী হতে দেখা যায় পেসারদের। তবে সাম্প্রতিক অতীতে সাদা বলের ক্রিকেটে বড় রান উঠতে দেখা গিয়েছে এখানে। রান তাড়া করা মাঝেমধ্যেই কঠিন হয়েছে। এখানে এখনও অবধি খেলা হয়েছে ১১টি আইপিএল ম্যাচ। তার মধ্যে ৬টিতে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জেতা গিয়েছে পাঁচটি ম্যাচ। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ১৮০। দ্বিতীয় ইনিংসে ১৫৫। যেহেতু দিনের খেলা, সেহেতু টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারেন।

দেশের অন্যান্য অংশে যখন চলছে তাপপ্রবাহ তখন হিমাচল প্রদেশের ধর্মশালায় রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ধর্মশালার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪১ শতাংশ। ম্যাচের সময় ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা থাকছে রবিবার। শৈলশহরে ক্রিকেট ম্যাচ ঘিরে খানিক আশঙ্কার বাণীও শুনিয়েছে হাওয়া অফিস। পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের দিন ধর্মশালায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

PBKS vs CSK | Image: Getty Images
PBKS vs CSK | Image: Getty Images

পাঞ্জাব কিংস (PBKS)-

জনি বেয়ারেস্টো ✈, স্যাম কারান (অধিনায়ক) ✈, রাইলি রুশো ✈, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা ✈, আর্শদীপ সিং।

বিকল্প- রাহুল চাহার, প্রভসিমরণ সিং, নাথান এলিস ✈, ঋষি ধাওয়ান, হরপ্রীত সিং ভাটিয়া।

চেন্নাই সুপার কিংস (CSK)-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মঈন আলি ✈, শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লিসন ✈, তুষার দেশপাণ্ডে, মাথিশা পথিরানা ✈।

বিকল্প- সাইক রশিদ, মহেশ তীক্ষণা ✈, রচিন রবীন্দ্র ✈, নিশান্ত সিন্ধু, সমীর রিজভি।

*✈-বিদেশী ক্রিকেটার।

PBKS vs CSK, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- জনি বেয়ারেস্টো, ঋতুরাজ গায়কোয়াড়, শশাঙ্ক সিং, শিবম দুবে।

অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজা, ড্যারিল মিচেল

উইকেটরক্ষক- মহেন্দ্র সিং ধোনি

বোলার- মাথিশা পথিরানা, তুষার দেশপাণ্ডে, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল।

অধিনায়ক– ঋতুরাজ গায়কোয়াড

সহ-অধিনায়ক- মহেন্দ্র সিং ধোনি

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2024: “রোহিতকে সরানোর ফল ভুগতে হচ্ছে…” মুম্বই ইন্ডিয়ান্সকে তুলোধোনা করলেন ইরফান পাঠান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *