ipl-pat-cummins-could-unsettle-rcb

IPL 2024: দুবাইয়ের কোকা-কোলা এরিয়াতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলাম পর্ব। দশ দল মিলিয়ে শূণ্যস্থানের সংখ্যা ৭৭। প্রতিযোগিতায় অংশ নিতে চেয়ে নাম নথিভুক্ত করিয়েছিলেন ১১৬৬ ক্রিকেটার। তাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়েছে ৩৩৩ জনের। তাঁদের মধ্যে থেকেই পছন্দের তারকাদের বেছে নিতে হবে দলগুলিকে। আগামী মরসুমে ট্রফি জিততে মরিয়া সবক’টি দলই। তাই অর্থ খরচ করা নিয়ে কোনো রকম কার্পণ্য করছে না তারা। গত মিনি নিলামে ইংল্যান্ডের স্যাম কারান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা পেয়েছিলেন। আজ সকালেই ভেঙে যায় সেই রেকর্ড। শীর্ষে জায়গা করে নেন প্যাট কামিন্স। যদিও দীর্ঘসময় রেকর্ড ধরে রাখতে পারেন নি। কামিন্সকে পিছনে ফেলেন তাঁরই স্বদেশীয় মিচেল স্টার্ক।

Read More: IPL 2024: “টাকার পাহাড় একেই বলে…” রেকর্ড মূল্যে কলকাতায় মিচেল স্টার্ক, ঘোর কাটছে না নেটদুনিয়ার !!

অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে টাগ-অফ-ওয়ার চলবে, তা আন্দাজ করতে পেরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু তা যে এই পর্যায়ে যাবে তা কেউ অনুধাবন করতে পেরেছিলেন বলে মনে হয় না। শুরুতে কামিন্সকে নিয়ে দ্বৈরথে অংশ নেয় মুম্বই ও চেন্নাই। কিন্তু সময় যত গড়ায়, পিছিয়ে পড়ে দুই দলই। অজি অধিনায়ককে দলে সামিল করতে সর্বস্ব পণ করে লড়তে আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের নিলামের আগে হ্যাজেলউডকে ছেড়ে দিয়েছে আরসিবি। সেই শূন্যস্থান পূরণ করতে কামিন্স’ই বাজি ছিলো তাদের। অন্যদিকে ভুবি-উমরান-ইয়ানসেনদের সাথে কামিন্সকে জুড়তে মরিয়া ছিলো সানরাইজার্স।

২ কোটি বেস প্রাইস ছিলো কামিন্সের। মুহূর্তে তা পেরিয়ে যায় ১০ কোটির অঙ্ক। দেখতে দেখতে ১৫ কোটি, এমনকি স্যাম কারানকেও পেছনে ফেলেন কামিন্স। প্রথম ক্রিকেটার হিসেবে পেরোন ২০ কোটির গণ্ডি। শেষমেশ ২০ কোটি ৫০ লাখে গিয়ে থামে নিলাম যুদ্ধ। জয়ী হয় সানরাইজার্স। কামিন্স হাতছাড়া হওয়ায় নিলামের টেবিলে উপস্থিত বেঙ্গালুরুর কর্মকর্তাদের খানিক হতাশ দেখালেও ক্রিকেটজনতার মতামত কিন্তু অন্য। যখন কামিন্সের যখন ২০ কোটি ২৫ লাখ খরচ করতে রাজী ছিলো বিরাট কোহলির দল, তখন তাদের হাতে অর্থ ছিলো কেবল ২৩ কোটি ২৫ লক্ষ। অর্থাৎ কামিন্স যদি বেঙ্গালুরুতেই সই করতেন, তাহলে বাকি শূণ্যস্থান গুলি পূরণ করতে আরসিবি’র হাতে থাকত মাত্র ৩ কোটি টাকা। সেক্ষেত্রে স্কোয়াডে ভারসাম্য রাখা কঠিন হত বলেই মত অনুরাগীদের।

কামিন্স না আসায় ‘শাপে বর হয়েছে’ লিখেছেন এক নেটিজেন। জিও সিনেমার স্টুডিও খানিকটা একই কথা বলতে শোনা গিয়েছে বিশেষজ্ঞ আকাশ চোপড়াকেও। গত মরসুমে ব্যাটিং বিভাগে বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা ভালো পারফর্ম করলেও বোলিং বিভাগ হতাশ করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এবার তাই সেইদিকে বিশেষ নজর দিয়েছে তারা। ইতিমধ্যেই দুই অলরাউন্ডার মায়াঙ্ক ডাগার ও ক্যামেরন গ্রিনকে সই করিয়েছে ট্রেডিং পদ্ধতিতে। একই সাথে আজকের নিলাম থেকেও ইতিমধ্যেই বিরাট কোহলির দল নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের আলঝারি জোসেফকে। ১১.৭৫ কোটি টাকা ক্যারিবিয়ান পেসারের জন্য খরচ করেছে তারা।

Also Read: IPL 2024: হাসারাঙ্গাকে মাত্র ১.৫০ কোটিতে কেনায় নেচে মাতালেন কাব্য মারান, মুহূর্তে ভাইরাল হল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *