ipl-nitish-rana-answer-to-harsha-viral

IPL 2024: গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের (GT) মুখোমুখি হওয়ার কথা ছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR)। লীগ পর্বের ১৩তম ম্যাচটি জিতে নিয়ে ২০ পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ ছিলো নাইটদের কাছে। পয়েন্ট তালিকার শীর্ষে আরও ভালো ভাবে জাঁকিয়ে বসতে পারতেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), আন্দ্রে রাসেলরা। পক্ষান্তরে প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রাখতে জয় আবশ্যিক ছিলো গুজরাত ফ্র্যাঞ্চাইজির কাছেও। কিন্তু বাস্তবে এমন কিছুই দেখা গেলো না। সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছিলো আহমেদাবাদে। লম্বা অপেক্ষার পর শেষমেশ জয় পায় প্রকৃতিই। রাতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই শিবির।

গতকালের ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় আইপিএল (IPL) থেকে ছিটকে গেলো গুজরাত টাইটান্স (GT)। নাইট রাইডার্সের (KKR) অবশ্য বিশেষ ক্ষতি হলো না। গত শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) ইডেনের মাটিতে হারিয়ে তারা আগেই চলে গিয়েছে প্লে-অফে। সেই ম্যাচেও বাধা দিয়েছিলো বৃষ্টি। ২০ ওভার না হলেও শেষমেশ ১৬ ওভারের ম্যাচ অবশ্য আয়োজন করা গিয়েছিলো। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ১৫৭ তোলে নাইটরা (KKR)। রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, হর্ষিত রাণাদের নিয়ন্ত্রিত বোলিং-এ মুম্বই আটকে যায় ১৩৯ রানেই। ১৮ রানের ব্যবধানে জেতে কলকাতা। খেলা শেষে মাঠ পরিক্রমা করে সমর্থকদের ধন্যবাদ জানান ক্রিকেটাররা। সাক্ষাৎকার দিতে এসে মজার মন্তব্য করেন নীতিশ রাণা (Nitish Rana)।

Read More: IPL 2024: মাঝদরিয়ায় ডুবছে RCB-র তরী, প্লে-অফের রাস্তা কন্টকময় কোহলি, দু প্লেসিদের জন্য !!

হর্ষ ও রাণার আলাপচারিতা ভাইরাল নেটদুনিয়ায়-

Nitish Rana | IPL 2024 | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

গত শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের শেষ হোম ম্যাচ খেলেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে দুই পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলো নাইটরা। ১৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফের ছাড়পত্র’ও আদায় করে নিয়েছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। জয়ের পর ধারাভাষ্যকার হর্ষ ভোগলে সাক্ষাৎকার নিয়েছিলেন নাইট দলের সহ-অধিনায়ক নীতিশ রাণা’র (Nitish Rana)। এই মরসুমে চোটের কারণে অধিকাংশ ম্যাচেই বাইরে থাকতে হয়েছে তাঁকে। সদ্যই দলে ফিরেছেন দিল্লীর ক্রিকেটার। কঠিন সময়ে নাইট ফ্র্যাঞ্চাইজি কিভাবে পাশে দাঁড়িয়েছিলো তাঁর, আগামীর লক্ষ্য কি, সব নিয়েই খোলামেলা আলোচনা করেন তিনি। তবে সাক্ষাৎকারের একটি মজার অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যখন মাইক হাতে কথা বলছিলেন নীতিশ (Nitsh Rana), তখন তাঁর বাম হাতের আঙুলে লাগানো ছিলো ব্যান্ডেজ। কথার ফাঁকে তাই প্রশ্নকর্তা হর্ষ ভোগলে জিজ্ঞাসা করেন, “আমি তোমার হাতের দিকে দেখছি, সব ঠিক আছে নীতিশ?” উত্তরে হাসি মুখে কেকেআর ক্রিকেটার জানান, “হ্যাঁ স্যার সবকিছুই ঠিক আছে। কিন্তু আমি আপনাকে আঙুলটা ক্যামেরায় দেখাতে পারবো না কারণ এটা আমার মধ্যমা।” সাধারণত মধ্যমা প্রদর্শনকে অশালীন ইঙ্গিতবাহী বলেই মনে করা হয়। একবার সিডনিতে দর্শকদের মধ্যমা প্রদর্শন করে শাস্তির মুখে পড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই বিতর্ক এড়াতেই এহেন মন্তব্য নীতিশের। সাবধানী ক্রিকেট তারকার মন্তব্যে মজা পেয়েছেন নেটিজেনরা।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, মহাতারকাকে ছাড়াই মাঠে নামছে টিম টাইগার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *