IPL 2024: চলতি আইপিএলে (IPL) চরম সঙ্কটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনেই অভিযান শুরু করেছিলো তারা। প্রথম ম্যাচেই হারতে হয়েছিলো গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। এরপর দ্বিতীয় খেলায় জয়ের সরণিতে ফিরেছিলেন বিরাট কোহলিরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়েছিলেন পাঞ্জাব কিংস-কে (PBKS)। তারপর থেকেই ফের জয়ের দেখা নেই বেঙ্গালুরু শিবিরে। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে পর্যুদস্ত হতে হয়েছে তাদের। এরপর জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে গিয়েও হারতে হয়েছে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে। আপাতত পাঁচ ম্যাচ খেলে একটি মাত্র জয় ও দুই পয়েন্ট নিয়ে তারা রয়েছে নবম স্থানে।
বেঙ্গালুরুর হতশ্রী পারফর্ম্যান্স বিশ্লেষণ করতে বসে ইতিবাচক দিক বিশেষ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। ব্যাটিং চূড়ান্ত হতাশ করেছে এই বছর। ওপেন করতে নেমে রানের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচ ম্যাচের মধ্যে দুটি অর্ধশতক ও একটি শতরান করেছেন তিনি। ১০৫ গড়ে ৩১৬ রান করে তিনি কমলা টুপির তালিকায় রয়েছেন সবার উপরে। কিন্তু বাকিদের ব্যাটে রানের দেখা নেই। গতবারের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ফাফ দু প্লেসি (Faf du Plessis) অফ ফর্মে। ৫ ম্যাচ মিলিয়ে মাত্র ৩৮ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।
ছন্দে নেই ক্যামেরন গ্রিন’ও। যা চাপে ফেলছে রয়্যাল চ্যালেঞ্জার্সকে। বেহাল দশা বোলিং-এরও। মহম্মদ সিরাজ, যশ দয়াল, আলঝারি জোসেফরা নিয়মিত উইকেট তুলতে পারছেন না। স্পিন বিভাগের দায়িত্ব ছিলো মায়াঙ্ক ডাগরের (Mayank Dagar) উপর। ব্যর্থ তিনিও। সমর্থকদের চোখে হয়ে উঠেছেন ভিলেন।
Read More: IPL’এর মাঝে MI’এর এই খেলোয়াড়ের উপর উঠলো যৌন হয়রানির অভিযোগ, হতে পারে কারাবাস !!
শেহবাগের ভাগ্নে’র জন্য ডুবছে RCB-
মরসুম শুরুর আগে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে মায়াঙ্ক ডাগরকে (Mayank Dagar) দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বদলে সানরাইজার্স হায়দ্রাবাদে গিয়েছিলেন গত কয়েক মরসুম আরসিবি জার্সিতে খেলা শাহবাজ আহমেদ। ১কোটি ৮০ লক্ষ টাকার চুক্তি রয়েছে মায়াঙ্কের সঙ্গে। আরসিবি’র হোমগ্রাউন্ড চিন্নাস্বামীর পিচে একজন স্পিনারের দলে থাকা অত্যন্ত প্রয়োজন। দীর্ঘসময় তাদের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সেই ভূমিকাতেই মায়াঙ্ককে দেখতে চেয়েছিলেন বেঙ্গালুরু সমর্থকেরা। ঘরোয়া ক্রিকেটে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সফল তিনি। টি-২০ ক্রিকেটে নিয়েছেন ৫৬ উইকেট। ইকোনমি রেট’ও ৭-এর নীচে। কিন্তু আইপিএলে মুখ থুবড়ে পড়েছেন তিনি।
এখনও অবধি পাঁচটি ম্যাচই খেলেছেন মায়াঙ্ক (Mayank Dagar)। চেন্নাইয়ের বিরুদ্ধে ৬ রান দিয়েছিলেন। বোলিং কোটা সেদিন শেষ করেন নি তিনি। এরপর পাঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ৩৪ রান খরচ করে থাকেন উইকেটশূন্য। কলকাতার বিরুদ্ধে ১ উইকেট পান ২৩ রান খরচ করে। লক্ষ্ণৌ ও রাজস্থানের বিরুদ্ধে যথাক্রমে ২৩ ও ৩৪ রান খরচা করে একটিও সফলতা পান নি তিনি।
পাঁচ ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া স্পিনারকে কেন দিনের পর দিন খেলিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য বেঙ্গালুরু ম্যানেজমেন্টের কাছে জবাবদিহি চেয়েছেন অনুরাগীরা। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) ভাগ্নে হন মায়াঙ্ক। মামা-ভাগ্নের পারফর্ম্যান্সের আকাশপাতাল তফাৎ হতাশ করেছে ক্রিকেটজনতাকে।
মেয়েরা পেরেছেন, ছেলেদের স্বপ্নপূরণ অধরাই-
গত বছরের উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) প্লে-অফের যোগ্যতাই অর্জন করতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW)। সমালোচিত হতে হয়েছিলো স্মৃতি মন্ধানা, এলিস পেরী, রিচা ঘোষদের। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় মরসুমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান তাঁরা। শুরুটা ভালো হলেও একটা সময় লাগাতার ম্যাচ হেরে ছিটকে যাওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো বেঙ্গালুরুর (RCBW) মেয়েদের দল। কিন্তু স্নায়ুর চাপ সামলে কঠিন পরীক্ষায় পাস করেন তাঁরা। কখনও রিচা, কখনও অজি কিংবদন্তি এলিস পেরী আবার কখনও ভারতীয় তরুণী আশা শোভনা বা শ্রেয়াঙ্কা পাতিল রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ত্রাতার ভূমিকা নেন। ফাইনালে দারুণ ছন্দে থাকা দিল্লী ক্যাপিটালসের (DCW) গতিরোধ করে ট্রফি জিতে নেয় আরসিবির’র মেয়েরা।
পক্ষান্তরে বছরের পর বছর হতাশাই সঙ্গী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) পুরুষ দলের। এই নিয়ে আইপিএলের (IPL) সতেরোতম মরসুম খেলছে তারা। এর আগের ষোলো বছরে কয়েকবার ফাইনালে গেলেও ট্রফি জেতে নি তারা। খুব কাছাকাছি পৌঁছেও ফিরতে হয়েছে খালি হাতে। এইবার মেয়েরা খেতাব জয়ের পর অনুরাগীদের অনেকেই মনে করেছিলেন যে অন্ধকার সময় বুঝি কাটলো। স্মৃতি, সোমি মোলিনু, জর্জিয়া ওয়্যারহ্যামদের দেখানো পথে হেঁটে প্রথমবারের জন্য আইপিএল ট্রফিও আসবে দক্ষিণের শহরে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ তিনেকের মধ্যেই বেশ জটিল দেখাচ্ছে আরসিবি’র সমীকরণ। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে প্লে-অফের যোগ্যতাঅর্জন অসম্ভব হয়ে পড়বে বিরাটদের জন্য।