ipl-loss-vs-gt-means-game-over-for-rcb
RCB | Image: Getty Images

IPL 2024: মেয়েদের হাত ধরে কেটেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ ষোলো বছরের ট্রফি খরা। ২০২৪ সালেই উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ফাইনালে শক্তিশালী দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে বেঙ্গালুরুকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ’রা। বাঁধনহারা উচ্ছ্বাসের মাঝেই আইপিএলের (IPL) স্বপ্নও দেখা শুরু করেছিলেন সমর্থকেরা। তাঁরা মনে করেছিলেন অন্ধকারকে পিছনে ফেলে ডব্লুপিএলে যখন সুদিন এসেছে তখন সাফল্যের সোনালী আভা দেখা যাবে ছেলেদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আইপিএলেও (IPL)। কিন্তু মর্ণিং যে কখনও কখনও বাকি দিনের খবর এনে দেয় না তা প্রমাণিত হলো আরসিবির’র পুরুষ দলের পারফর্ম্যান্স থেকেই।

গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। চিপকে দুই পয়েন্ট হারালেও এরপর ঘরের মাঠ চিন্নাস্বামীতে পাঞ্জাব কিংসকে হারিয়ে স্বস্তি খুঁজে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। এরপর টানা হারে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়ে তারা। হারের ধারাবাহিকতা আর রোখা সম্ভব  হয় নি ফাফ দু প্লেসির (Faf Du Plessis) দলের পক্ষে। ঘরে হোক বা বাইরে-অধিকাংশ ম্যাচেই পরাজয় সঙ্গী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের। আজ মরসুমের ১১ তম ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স (GT)। প্লে-অফের ক্ষীণ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে পা হড়কানোর কোনো জায়গা নেই বিরাটদের।

Read More: PBKS vs CSK, Match-53, Dream 11 Prediction in Bengali: ধর্মশালায় ধুন্ধুমার লড়াই পাঞ্জাব ও চেন্নাইয়ের, এক নজরে দেখে নিন ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য !!

জয় ছাড়া পথ খোলা নেই বেঙ্গালুরুর সামনে-

Royal Challengers Bengaluru | IPL 2024 | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

গত মরসুমের লীগ পর্বের ১৪তম ম্যাচে জিতলেই প্লে-অফের দরজা খুলে যেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সামনে। ঘরের মাঠে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিলো তারা। প্রথমে ব্যাটিং করে বিরাট কোহলির শতরানের দরুণ বড় রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স। কিন্তু তাও শেষ চারে সামিল হওয়া সম্ভব হয় নি তাদের পক্ষে। কোহলির (Virat Kohli) শতরানের পালটা শতরান করে বেঙ্গালুরুর হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান তরুণ শুভমান গিল (Shubman Gill)। সেইদিন হেরে লীগ তালিকার ছয় নম্বরেই শেষ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ধূলিসাৎ হয়েছিলো খেতাব জেতার স্বপ্ন। আজ আরও একটা ‘ডু অর ডাই’ ম্যাচ তাদের সামনে। কাকতালীয় ভাবে প্রতিপক্ষ সেই গুজরাত টাইটান্স। ম্যাচটি আয়োজিতও হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। মঞ্চ প্রস্তুত, ফলাফল বদলায় কিনা নজর এখন সেইদিকে।

১০ ম্যাচ খেলে ৩টি জয় ও ৭টি হার রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ঝুলিতে। নেট রান রেট -০.৪১৫। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সাথে পয়েন্টের নিরিখে একই বিন্দুতে থাকলেও নেট রান রেটে পিছিয়ে বিরাট’রা। আপাতত লীগ তালিকার সবার শেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। সামনে বাকি আর চারটি ম্যাচ। যদি চারটিতেই টানা জয় পায় বেঙ্গালুরু, তাহলে পৌঁছবে ১৪ পয়েন্টে। আপাতত ১৬ পয়েন্টে রয়েছে রাজস্থান (RR), ১৪ পয়েন্টে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ১২ পয়েন্টে রয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ১০ পয়েন্টে রয়েছে চেন্নাই ও দিল্লী। অঙ্কের হিসেবে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে একটি ম্যাচেও কোনো পয়েন্ট হাতছাড়া করা চলবে না বেঙ্গালুরুর। একই সাথে আশায় থাকতে হবে লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লীর মত দলের হারের।

Also Read: “IPL ঘৃণা ছড়ানোর সঠিক সময়…” সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য আকাশ চোপড়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *