ipl-kohli-emotional-after-win-vs-csk

IPL 2024: ইতিহাস গড়েই ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চলতি আইপিএলের (IPL) প্রথম অর্ধতে টানা পরাজয়ের গ্লানি জুটেছিলো তাদের কপালে। ৮ ম্যাচ শেষে তাদের প্লে-অফ সম্ভাবনা ছিলো মাত্র ৩ শতাংশ। লীগ তালিকার সবার শেষে ছিলেন বিরাট কোহলিরা। সতেরোতম মরসুমে এসেও ব্যর্থতা যে সঙ্গী হচ্ছে বেঙ্গালুরু’র (RCB), তা ধরেই নিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ক্রিকেটদেবতা সম্ভবত ভেবেছিলেন অন্যকিছু। সানরাইজার্সের বিরুদ্ধে জয় দিয়ে পাহাড় চড়া শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্সের। এরপর গুজরাতকে তারা হারায় দুইবার। জয় পায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ঘরের মাঠে দিল্লীর বিরুদ্ধে সাফল্য স্বপ্নের কাছাকাছি এনে ফেলেছিলো দু প্লেসির দলকে। গতকাল চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে শেষ বাধাটুকুও পেরিয়ে গেলেন তাঁরা। কামব্যাকের অবিশ্বাস্য অধ্যায় লিখে পা রাখলেন প্লে-অফে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতেছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রথমে বোলিং বেছে নেন তিনি। নেট রান রেটের হিসেবে চেন্নাইকে টপকে যেতে অন্তত ১৮ রানের ব্যবধানে জয় প্রয়োজন ছিলো বেঙ্গালুরুর (RCB)। সেই কথা মাথায় রেখেই বড় স্কোরের প্রয়াস ছিলো ব্যাটারদের। কিন্তু তিন ওভারের পরেই শুরু হয় বৃষ্টি। বন্ধ থাকে ম্যাচ। বিরতির পর খেলা শুরু হলেও রানের গতি কমান নি কোহলি, দু প্লেসিরা। ২১৮ রান স্কোরবোর্ডে যোগ করে আরসিবি। রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট খুইয়ে চাপে পড়েছিলো চেন্নাই (CSK)। কিন্তু এরপর ম্যাচে ফেরে তারা। শেষ ওভার অবধি বজায় ছিলো উত্তেজনা। যশ দয়ালের ২০তম ওভারেই বাজিমাত করে বেঙ্গালুরু। আদায় করে নেয় প্লে-অফের ছাড়পত্র।

Read More: “ধোনি না থাকলে কোনোদিন…” বিরাট কোহলির উপর অকপট সুনীল গাভাস্কার, করলেন বেফাঁস মন্তব্য !!

আবেগবিহ্বল বিরাট ধরা পড়লেন ক্যামেরায়-

Faf du Plessis and Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Faf du Plessis and Virat Kohli | IPL 2024 | Image: Getty Images

বেঙ্গালুরু (RCB) যে জয় পাচ্ছে তা পরিষ্কার হয়ে গিয়েছিলো ৩৭ বলে ৬১ রান করে রচিন রবীন্দ্র আউট হওয়ার পরেই। কিন্তু ব্যবধান কত হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছিলো না। ফাফ দু প্লেসি’র দুরন্ত ক্যাচে মিচেল স্যান্টনার যখন আউট হন, তখন দুশ্চিন্তা বেড়েছিলো বেঙ্গালুরু সমর্থকদের। কারণে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ‘ফিনিশার’ ধোনির (Ms Dhoni) বিক্রমে ইতিহাস লেখা থেকে বিরত থাকতে হবে শেষে? আশঙ্কিত ছিলেন গ্যালারির সিংহভাগ দর্শক। অপরপ্রান্তে চমৎকার খেলছিলেন জাদেজাও। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও লকি ফার্গুসনের ওভারে দাপুটে ব্যাটিং করে শেষ ওভার অবধি উত্তেজনা বাঁচিয়ে রেখেছিলেন ধোনি-জাদেজার জুটি। শেষ চারে কোয়ালিফাই করতে ৬ বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিলো ১৭। তরুণ যশ দয়ালের (Yash Dayal) হাতে বল তুলে দেন দু প্লেসি।

প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান ধোনি (MS Dhoni)। স্বপ্নভঙ্গের বেদনা তখন মাঠ জুড়ে। ক্যামেরা ধরেছিলো বিরাট কোহলিকে। তাঁর মুখে তখন হতাশা, যন্ত্রণা আর খানিকটা অবিশ্বাস। এরপর দুর্দান্তভাবে কামব্যাক করেন দয়াল। পরেই বলেই ডিপ মিড উইকেটে ধরা পড়েন ধোনি। আচমকা মিলে যাওয়া লাইফলাইনে তখন উদ্বেল বিরাট (Virat Kohli)। উত্তেজনায় লাফিয়ে উঠতে দেখা যায় তাঁকে। ফিল্ডিং পজিশন থেকে ছুটে এসে শুভেচ্ছা জানান যশকে। শার্দুল-জাদেজার পক্ষে বাকি ৪ বলে ১১ রান তুলে নেওয়া সম্ভব হয় নি। শেষ ডেলিভারিটির পর অসম্ভবকে সম্ভব করার আনন্দে শিশুর মত উচ্ছল হয়ে উঠতে দেখা গেলো কোহলি। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে কখনও দৌড়োলেন তিনি। কখনও সতীর্থদের ভরালেন আলিঙ্গনে। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা কামব্যাকের পর যখন মাঠ ছাড়ছেন তিনি, কোহলির চোখের কোণে তখন আনন্দাশ্রু।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL 2024: ম্যাচ ফিক্সিং-এর ছায়া চিন্নাস্বামীতে, চেন্নাই তারকার বোলিং অ্যাকশন জাগালো সন্দেহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *