IPL 2024: থামানো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। গোটা আইপিএলে (IPL) অসাধারণ পারফর্ম্যান্স করেছে তারা। পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। গত দুই বছরের ধারাবাহিক ব্যর্থতাকে পিছনে ফেলে এবার জায়গা করে নিয়েছে প্লে-অফে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে গতকাল আহমেদাবাদের মাঠে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ছিলো নাইটদের। চলতি মরসুমে সানরাইজার্সের ‘নির্মম’ ক্রিকেট ত্রাসের সঞ্চার করেছে বহু প্রতিপক্ষের মনে। কিন্তু তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন পাত্তাই পেলো না নাইটদের সামনে। হায়দ্রাবাদের ব্যাটিং অস্ত্র ভোঁতা করে সহজ জয় পেলো কলকাতা।
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। কিন্তু মিচেল স্টার্কের (Mitchell Starc) সৌজন্যে শুরুতেই আঘাত হানে কলকাতা। প্রথম স্পেলে তিন উইকেট তুলে নেন স্টার্ক। পাওয়ার প্লে’তে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিলো হায়দ্রাবাদ। রাহুল ত্রিপাঠীর ৫৫, হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ৩২ রানের ইনিংস মানরক্ষা করে তাদের। শেষবেলায় কামিন্সের ৩০ রানের ইনিংস তাদের পৌঁছে দেয় ১৫৯-এ। জবাবে রান তাড়া করতে নেমে সুনীল নারাইন ও রহমানুল্লাহ গুরবাজের জুটির সৌজন্যে দ্রুত ইনিংসের সূচনা করতে পারে নাইট শিবির। দুই ওপেনার আউট হলেও ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জোড়া অর্ধশতক ১৩.৪ ওভারের মধ্যেই জয় এনে দেয় কলকাতাকে। দাপুটে পারফর্ম্যান্সে ম্যাচ জিতে ফাইনালে পা রাখলো বেগুনি-সোনালী শিবির। উদ্যাপনে মাতলো নাইট ক্লাবে।
Read More: বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়ে গুজরাট পুলিশ, বাতিল হলো আরসিবির অনুশীলন !!
ফাইনালের আগে ফুরফুরে মেজাজে নাইটরা-
চিপকের মহারণের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। এখন বসন্তের বাতাস বইছে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। অন্তিম পরীক্ষায় নামার আগে দল সতর্ক থাকলেও বাড়তি চাপ মাথায় চাপাতে রাজী নন ক্রিকেটাররা। ফাইনালের প্রস্তুতি শুরু করার আগে ফুরফুরে মেজাজে তাঁরা। আহমেদাবাদে সানরাইজার্স বধের পর নাইট তারকারা গিয়েছিলেন এক নাইট ক্লাবে। সেখানেই প্রথম কোয়ালিফায়ার জয়ের সেলিব্রেশন সারেন তাঁরা। দিনকয়েক আগেই একটি হিন্দি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে আন্দ্রে রাসেলকে (Andre Russell)। গতকাল নাইট ক্লাবের ডান্স ফ্লোরেও সপ্রতিভ ছিলেন তিনি। হাতে পানীয়ের গ্লাস, পরনে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার্স, গানের ছন্দে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। মাঠে সর্বদা গম্ভীর মুখে থাকলেও নাইট ক্লাবে আলাদা মুডে ছিলেন সুনীল নারাইন (Sunil Narine)। তাঁকেও দেখা গিয়েছে নাচতে।
আহমেদাবাদ থেকে ফাইনাল খেলতে চেন্নাই উড়ে যাওয়ার আগে অবশ্য এক দুঃসংবাদ আচমকাই নড়িয়ে দিয়েছে নাইট রাইডার্স (KKR) শিবিরকে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলমালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। গতকাল কন্যা সুহানার সাথে তিনি ছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে। খেলা শেষে মাঠে নেমে দর্শকদের উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা যায় তাঁকে। কিন্তু আজ ডিহাইড্রেশনের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হন বলিউড বাদশাহ। আহমেদাবাদে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৪ ডিগ্রী সেলসিয়াস। তাপপ্রবাহই শাহরুখের অসুস্থ হওয়ার কারণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে সঙ্গে সঙ্গে মাল্টি-স্পেশ্যালিটি কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে দেখতে যান বলিউড অভিনেত্রী জুহি চাওলা’ও (Juhi Chawla)।
দেখে নিন সেই ভিডিও-
Sunil Narine and Andre Russell partying after reaching into the finals last night. pic.twitter.com/GDFhOC16Ht
— Syed Irfan Ahmad (@Iam_SyedIrfan) May 22, 2024