IPL 2024: দেখতে দেখতে শেষের দিকে এগোচ্ছে আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুম। লীগ পর্ব এসে দাঁড়িয়েছেন অন্তিম অধ্যায়ে। বাকি আর গুটিকয়েক ম্যাচ। তারপরেই শুরু হবে প্লে-অফের পালা। ইতিমধ্যেই শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালস (RR)। গোটা মরসুম জুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে এসেছে নাইটরা। প্রথম দল হিসেবে তারাই পা রেখেছিলো প্লে-অফে। ঘরের মাঠে মুম্বইকে হারিয়েই মিলেছিলো ছাড়পত্র। এরপর দিল্লীর বিরুদ্ধে লক্ষ্ণৌ হারায় রাজস্থানও পৌঁছে যায় শেষ চারে। মরসুমের শুরুতে ভালো খেললেও টানা চারটি হার চিন্তায় রেখেছে তাদের।
কোন দুই দল প্লে-অফে যোগ দেবে কলকাতা ও রাজস্থানের সাথে? এই প্রশ্নের উত্তর মেলে নি এখনও। জোর টক্কর চলছে চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মধ্যে। খাতায়-কলমে দৌড়ে রয়েছে দিল্লী ও লক্ষ্ণৌ’ও। আইপিএলের সূচি অনুযায়ী লীগ তালিকার প্রথম ও দ্বিতীয় দল আহমেদাবাদে খেলবে প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। এরপর তৃতীয় ও চতুর্থ দল আহমেদাবাদেই খেলবে এলিমিনেটর। জয়ী দল প্রথম কোয়ালিফায়ারের বিজিত দলের বিরুদ্ধে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ম্যাচটি হবে চেন্নাইতে। জয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। চেন্নাইতে আয়োজিত হবে খেতাবী যুদ্ধ। প্লে-অফের প্রতীক্ষা চললেও একঝাঁক তারকা বিদেশীকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। এর প্রতিবাদ করলেন ভারতীয় প্রাক্তনী ইরফান পাঠান।
Read More: SRH vs GT, Match-66, Dream 11 Prediction: সানরাইজার্স বনাম গুজরাত ম্যাচের দিকে তাকিয়ে সকলে, ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!
ইংল্যান্ডের ক্রিকেটারদের একহাত নিলেন পাঠান-
আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম পাকিস্তান টি-২০ সিরিজ। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এটাই শেষ সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার। সেই কারনেই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আইপিএলে ব্যস্ত যে সকল ইংল্যান্ড ক্রিকেটার রয়েছেন ইংল্যান্ডের সম্ভাব্য টি-২০ বিশ্বকাপ দলে তাঁদের প্রত্যেককেই দেশে ফেরার নিদান দিয়েছে তারা। বিসিসিআই-এর তরফ থেকে ইসিবির কাছে আবেদন রাখা হয়েছিলো যাতে প্লে-অফে খেলার সুযোগ পান ক্রিকেটাররা। কিন্তু সেই অনুরোধ রক্ষা করে নি ইংল্যান্ড বোর্ড। ফলত ইংল্যান্ডের তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে আইপিএল (IPL) ফ্র্যঞ্চাইজিগুলিকে।
ইতিমধ্যেই দেশে ফিরেছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার (Jos Buttler)। কলকাতা নাইট রাইডার্স খুইয়েছে ফিল সল্টকে (Phil Salt)। মঈন আলিও (Moeen Ali) খেলতে পারবেন না চেন্নাই সুপার কিংসের হয়ে। গতকাল চলতি আইপিএলে শেষবারের মত মাঠে নামেন পাঞ্জাব কিংসের স্যাম কারান, জনি বেয়ারেস্টো। গুরুত্বপূর্ণ সময়ে বাটলার, সল্টের মত খেলোয়াড়দের হারিয়ে দিশাহারা ফ্র্যাঞ্চাইজিগুলো। এভাবে আগেও টুর্নামেন্টের মাঝপথে বা নিলামের পর আচমকাই সরে দাঁড়িয়েছেন জো রুট, বেন স্টোকস (Ben Stokes), জেসন রয়ের মত ক্রিকেটাররা। কোটি কোটি টাকা খরচ করে কোনো ক্রিকেটারকে সম্পূর্ণ মরসুম না পাওয়া যাওয়া ঠিক নয় বলে মত। তিনি ট্যুইটারে তাই স্পষ্ট লিখেছেন, “হয় সম্পূর্ণ মরসুম খেলো, নয়ত এসোই না।”
দেখে নিন ইরফান পাঠানের ট্যুইট’টি-
Either be available for full season or don’t come!
— Irfan Pathan (@IrfanPathan) May 15, 2024