ipl-gambhir-wanted-kkr-to-play-final

IPL 2024: গত দুটি আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (KKR) শেষ করেছিলো সপ্তম স্থানে। প্লে-অফের ধারেকাছে পৌঁছানোও সম্ভব হয় নি তাদের পক্ষে। ধারাবাহিক ব্যর্থতার চিত্রে বদল আনতে এবার মরিয়া ছিলেন ক্রিকেটাররা। লক্ষ্যপূরণে সক্ষম বলা চলে তাঁদের। টুর্নামেন্টের শুরু থেকেই অনবদ্য ক্রিকেট উপহার দিয়ে এসেছেন একের পর এক তারকা। সুনীল নারাইন (Sunil Narine), আন্দ্রে রাসেলের মত পরিচিতি বিদেশী থেকে হর্ষিত রাণা, বৈভব আরোরাদের মত তরুণ ভারতীয় ক্রিকেটাররাও অবদান রেখেছেন দলের জয়ে। লীগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯টি জয় পেয়েছিলো কলকাতা। দুই ম্যাচ ছিলো অমীমাংসিত। ২০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করে তারা। জায়গা করে নেয় প্লে-অফে।

শেষ চারের যুদ্ধেও দাপট ধরে রাখলো নাইট (KKR) শিবির। গতকাল প্রথম কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। বল হাতে শুরুতেই প্রতিপক্ষকে নড়িয়ে দেন মিচেল স্টার্ক। আইপিএল (IPL) ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটারের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিলো। গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ উইকেট নিয়ে নিন্দুকদের চুপ করালেন তিনি। ১৫৯ রানেই গুটিয়ে গিয়েছিলো হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। রান তাড়া করতে নেমেও বিস্ফোরক নাইটরা। সুনীল নারাইন, রহমানুল্লাহ গুরুবাজ আউট হলেও শ্রেয়স ও ভেঙ্কটেশ আইয়ারের জোড়া অর্ধশতক ৩৮ বল বাকি থাকতেই জয় এনে দেয় কলকাতাকে (KKR)। জায়গা করে দেয় ফাইনালে। এই সাফল্যের কৃতিত্ব অনেকখানি প্রাপ্য মেন্টর গৌতম গম্ভীরের। দল ফাইনালে উঠতেই ভাইরাল তাঁর পুরনো একটি ভিডিও।

Read More: প্রথম কোয়ালিফায়ারে SRH’কে হারিয়ে চতুর্থ বারের জন্য ফাইনালে পৌঁছালো KKR !!

ফাইনাল খেলবে দল, আগেই বলেছিলেন গম্ভীর-

Sunil Narina and Gautam Gambhir | IPL | Image: Getty Images
Sunil Narina and Gautam Gambhir | Image: Getty Images

এই বছরের আইপিএল (IPL) শুরুর আগে সবচেয়ে বড় চমক দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা ডাগ-আউটে ফিরিয়েছিলো ‘ঘরের ছেলে’ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ২০১১ সালের নিলামে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন গম্ভীর। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলানোর মত কঠিন কাজ করতে হয়েছিলো তাঁকে। নিজেকে উজাড় করে দিয়ে সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। সাত বছর নাইট শিবিরে ছিলেন তিনি। দলকে অধিনায়ক হিসেবে জিতিয়েছেন জোড়া ট্রফি। অবসরের পর মেন্টর হিসেবে নিজের জার্নি তিনি শুরু করেছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে। দুই বছর নবাবের শহরে কাটিয়ে এবার তিনি ফিরেছেন ‘সিটি অফ জয়’-এ। আর তিনি ফিরতেই আরও একবার উজ্জ্বল নাইটদের ভাগ্য।

নাইট রাইডার্স দলকে এবার স্বপ্ন দেখাচ্ছেন গম্ভীর। গতকাল সানরাইজার্সকে (KKR) হেলায় হারিয়ে কলকাতার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেওয়ার পর  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ইডেনে অনুশীলন শুরুর দিনে ছাত্রদের কি মন্ত্র দিয়েছিলেন ‘গুরু’ গম্ভীর, ভিডিওতে প্রকাশিত হয়েছে সেটাই। তাঁকে বলতে শোনা গিয়েছে, “এই দলে সকলের সাথে একই ব্যবহার করা হবে। এখানে কোনো সিনিয়র-জুনিয়র, আন্তর্জাতিক তারকা-ঘরোয়া ক্রিকেটার ভেদাভেদ নেই। কারণ আমাদের লক্ষ্য একটাই, সেটা আইপিএল জেতা। সবাইকে একটা সহজ রাস্তাই বেছে নিতে হবে। আমাদের ২৬ মে ফাইনালে যেতেই হবে। যাত্রাটা আজ থেকেই শুরু হচ্ছে। আমরা এটাই করতে চাই।” গম্ভীরের কথা ফলে গিয়েছে। ফাইনালে নাইটরা। এবার কেবল তৃতীয় ট্রফির অপেক্ষা।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

কাদের বিরুদ্ধে ফাইনাল খেলবে নাইট রাইডার্স?

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

২০১২, ২০১৪ ও ২০২১-এর আগে মোট তিনবার ফাইনাল খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম দুইবার ট্রফি এসেছে। তৃতীয়বার ফাইনালে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। চতুর্থ সুযোগে আর খেতাব হাতছাড়া করতে চায় না কলকাতা (KKR)। দ্বিতীয় ট্রফি জয়ের ঠিক দশ বছরের মাথায় তৃতীয় ট্রফিই এখন পাখির চোখ বেগুনি-সোনালী শিবিরের। প্রথম কোয়ালিফায়ায়রে সহজ জয় পাওয়ায় ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে নাইট রাইডার্স। আগামী ২৬ মে, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কারা? এই নিয়ে চলছে জল্পনা। দৌড়ে রয়েছে রাজস্থান রয়্যালস (RR), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গতকাল হারলেও ছিটকে যায় নি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)।

আজ অর্থাৎ বুধবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান ও বেঙ্গালুরু (RR vs RCB)। টানা ছয় ম্যাচ জয়ী বেঙ্গালুরু’র বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ না দেখা রাজস্থানের দ্বৈরথের ফলাফল জানা গেলে বোঝা যাবে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কারা মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সেই ম্যাচের ফলাফলই ঠিক করবে কারা হতে চলেছে নাইটদের প্রতিপক্ষ। এই মরসুমে লীগ পর্বে দুইবার বেঙ্গালুরুকে (RCB) হারিয়েছে কলকাতা। প্লে-অফ ও লীগ পর্বে সানরাইজার্সের (SRH) বিরুদ্ধেও এসেছে জোড়া জয়। রাজস্থানের (RR) বিরুদ্ধে হারতে হলেও তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয়, ফলে যে দলের বিরুদ্ধেই নামতে হোক, আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই মাঠে নামতে পারে নাইটরা।

Also Read: IPL 2024: “তৃতীয় খেতাব আসছেই…” সানরাইজার্সকে গুঁড়িয়ে ফাইনালে নাইট’রা, উচ্ছ্বাসে ভাসছে নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *