IPL 2024: “ওরা নিজেরা কি জিতেছে?” হার্দিকের পাশে দাঁড়িয়ে পিটারসেন-ডিভিলিয়ার্সদের একহাত নিলেন গৌতম গম্ভীর !! 1

IPL 2024: এবারের আইপিএলের (IPL) শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যেভাবে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের পরে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে (MI) ফিরেছিলেন তিনি, তা হার মানাবে কোনো রহস্য-রোমাঞ্চ উপন্যাসকেও। ২০২২ সালে মুম্বই ছেড়ে তিনি গিয়েছিলেন গুজরাতে (GT)। সেখানে দুই মরসুম অধিনায়কত্ব করে একবার জিতেছিলেন খেতাব, একবার টাইটান্সদের এনে দিয়েছিলেন রানার্স-আপ শিরোপা। তাঁর মধ্যেই আগামীর অধিনায়ককে দেখেছিলেন নীতা আম্বানিরা। ফলে বিপুল অর্থ খরচ করে ‘ঘরের ছেলে’কে ‘ঘরে’ ফেরাতে দুইবার ভাবেন নি তাঁরা।

এক দশক ধরে মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলকে পাঁচটি আইপিএল (IPL) ট্রফিও উপহার দিয়েছেন তিনি। কিন্তু হার্দিকের প্রত্যাবর্তনে আচমকাই কুরশী বেহাত হয় তাঁর। ১৩ ডিসেম্বর মুম্বই ফ্র্যাঞ্চাইজি নেতা হিসেবে ঘোষণা করে তারকা অলরাউন্ডারের নাম। কিংবদন্তি তারকার অপসারণে স্বভাবতই খুশি ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্স (MI) সমর্থকদের একটা বড় অংশ। গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিলো মুম্বই ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের মধ্যে। রোহিত সমর্থকেরা অসন্তুষ্ট হওয়ায় ২০২৪ আইপিএলে (IPL) কাজটা এমনিই কঠিন ছিলো হার্দিকের কাছে। তার ওপর বাইশ গজে বল গড়ানোর সাথে সাথেই খেলায় একের পর এক ফাঁকফোকর প্রকট হতে শুরু হওয়ায় ক্রিকেটমহলের পয়লা নম্বর ‘ভিলেন’ হয়ে ওঠেন তিনি।

Read More: IPL 2024: মাঝদরিয়ায় ডুবছে RCB-র তরী, প্লে-অফের রাস্তা কন্টকময় কোহলি, দু প্লেসিদের জন্য !!

কঠিন সময়ে হার্দিকের পাশে গম্ভীর-

Rohit Sharma and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma and Hardik Pandya | Image: Getty Images

এই বছরের মত মুম্বই ইন্ডিয়ান্সের (MI) খেতাব জয়ের আশা শেষ। প্রথম দল হিসেবে আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছে তারা। এখনও অবধি ১৩ ম্যাচ খেলে তাদের জয়ের সংখ্যা মাত্র ৪। হারতে হয়েছে ৯টি ম্যাচ। ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লীগ তালিকার নয় নম্বরে রয়েছে মুম্বই (MI)। একমাত্র পাঞ্জাব কিংস রয়েছে তাদের পিছনে। আগামী শুক্রবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। জিতলেও বিশেষ লাভ হবে না মুম্বই ফ্র্যাঞ্চাইজির। এই মুখ থুবড়ে পড়ার পিছনে হার্দিককে (Hardik Pandya) দায়ী করছেন বিশেষজ্ঞদের অনেকেই। রোহিতকে (Rohit Sharma) সরিয়ে তাঁকে অধিনায়ক করাই নাকি মুম্বইয়ের হতশ্রী পারফর্ম্যান্সের কারণ।

সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে সাজঘরেও হার্দিকের (Hardik Pandya) উপস্থিতি মানতে পারছেন না অনেকে। রোহিত ও হার্দিককে সামনে রেখে দুই শিবিরে নাকি ভাগ হয়ে গিয়েছেন ক্রিকেটাররা। যার ফলাফল স্পষ্ট মাঠের পারফর্ম্যান্সে। প্রশ্নের মুখে হার্দিকের (Hardik Pandya) নেতৃত্ব। কথা উঠছে তাঁর ফর্ম নিয়েও। ব্যাট হাতে ১৮.১৮ গড়ে ২০০ রান ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি। কড়া ভাষায় তাঁকে আক্রমণ শানিয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB De Villiers), কেভিন পিটারসেনের (Kevin Pietersen) মত প্রাক্তন তারকারা। এই প্রতিকূল পরিস্থিতিতে হার্দিকের দিকে ভরসার হাত বাড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

স্পোর্টসকীড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স ও পিটারসেনকে আক্রমণ করে গম্ভীর (Gautam Gambhir) বলেন, “যখন ওনারা নিজেরা অধিনায়কত্ব করেছেন তখন ওনাদের কি পারফর্ম্যান্স ছিলো? আমার তো মনে হয় না এবি ডিভিলিয়ার্স বা কেভিন পিটারসেনের নেতা হিসেবে কোনো উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। আমার তো মনে হয় না এবি আইপিএলে আদৌ কখনও অধিনায়কত্ব করেছে বা কিছু জিতেছে বলে। ব্যক্তিগত স্কোর ছাড়া দলগত কোনো অর্জনই তো ওর নেই। সেখানে হার্দিক আর যাই হোক না কেন, ও আইপিএল জয়ী অধিনায়ক। দুইয়ের মধ্যে কোনো তুলনাই চলতে পারে না।”

দেখে নিন কি বলছেন গম্ভীর-

Also Read: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, মহাতারকাকে ছাড়াই মাঠে নামছে টিম টাইগার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *