IPL 2025: গুজরাট নয় বরং SRH'এ সামিল হচ্ছেন যুবরাজ সিং, নিচ্ছেন মোটা অঙ্কের টাকা !! 1

IPL 2025: মে মাসের শেষ সপ্তাহে যবনিকা পড়েছে আইপিএলের (IPL) সতেরোতম মরসুমে। এরপর মাস দুয়েক কাটতে না কাটতেই আগামী মরসুম নিয়ে হইচই শুরু হয়েছে ক্রিকেটমহলে। নেপথ্যে টুর্নামেন্টের মেগা অকশন। এখনও অবধি রিটেনশন বা রিলিজ নিয়ে কোনো তথ্য দেওয়া হয় নি বিসিসিআই-এর তরফে। তাও কাদের ধরে রাখা হবে আর কারাই বা নাম লেখাবেন বাতিলের তালিকায় তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা ছকে ফেলতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলিও। অকশন নিয়ে ভাবতে বসার আগে কোচিং স্টাফে রদবদল সেরে ফেলাই লক্ষ্য তাদের। দিল্লী ক্যাপিটালস (DC) ইতিমধ্যেই সরিয়েছে কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting)। নতুন মেন্টরের সন্ধানে কলকাতা নাইট রাইডার্স’ও। গুজরাত, সানরাইজার্স, পাঞ্জাবের মত দলেও দেখা যেতে পারে নতুন প্রশিক্ষক। দড়ি টানাটানি যুবরাজ সিং-কে (Yuvraj Singh) নিয়ে।

Read More: IPL 2025: গুজরাত নয় এই আইপিএল দলের কোচ হবেন যুবরাজ সিং, অবশেষে কাটবে ১৭ বছরের ট্রফির খরা !!

গুজরাত টাইটান্সে যাওয়া নিয়ে রয়েছে জল্পনা-

Yuvraj Singh | Image: Twitter
Yuvraj Singh | Image: Twitter

২০২২ সালে প্রথমবার আইপিএলে (IPL) অংশ নিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। তখন থেকেই তাদের কোচ হিসেবে রয়েছেন আশিষ নেহরা (Ashish Nehra)। মেন্টর গ্যারি কার্স্টেনের সাথে তাঁর জুটি ফুল ফুটিয়েছে টাইটান্স শিবিরের জন্য। প্রথম মরসুমেই ট্রফির স্বাদ পায় তারা। দ্বিতীয় মরসুমেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি’রা। চমকপ্রদ পারফর্ম্যান্স করে পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। যদিও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ বলে বাউন্ডারি হজম করায় ট্রফি হাতছাড়া হয়। চেন্নাই ও মুম্বইয়ের পর তৃতীয় দল হিসেবে খেতাব ‘ডিফেন্ড’ করা আর হয় নি তাদের। হোঁচট খেতে হয় তৃতীয় মরসুমে এসে। অধিনায়ক হার্দিক (Hardik Pandya) দল ছাড়ার পর নতুন উদ্যমে মাঠে নেমেও পুরনো সাফল্য আর স্পর্শ করা হয় নি তাদের। শেষ করতে হয় লীগ টেবিলের আট নম্বরে।

শুভমান গিলের (Shubman Gill) হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত কাজে আসে নি গুজরাতের। ২০২৪ মরসুমে টিম কম্বিনেশন নিয়েও দেখা গিয়েছে সমস্যা। মহম্মদ শামি’র না থাকা, রশিদ খানের অফ ফর্মের মত সমস্যা ভুগিয়েছে তাদের। যাবতীয় বাধাবিপত্তি কাটিয়ে তাদের সামনে ২০২৫-এ চ্যালেঞ্জ সাফল্যের বৃত্তে ফেরত আসার। সেই লক্ষ্যেই একাধিক বড়সড় রদবদল করতে পারে টাইটান্স শিবির। শোনা যাচ্ছে মালিকানা হস্তান্তরিত হতে পারে দলের। সিভিসি ক্যাপিটালসের থেকে দায়িত্ব যেতে পারে আদানি গোষ্ঠীর হাতে। মেন্টর কার্স্টেন ইতিমধ্যেই গুজরাত ছেড়ে যোগ দিয়েছেন পাকিস্তান জাতীয় দলে। জোর গুঞ্জন যে সরে দাঁড়াতে পারেন কোচ আশিষ নেহরা’ও। তাঁর বিকল্প হিসেবে ডাগ-আউটে বসার দৌড়ে রয়েছেন যুবরাজ সিং (Yuvraj Singh)।

সানরাইজার্সের নজর রয়েছে যুবরাজের দিকে-

Yuvraj Singh | IPL | Image: Twitter
Yuvraj Singh | Image: Twitter

২০১৬ সালে আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এরপর আট মরসুম কেটে গেলেও সাফল্য ধরা দেয় নি তাদের হাতে। ২০২৩-এ লীগ টেবিলে সবার নীচে শেষ করার পর কোচিং স্টাফে রদবদল করেছিলো তারা। ব্রায়ান লারা’কে (Brian Lara) সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিলো নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তরি’কে (Daniel Vettori)। ২০২৪-এ ঘুরে দাঁড়িয়েছিলো ‘অরেঞ্জ আর্মি।’ পৌঁছেছিলো ফাইনালেও। কিন্তু শেষরক্ষা হয় নি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হয়েছিলো তারা। ট্রফি জয়ের জন্য কাব্য মারান’রা ২০২৫-এর আইপিএলের (IPL) আগে ফের একবার বড়সড় বদল আনতে পারেন কোচিং স্টাফে। ভেত্তরি সানরাইজার্সের পাশাপাশি রয়েছেন অস্ট্রেলিয়ার কোচিং স্টাফেও। দ্বৈত দায়িত্ব নতুন মরসুমে সম্ভবত থাকছে না তাঁর। কিউই প্রাক্তনীর বদলে রেডারে রয়েছেন যুবরাজ সিং।

এর আগে কোনো সিনিয়র ক্রিকেট দলকে প্রশিক্ষন দেওয়ার কাজ করেন নি যুবরাজ (Yuvraj Singh)। ২০২৫-এর আইপিএল (IPL) দিয়েই কোচিং-এর দুনিয়ায় পা রাখতে চাইছেন তিনি। তাঁর কাছে গুজরাতের প্রস্তাব থাকলেও জোর জল্পনা যে সানরাইজার্সের (SRH) ডাক এলে এড়িয়ে যাবেন না তিনি। এর আগে ভারতীয় তারকা অলরাউন্ডার এক সময় গায়ে চাপিয়েছেন হায়দ্রাবাদের কমলা-কালো জার্সি। ২০১৬ সালের ট্রফি জয়ী স্কোয়াডেরও সদস্য ছিলেন তিনি। কর্মকর্তাদের সাথে তাঁর সম্পর্ক বেশ ভালো। ফলে চেনা পরিবেশেই কোচিং-এ অভিষেক করতে চান তিনি। প্রিয় ছাত্র অভিষেক শর্মা’র সাথে কাজের সুযোগও মিলতে পারে হায়দ্রাবাদে। সামনেই রয়েছে মেগা অকশন। তার আগে কোচিং স্টাফে যাবতীয় বদল সেরে ফেলতে চায় হায়দ্রাবাদ। হয়ত দিনকয়েকের মধ্যেই যুবরাজের (Yuvraj Singh) নাম সরকারী ভাবে ঘোষণা করতে পারে তারা।

Also Read: IND vs SL: রাতারাতি কপাল খুললো ঋতুরাজের, কোচ গম্ভীরের ডাকে উড়ে যাচ্ছেন শ্রীলঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *