virat kohli
Virat Kohli | Image: Twitter

IPL 2025: কেরিয়ারে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। গত ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জিতেছেন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ট্রফিজয়ের পরেই বড় ঘোষণাও করতে শোনা গিয়েছে ভারতীয় মহাতারকাকে। জানিয়েছেন আর কখনও দেশের জার্সি গায়ে টি-২০ খেলবেন না তিনি। সময় হয়েছে তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। সেইমত আসন্ন শ্রীলঙ্কা সফরের ওডিআই স্কোয়াডে তাঁকে রাখা হলেও জায়গা দেওয়া হয় নি টি-২০ স্কোয়াডে। আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে একেবারের বিদায় জানান নি তিনি। আইপিএল খেলার অঙ্গীকার করেছেন তিনি। মুখিয়ে রয়েছেন ২০২৫-এর আইপিএল (IPL) নিয়ে।

Read More: কোচিংয়ের দায়িত্ব পেতে চলেছেন যুবরাজ সিং, সামলাবেন এই দলে দায়িত্ব !!

অফ ফর্মে দল পাবেন না কোহলি-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আইপিএলের (IPL) একদম সূচনালগ্ন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে খেলে আসছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু সতেরো বারের প্রচেষ্টাতেও পূরণ হয় নি ট্রফি জয়ের স্বপ্ন। চার বার ফাইনালে পৌঁছে ফিরতে হয়েছে খালি হাতে। গত মরসুমেও শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটাতে সক্ষম হয়েছিলো বেঙ্গালুরু (RCB)। জায়গা করে নিয়েছিলো প্লে-অফে। কিন্তু শেষমেশ শৃঙ্গজয় আর সম্ভব হয় নি। এলিমিনেটর ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয় বেঙ্গালুরুকে। একটানা পরাজয়ের গ্লানি বয়ে বেড়াতে আর চাইছেন না কোহলি (Virat Kohli)। অবসরের আগে আইপিএল (IPL) সেরার শিরোপা জিততে চান তিনি। তাই দল বদলানোর ভাবনা তাঁর।

সূত্রের খবর যে মেগা অকশনের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) কাছে রিলিজ চাইতে পারেন তিনি। কেরিয়ারে প্রথমবার নাম লেখাতে পারেন নিলামে। অনুরাগীদের অনেকেই মনে করছেন যে নিলামে নাম লেখালে পূর্বের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবেন কোহলি (Virat Kohli)। কিন্তু বাস্তব চিত্র কিন্ত বলছে অন্য কথা। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একেবারেই ছন্দে ছিলেন না মহাতারকা। একের পর এক ম্যাচে আউট হয়েছেন দশ পেরোনোর আগেই। ফাইনালে ৭৬ রান করলেও খরচ করেছেন ৫৯ বল। ২০২৪-এর আইপিএলেই (IPL) কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিলো। টি-২০ বিশ্বকাপের অফ ফর্ম আরও চাপে ফেলেছে তাঁকে। অঘটনের আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না ক্রিকেটবোদ্ধারা। নিলামের টেবিলে দল নাও পেতে পারেন বিরাট।

দল বদলাতে পারেন পন্থ-সূর্যকুমার-রোহিত’ও-

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

একা বিরাট কোহলি নন, ২০২৫ আইপিএলের (IPL) আগে আরও এক ঝাঁক হেভিওয়েট তারকার দলবদলের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শোনা গিয়েছে যে দিল্লী ক্যাপিটালসের কাছে রিলিজ চেয়ে নিতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। গত মরসুমে তিনিই ছিলেন দিল্লীর অধিনায়ক। কিন্তু ২০২৫-এ নিলামে নাম লেখাতে চান তিনি। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে চেন্নাই সুপার কিংস (CSK) ও গুজরাত টাইটান্সের (GT) নাম। এছাড়াও দলবদলের খাতায় নাম লেখাতে পারেন সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। গত বছর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সাথে সম্পর্কে ফাটল ধরেছে তাঁর। বিশ্বসেরা টি-২০ ব্যাটার নিলামে এলে তাঁকে পেতে ঝাঁপাতে পারে কলকাতা, দিল্লীর মত ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সের সাথে দূরত্ব বাড়ায় দল ছাড়তে পারেন রোহিত’ও (Rohit Sharma)। দিল্লীর অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

Also Read: IPL 2025: হাতছাড়া রাহুল দ্রাবিড়, ‘মেন্টর’ হিসেবে নাইট রাইডার্সের নিশানায় এই কিংবদন্তি ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *