IPL 2025: মরসুমের তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলের (IPL) চ্যাম্পিয়নরা নেমে গিয়েছিলো লীগ তালিকার নবম স্থানে। টুর্নামেন্টের শুরুতেই হতাশা দানা বাঁধতে শুরু করেছিলো সমর্থকদের মধ্যে। সেই অন্ধকার অবশেষে কাটলো আজ। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে অন্ধকার কাটিয়ে ছন্দে ফিরলো বেগুনি-সোনালী বাহিনী। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। মাত্র ১৬ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরলেও কলকাতা ঘুরে দাঁড়ায় অধিনায়ক রাহানে ও তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটে। ৮১ রানের কার্যকরী জুটি গড়েন দু’জনে। এরপর ডেথ ওভারে ঝড় তোলেন রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার। ১৭ বলে ৩২* করেন রিঙ্কু। ভেঙ্কটেশের (Venkatesh Iyer) ব্যাট থেকে এলো ২৯ বলে ৬০ রানের ইনিংস। পৌনে ২৪ কোটির তারকা ফর্মে ফেরায় আজ হাসি ফুটেছে অনুরাগীদের মুখে।
Read More: “পয়সা উসুল ব্যাটিং…” সানরাইজার্সের বিরুদ্ধে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং ভেঙ্কটেশ আইয়ার !!
বিপুল অর্থ খরচ করে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরসুমের প্রথম দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো মাত্র ৬ ও ৩। প্রাইস ট্যাগের সাথে মোটেই সুবিচার করতে পারেন নি মধ্যপ্রদেশের ক্রিকেটার। আজ অবশেষে ফর্ম খুঁজে পেলেন তিনি। পাঁচ নম্বরে যখন মাঠে নেমেছিলেন তখন বেশ সাবধানী দেখাচ্ছিলো ভেঙ্কটেশকে (Venkatesh Iyer)। রাধীরে ধীরে বাইশ গজে থিতু হওয়ার পর হাত খোলেন তিনি। আজ ভেঙ্কটেশের ২৯ বলের ইনিংসকে মোট তিনটি ভাগে ভাগ করে বিশ্লেষণ করা যেতে পারে। প্রথম দশ বলে মাত্র ১১ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। ১১-২০তম বলে তিনি করেন ১৯ রান। বেশ খানিকটা বেড়েছিলেন স্ট্রাইক রেট। এরপর আক্ষরিক অর্থেই জ্বলে ওঠেন তিনি। ২১-২৯ বলে যোগ করে ৩০ রান।
ভেঙ্কটেশের ধুন্ধুমার ব্যাটিং-এর সামনে খড়কুটোর মতই উড়ে গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ১৯তম ওভারের প্রথম বলে দুরন্ত বাউন্ডারি হাঁকিয়ে কামিন্সকে স্বাগত জানান্ নাইট রাইডার্স তারকা। পরের বলটি শর্ট অফ লেন্থ রেখেছিলেন অজি পেসার। ভেঙ্কটেশকে ধোঁকা দিতে কমিয়েছিলেন বলের গতি। কিন্তু শর্ট লেগের উপর দিয়ে বাম হাতি ব্যাটারের পুল উড়ে যায় মাঠের বাইরে। পরের বলটি ইয়র্কার লেন্থে করার চেষ্টা করেছিলেন কামিন্স (Pat Cummins)। এবারও হতাশ হতে হয় তাঁকে। ভেঙ্কটেশের ফ্লিক ছুটে যায় বাউন্ডারির দিকে। পরবর্তী ডেলিভারিতে বাঁচার চেষ্টা করেছিলেন ‘অরেঞ্জ আর্মি’ অধিনায়ক। ওয়াইড ইয়র্কার করেন তিনি। শরীরকে অনেকখানিক প্রসারিত করে শর্ট থার্ড অঞ্চল দিয়ে বলকে বাউন্ডারিতে পাঠিয়ে দেন কলকাতার ‘তুরুপের তাস।’ পরবর্তী ডেলিভারিতে ২ রান নিয়ে স্পর্শ করেন অর্ধশতকের মাইলফলক’ও।
তাণ্ডব ভেঙ্কটেশের, দেখুন ভিডিও-
This second shot! Venky Iyer, you cannot do this to Pat Cummins. This is disrespectful. This should not be allowed in cricket. WOW 🇮🇳🤯🤯🤯 #TATAIPL #tapmad pic.twitter.com/XJBSieDZ0h
— Farid Khan (@_FaridKhan) April 3, 2025