IPL 2025: একা MS ধোনি নয়, বিসিসিআই-এর ‘স্পেশ্যাল ট্রিটমেন্ট’ পাচ্ছেন নাইট রাইডার্স তারকাও !! 1

IPL 2025: আঠারোতে পা দিতে চলেছে আইপিএল (IPL)। বাইশ গজে ব্যাট-বলের যুদ্ধ শুরু হতে বাকি এখনও মাসছয়েক। কিন্তু এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ডিসেম্বরে মেগা অকশন হওয়ার কথা। কোন তারকা দল বদলান, কাদেরই বা ধরে রাখা হয় বিপুল অর্থের বিনিময়ে তা নিয়েও চলছে কাটাছেঁড়া। প্রায়শই মতামত ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা। মেগা অকশনের নিয়মনীতি, কিছু এখনও স্পষ্ট করে নি বোর্ড। আভ্যন্তরীন কিছু সমস্যার কারণে দেরী হচ্ছে, জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে চলতি মাস শেষের আগে যাবতীয় তথ্য যে প্রকাশ করে দেওয়া হবে মিলেছে সেই আশ্বাস’ও। গত ৩১ জুলাই বিসিসআই ও ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে ‘আনক্যাপড’ প্লেয়ার সংক্রান্ত একটি পুরনো নিয়ম ফেরানোর আবেদন জানানো হয়েছে। শেষমেশ মানবে বোর্ড? রয়েছে প্রশ্ন।

Read More: W, W, W, W, W…অনবদ্য বোলিং অংশুল কম্বোজের, প্রাণহীন পিচেও ছোটালেন গতির আগুন !!

প্রকাশ্যে নিলামের দিনক্ষণ-

IPL Auction | Image: Twitter
IPL Auction | Image: Twitter

৩১ জুলাইয়ের বৈঠকে মেগা অকশন নিয়ে আলোচনা হলেও তার দিনক্ষণ কিছুই জানানো হয় নি। পাশাপাশি রিটেনশন-রিলিজের মত বিষয় নিয়েও কোনো তথ্য সামনে আনে নি বিসিসিআই। অবশেষে ধোঁয়াশা দূর হলো খানিকটা। সংবাদসংস্থা ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে আগামী ২৯ সেপ্টেম্বর, বেঙ্গালুরুতে বোর্ডের সাধারণ বার্ষিক সভা শেষে রিটেনশনের নিয়মবিধি ও নিলাম সংক্রান্ত তথ্য প্রকাশ করা হতে পারে। কতজনকে রিটেন করা যাবে সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় নি। তবে সংখ্যাটা চার বা ছয় হতে পারে বলে খবর। তালিকা প্রকাশের জন্য আগামী ১৫ নভেম্বর অবধি সময় দেওয়া হতে পারে দশ ফ্র্যাঞ্চাইজিকে। এছাড়া মেগা নিলামের সম্ভাব্য দিনক্ষণ’ও জানতে পেরেছে সংবাদমাধ্যম। ২০ ডিসেম্বর বসতে পারে আসর।

উঠছে ‘আনক্যাপড’ নিয়ম ফেরানোর দাবী-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে ২০২১ সাল অবধি টুর্নামেন্টের নিয়মাবলীতে বলা ছিলো যে কোনো খেলোয়াড় যদি অন্তত পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে থাকেন, তাহলে সেই খেলোয়াড়কে ‘আনক্যাপড’ হিসেবে ধরা যেতে পারে। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই এই নিয়ম ব্যবহার করার ব্যপারে আগ্রহ দেখায় নি এতদিন। ফলে তা তুলে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলো বিসিসিআই। ২০২৫ মরসুমের মেগা নিলামের আগে ফের খোঁজ পড়েছে এই নিয়মের। বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিদের বৈঠকে আনক্যাপড ক্রিকেটারদের জন্য দুটি আলাদা রিটেনশন স্লট পাওয়া নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর ইতিবাচক সাড়াই মিলেছে বোর্ডের তরফ থেকে। অবসৃত তারকাদের ধরে রাখার চেষ্টায় পুরনো এই ‘আনক্যাপড’ নিয়ম ফেরানোর জন্যও তাই উঠছে দাবী।

চেন্নাইয়ের সাথে সাথে লাভবান হবে কলকাতা’ও-

Sunil Narine | Image: Getty Images
Sunil Narine | Image: Getty Images

পুরনো এই ‘আনক্যাপড’ নিয়ম কার্যকর হলে সবচেয়ে বেশী লাভবান হতে পারে চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) মত তারকাকে ধরে রাখার পথে কোনো বাধাই থাকবে না তাদের সামনে। ধোনি শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ২০১৯-এ। ২০২৪-এ পাঁচ বছর সম্পূর্ণ হয়েছে তাঁর অবসরের। ২০২৫ আইপিএলে তাঁকে ‘আনক্যাপড’ হিসেবে দেখানো গেলে আলাদা দুটি রিটেনশন স্লটের একটি মহাতারকাকে ধরে রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ৪৩ ছুঁইছুঁই তারকার জন্য ছ’টি বা চারটি প্রধান রিটেনশন স্লটের একটিও ব্যবহার করতে হবে না পাঁচ বারের চ্যাম্পিয়নদের। একইভাবে কলকাতাও (KKR) ধরে রাখতে পারবে সুনীল নারাইনকে (Sunil Narine)। ক্যারিবিয়ান তারকা ২০১৯ সালে শেষবার খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। ২০২৫-এ পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে তাঁর অবসরেরও। ফলে ‘আনক্যাপড’ হতে বাধা নেই তাঁর’ও।

Also Read: IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সেই থাকছেন রোহিত, চমকপ্রদ তথ্য মিললো ঘনিষ্ঠমহল সূত্রে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *