ipl-2025-rohit-sharma-to-stay-at-mi

IPL 2025: ২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন রোহিত শর্মা। ২০০৯ সালে জেতেন প্রথম ট্রফি। ডেকান (DC) জার্সিতে সেরা উঠতি খেলোয়াড়ের পুরষ্কারও পেয়েছিলেন। এরপর ২০১১ তে নিজের শহরের দল মুম্বই ইন্ডিয়ান্সে (MI) নাম লেখান তিনি। ২০১৩ সালে বড় সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। মরসুমের মাঝপথেই রিকি পন্টিং সরে দাঁড়ানোয় নেতৃত্ব তুলে দেওয়া হয় তরুণ রোহিতের (Rohit Sharma) হাতে। এরপরেই বদলে যায় ইতিহাস। ২০১৩ থেকে ২০২৩-এক দশক মুম্বইয়ের অধিনায়ক পদে থেকেছেন তিনিই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০-পাঁচবার তাঁর নেতৃত্বে ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের প্রতিষ্ঠা করেছে আইপিএলের সফলতম দল হিসেবে। প্রতিযোগিতার অষ্টাদশ মরসুমের আগে কি দল ছাড়বেন রোহিত? আচমকাই উঠছিলো এই প্রশ্ন। তার জবাব দিলেন প্রজ্ঞান ওঝা।

Read More: বর্ডার-গাওস্কর ট্রফির আগে কড়া শাস্তির মুখে মার্নাস লাবুশেন, হতে পারেন নির্বাসিত !!

চলছিলো রোহিতের দলত্যাগের জল্পনা-

Rohit Sharma and Mark Boucher | IPL | Image: Getty Images
Rohit Sharma and Mark Boucher | Image: Getty Images

প্রায় এক যুগের সম্পর্ক রোহিত শর্মা (Rohit Sharma) ও মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার খবর মেলে গত বছর। যেভাবে মরসুম শুরুর আগে হার্দিক পান্ডিয়া’কে (Hardik Pandya) গুজরাত টাইটান্স থেকে দলে ফিরিয়ে তাঁর নেতৃত্বের ব্যাটন সঁপে দেওয়া হয় তা ক্ষুব্ধ করেছিলো রোহিতকে। মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে পাঁচ বার আইপিএল (IPL) সেরার শিরোপা এনে দেওয়ার পর এহেন আচরণ তাঁর প্রাপ্য নয় বলেই মনে করেছিলেন তিনি। জটিলতা আরও বাড়ায় কোচ মার্ক বাউচারের (Mark Boucher) কিছু মন্তব্য। দক্ষিণ আফ্রিকায় একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি আকারে-ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করেন যে ফ্র্যাঞ্চাইজির আগামীর পরিকল্পনাতে নেই হিটম্যান। রোহিত নিজে এর প্রতিক্রিয়া না দিলেও প্রকাশ্যেই তীব্র প্রতিবাদ করেন তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ। সব মিলিয়ে মরসুম শুরুর আগেই পড়ে গিয়েছিলো হইচই।

মাঠের লড়াই শুরু হওয়ার পর নতুন মোড় নেয় বিতর্ক। আইপিএলে (IPL) একের পর এক ম্যাচ হারতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক হার্দিক ও পুরাতন নেতা রোহিতকে (Rohit Sharma) সামনে রেখে নাকি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিলো সাজঘর। যার প্রতিফলন দেখা গিয়েছিলো দলের পারফর্ম্যান্সে। লীগ তালিকায় সবার শেষে জায়গা করে নিয়েছিলো টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি। মাঠে রোহিতকেও প্রানবন্ত দেখায় নি। এমতাবস্থায় অনেকেই মনে করেছিলেন যে কেরিয়ারের সায়াহ্নে এসে খোলা মনেই মাঠে নামতে চাইবেন রোহিত। ২০২৫-এর আইপিএলের (IPL)আগেই রিলিজ চেয়ে নিতে পারেন তিনি। ট্রেডিং পদ্ধতি ব্যবহার করে অন্য দলে যাবেন নাকি নাম লেখাবেন নিলামের আসরে, সেদিকে তাকিয়ে ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সম্ভবত সেই পন্থা না নেওয়ার কথাই ভাবছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সেই থাকছেন রোহিত শর্মা-

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা’র সম্ভাব্য দলবদল নিয়ে জোরদার আলোচনা চলছিলো ক্রিকেটমহলের অন্দরে। কি হতে পারে তাঁর সম্ভাব্য গন্তব্য, তা নিয়ে চলছিলো দিনভর বিশ্লেষণ। খবর ভাসছিলো যে ইতিমধ্যেই রোহিতের জন্য জাত বাড়িয়েছে দইল্লী ক্যাপিটালস (DC) ও পাঞ্জাব কিংস (PBKS)। কিন্তু যাবতীয় গুঞ্জন অর্থহীন করে রোহিত নাকি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সেই, জানালেন তাঁর কাছের বন্ধু ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)। এক সাক্ষাৎকারে তিনি জানান, “যতদূর আমি জানি, ও মুম্বই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ। আমি জানি না মুম্বই সহজে ওকে ছেড়ে দিতে পারবে কিনা। উল্টোটাও সত্যি। রোহিতের জন্যও বিষয়টি খুব আবেগের। পেশাদার জীবনে অনেক সময় ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হয়। কিন্তু আবেগ থাকবেই। ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে রোহিতের উচিৎ মুম্বই ইন্ডিয়াসেই থাকে।”

দেখে নিন কি বলেছেন প্রজ্ঞান ওঝা-

Also Read: IPL 2025: অবসর নিচ্ছেন ধোনি, আগামী মরসুমে ঋতুরাজের বদলে চেন্নাইয়ের নেতা হচ্ছেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *