IPL 2025: এক জমজমাট আইপিএল (IPL) মরসুম শেষ হয়েছে মাসখানেক হলো। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে তৃতীয় বার ট্রফি জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উৎসবের জন্য অপেক্ষা আবার এক বছরের। তবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মেগা অকশন। আবার দলগঠনের জন্য ড্রয়িং রোর্ডে ফিরতে হচ্ছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে। সব ঠিকঠাক থাকলে ২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হতে পারে আইপিএলের (IPL) এই মেগা নিলাম। অংশ নেবেন এক ঝাঁক তারকা। নতুন খেলোয়াড়দের সামনে রেখে ট্রফির লক্ষ্যে ঝাঁপানোর জন্য পরিকল্পনা ইতিমধ্যে সেরে ফেলতে চাইছে দলগুলি। আইপিএল আয়োজনের খুঁটিনাটি গুছিয়ে নেওয়ার পথে হাঁটছে বিসিসিআই’ও। রিটেনশন, ইমপ্যাক্ট প্লেয়ার ইত্যাদি বিষয় নিয়ে শীঘ্রই আসতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত।
Read More: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আবারও বিরাটদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় !!
রিটেনশন নিয়ম নিয়ে চলছে জলঘোলা-
২০২৫-এর মেগা অকশনের আগে চর্চায় আইপিএলের (IPL) রিটেনশন। কতজন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলি ধরে রাখতে পারবে তা নিয়ে এখনও কোনো রকম সঠিক তথ্য নেই কারও কাছে। চুপ বিসিসিআই-ও। গত মেগা অকশনে ফ্র্যাঞ্চাইজিদের চারজন প্লেয়ারকে ধরে রাখার সুযোগ দিয়েছিলো বোর্ড। তবে বিভিন্ন সংবাদসংস্থা জানিয়েছিলো যে ফ্র্যাঞ্চাইজিদের অভ্যন্তরীন বৈঠকে নাকি সর্বোচ্চ ৮ জন ক্রিকেটারকে ধরে রাখার ব্যপারে কথা উঠেছে। তবে সাম্প্রতিক যে তথ্য সামনে এসেছে তা খানিক আলাদা চিত্র তুলে ধরছে ক্রিকেটজনতার সামনে। জনপ্রিয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে রিটেনশনের সংখ্যা নিয়ে এখনও ঐক্যমতে পোঁছতে পারে নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।
কোনো কোনো দল ৮টি রিটেনশনের পক্ষে। অনেকে আবার ৫ থেকে ৭ জন ক্রিকেটারকে ধরে রাখতে চায়। কেউ কেউ দাবী জানিয়েছে কোনো রিটেনশন না রাখার। শূন্য থেকে ফের শুরু হোক নিলামের আসর, এমনটা চাহিদা তাদের। এছাড়াও জল্পনা ছিলো আরটিএম, অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড নিয়ে। এই নিয়ম ব্যবহার করে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ যে দর উঠছে নিলামে তার সমান অর্থ প্রদান করে তাঁকে ফেরাতে পারে তাঁর পুরনো দল। গত দুই বছরের মিনি নিলামে আরটিএম কার্ড ছিলো না। এবার মেগা অকশনে আদৌ থাকবে তা? এই প্রশ্নের জবাব মেলে নি এখনও। এছাড়া মেগা অকশনের দিনক্ষণ নিয়েও বজায় রয়েছে ধোঁয়াশা।
IPL-এর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে আসছে বদল?
২০২৩-এর আইপিএল (IPL) থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। এই নিয়মে কোনো দল ব্যাটিং বা বোলিং-এর সময় একজন ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে খেলাতে পারেন। কারা থাকছেন রিজার্ভ বেঞ্চে তা টসের সময়েই জানিয়ে দিতে হয় অধিনায়ককে। পাঁচ খেলোয়াড়ের নাম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নথিভুক্ত করা গেলেও মাঠে নামতে পারেন কেবল একজন। এই নিয়ম চালু হওয়ার পর ম্যাচগুলির গতি বেড়েছে। বড় রানের ইমারত তৈরি হচ্ছে নিয়মিত। কিন্তু ক্রিকেটমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই নিয়ম নিয়ে। রোহিত শর্মা (Rohit Sharma) থেকে বিরাট কোহলি (Virat Kohli), বিরোধিতা করেছেন অনেকেই।
রোহিত (Rohit Sharma) এক সাক্ষাৎকারে বলেন, “আমি মোটেই এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভক্ত নই। আপনারা ক্রিকেট থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছেন মাঠের বাইরে থাকা জনগণের বিনোদনের জন্য। আপনি যদি ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে দেখবেন যে এর কারণে ওয়াশিংটন (সুন্দর), শিবম দুবের মত ক্রিকেটাররা বোলিং-এর সুযোগ পাচ্ছে না। যা আমাদের (ভারতীয় দলের) ক্ষতি করছে।” একমত হন বিরাট কোহলিও (Virat Kohli)। তিনি জানান, “আমি রোহিতের সাথে একমত। বিনোদন খেলার একটা দিক ঠিকই, কিন্তু এতে ভারসাম্য থাকছে না।” দুই মহাতারকার প্রতিবাদের পর মনে করা হয়েছিলো যে ২০২৫ মরসুম থেকে তুলে দেওয়া হতে পারে এই নিয়ম। তবে আপাতত ক্রিকবাজ সূত্রে যা খবর তাতে মনে করা হচ্ছে যে বহাল তবিয়তেই থাকতে চলেছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম।