IPL 2025 SRH vs PBKS Stats Review: ধুন্ধুমার যুদ্ধে পাঞ্জাবকে হারালো হায়দ্রাবাদ, উপ্পলের মাঠে তৈরি হলো ১৩টি নয়া রেকর্ড !! 1

IPL 2025: শনিবাসরীয় উপ্পলে দেখা গেলো রানের সুনামি। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুর্দান্ত শুরুটা করেছিলেন তাঁদের দুই ওপেনার প্রভসিমরণ সিং ও প্রিয়াংশ আর্য। এরপর ৮২ রানের ঝকমকে ইনিংস খেলেন শ্রেয়স নিজেও। তাঁদের দাপটে ২০ ওভারে ২৪৫ রান স্কোরবোর্ডে তুলে ফেলে পাঞ্জাব। পর্বতসমান লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্র্যাভিস হেড’ও (Travis Head)। ওপেনিং জুটিতে তাঁরা তোলেন ১৭১ রান। আজ ৬৬ করে সাজঘরে ফেরেন হেড। কিন্তু লড়াই জারি ছিলো অভিষেকের ব্যাটে। মাত্র ৫৫ বলে ১৪১ করেন তিনি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের আইপিএল ইনিংসটির মালিক হলেন তরুণ বাম হাতি। মূলত তাঁর দাপটেই ৯ বল বাকি থাকতে ম্যাচ ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ।

Read More: IPL 2025: উপ্পলে আগুন জ্বালালেন অভিষেক শর্মা, তরুণ ওপেনারের দুর্দান্ত শতকে পাঞ্জাবকে গুঁড়িয়ে দিলো সানরাইজার্স !!

১) সানরাইজার্সের জার্সিতে সর্বোচ্চ ওপেনিং জুটি-

Travis Head and Abhishek Sharma | IPL | Image: Getty Images
Travis Head and Abhishek Sharma | IPL | Image: Getty Images
  • ১৮৫ রান- জনি বেয়ারেস্টো, ডেভড ওয়ার্নার বনাম বেঙ্গালুরু, ২০১৯
  • ১৭১ রান- অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড বনাম পাঞ্জাব, ২০২৫*
  • ১৬৭ রান- অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড বনাম লক্ষ্ণৌ, ২০২৪
  • ১৬০ রান- জনি বেয়ারেস্টো, ডেভিড ওয়ার্নার বনাম পাঞ্জাব, ২০২০

২) IPL-এর ইতিহাসে দ্রুততম শতরান (বলের নিরিখে)-

  • ৩০ বল- ক্রিস গেইল (বেঙ্গালুরু) বনাম পূনে ওয়ারিয়ার্স, চিন্নাস্বামী, ২০১৩
  • ৩৭ বল- ইউসুফ পাঠান (রাজস্থান) বনাম মুম্বই, ব্র্যাবোর্ন, ২০১০
  • ৩৮ বল- ডেভিড মিলার (পাঞ্জাব) বনাম বেঙ্গালুরু, মোহালি, ২০১৩
  • ৩৯ বল- ট্র্যাভিস হেড (হায়দ্রাবাদ) বনাম বেঙ্গালুরু, চিন্নাস্বামী ২০২৪
  • ৩৯ বল- প্রিয়াংশ আর্য (পাঞ্জাব), বনাম চেন্নাই, মুল্লানপুর, ২০২৫
  • ৪০ বল- অভিষেক শর্মা (হায়দ্রাবাদ) বনাম পাঞ্জাব, উপ্পল, ২০২৫*

৩) প্রথম দশ ওভারে সর্বোচ্চ রান-

Abhishek Sharma | IPL | Image: Getty Images
Abhishek Sharma | IPL | Image: Getty Images
  • ১৬৭/০ (৯.৪)- সানরাইজার্স বনাম লক্ষ্ণৌ, উপ্পল ২০২৪
  • ১৫৮/৪- সানরাইজার্স বনাম দিল্লী, দিল্লী, ২০২৪
  • ১৪৮/২- সানরাইজার্স বনাম মুম্বই, হায়দ্রাবাদ, ২০২৪
  • ১৪৩/০- সানরাইজার্স বনাম পাঞ্জাব, উপ্পল, ২০২৫*
  • ১৪১/২- মুম্বই বনাম সানরাইজার্স, হায়দ্রাবাদ, ২০২৪

৪) ১০ ওভারে দুই দলের সম্মিলিত সর্বোচ্চ রান-

  • ২৯৬ রান- দিল্লী বনাম সানরাইজার্স, ২০২৪
  • ২৮৯ রান- সানরাইজার্স বনাম মুম্বই, ২০২৪
  • ২৬৯ রান- কলকাতা বনাম পাঞ্জাব, ২০২৪
  • ২৬৩ রান- সানরাইজার্স বনাম পাঞ্জাব, ২০২৫*
  • ২৫৩ রান- সানরাইজার্স বনাম রাজস্থান, ২০২৫

৫) ২০’র কম বল খেলে সর্বোচ্চ সংখ্যক অর্ধশতক-

Abhishek Sharma and Travis Head | IPL | Image: Getty Images
Abhishek Sharma and Travis Head | IPL | Image: Getty Images
  • ৪টি- নিকোলাস পুরান
  • ৩টি- জেক ফ্রেজার-ম্যাকগার্ক
  • ৩টি- ট্র্যাভিস হেড
  • ৩টি- অভিষেক শর্মা*

৬) পাওয়ার-প্লে’তে সর্বোচ্চ সম্মিলিত স্কোর-

  • ২১৩ রান- দিল্লী বনাম সানরাইজার্স, দিল্লী, ২০২৪
  • ১৭২ রান- সানরাইজার্স বনাম পাঞ্জাব,হায়দ্রাবাদ, ২০২৫*
  • ১৭১ রান- সানরাইজার্স বনাম রাজস্থান, হায়দ্রাবাদ, ২০২৫
  • ১৭০ রান- চেন্নাই বনাম পাঞ্জাব, ওয়াংখেড়ে, ২০১৪
  • ১৬৯ রান- কলকাতা বনাম পাঞ্জাব, কলকাতা, ২০২৪

৭) সানরাইজার্সের জার্সিতে দ্রুততম অর্ধশতক (বলের নিরিখে)-

  • ১৬ বল- অভিষেক শর্মা বনাম মুম্বই, হায়দ্রাবাদ ২০২৪
  • ১৬ বল- ট্র্যাভিস হেড বনাম দিল্লী, দিল্লী, ২০২৪
  • ১৬ বল ট্র্যাভিস হেড বনাম লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ১৮ বল- ট্র্যাভিস হেড বনাম মুম্বই, হায়দ্রাবাদ ২০২৪
  • ১৯ বল- অভিষেক শর্মা বনাম লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ১৯ বল- অভিষেক শর্মা বনাম পাঞ্জাব কিংস, ২০২৫*

৮) সানরাইজার্সের দ্রুততম দলীয় ৫০ রান-

  • ২.৪ ওভার বনাম দিল্লী, দিল্লী ২০২৪
  • ৩.১ ওভার বনাম লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ, ২০২৪
  • ৩.৩ ওভার বনাম চেন্নাই, হায়দ্রাবাদ, ২০২৪
  • ৩.৩ ওভার বনাম পাঞ্জাব, হায়দ্রাবাদ, ২০২৫*
  • ৩.৪ ওভার বনাম রাজস্থান, হায়দ্রাবাদ, ২০২৫

৯) এক ইনিংসে সর্বোচ্চ রান খরচ করেছেন যাঁরা-

Mohammed Shami | IPL | Image: Getty Images
Mohammed Shami | IPL | Image: Getty Images
  • ০/৭৬- জোফ্রা আর্চার (রাজস্থান) বনাম সানরাইজার্স, হায়দ্রাবাদ, ২০২৫
  • ০/৭৫- মহম্মদ শামি (সানরাইজার্স) বনাম পাঞ্জাব, হায়দ্রাবাদ, ২০২৫*
  • ০/৭৩- মোহিত শর্মা (গুজরাত) বনাম দিল্লী, দিল্লী, ২০২৪
  • ০/৭০- বাসিল থাম্পি (গুজরাত) বনাম কলকাতা, আহমেদাবাদ, ২০২৩

১০) এক ইনিংসে পাঞ্জাব কিংসের সর্বোচ্চ রান-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | IPL | Image: Getty Images
  • ২৬২/২ বনাম কলকাতা, কলকাতা, ২০২৪
  • ২৪৫/৬ বনাম সানরাইজার্স, হায়দ্রাবাদ ২০২৫*
  • ২৪৩/ ৫ বনাম গুজরাত, আহমেদাবাদ, ২০২৫
  • ২৩২/২ বনাম বেঙ্গালুরু, ধর্মশালা, ২০১১
  • ২৩১/৪ বনাম চেন্নাই, কটক, ২০১৪

১১) পাঞ্জাবের সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর-

  • ৯৩/১ বনাম কলকাতা, ২০২৪
  • ৮৯/১ বনাম সানরাইজার্স, ২০২৫*
  • ৮৬/১ বনাম সানরাইজার্স, ২০১৪
  • ৮৩/১ বনাম বেঙ্গালুরু, ২০২২

১২) IPL ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরগুলি-

Abhishek Sharma | IPL | Image: Getty Images
Abhishek Sharma | IPL | Image: Getty Images
  • ১৭৫* রান- ক্রিস গেইল (বেঙ্গালুরু) বনাম পুনে ওয়ারিয়ার্স, ২০১৩
  • ১৫৮*- ব্রেন্ডন ম্যাকালাম (কলকাতা) বনাম বেঙ্গালুরু, ২০০৮
  • ১৪১ রান- অভিষেক শর্মা (সানরাইজার্স) বনাম পাঞ্জাব, ২০২৫*
  • ১৪০ রান- ক্যুইন্টন ডি কক (লক্ষ্ণৌ) বনাম কলকাতা, ২০২২
  • ১৩৩* রান- এবি ডি ভিলিয়ার্স (বেঙ্গালুরু) বনাম মুম্বই, ২০১৫

১৩) IPL ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়-

  • ২৬২/২ পাঞ্জাব বনাম কলকাতা, কলকাতা, ২০২৪
  • ২৪৭/২ সানরাইজার্স বনাম পাঞ্জাব, হায়দ্রাবাদ, ২০২৫*
  • ২২৬/৬ রাজস্থান বনাম পাঞ্জাব, ২০২০
  • ২২৪/৮ রাজস্থান বনাম কলকাতা, ২০২৪
  • ২১৯/৬ মুম্বই বনাম চেন্নাই, ২০২১

Also Read: IPL 2025: “পিটিয়ে ছাতু করে দিলো…” শামিকে নিয়ে ছেলেখেলা স্টয়নিসের, ভারতীয় পেসারকে কটাক্ষে ভরালো নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *