ipl-2025-srh-vs-pbks-1st-inning-report

IPL 2025: আইপিএলের (IPL) ‘লাস্ট বয়’ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুধে আজ মাঠে নেমেছে পাঞ্জাব কিংস। উপ্পলের পিচের চরিত্র মাথায় রেখে আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তা যে সঠিক ছিলো তা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪৫ রান তুলেই বুঝিয়ে দিলো পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। আক্রমণের শুরুটা করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং। ৬৬তে প্রথম উইকেটের পতনের পর ইনিংসের হাল ধরেন খোদ অধিনায়ক। দলবদলের পর দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রেয়স। আজও অনবদ্য অর্ধশতক করেন তিনি। তবে টপ-অর্ডার রান পেলেও মিডল অর্ডার নিয়ে চিন্তা রয়েই গেলো পাঞ্জাবের। ব্যর্থ হন শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল’রা। তবে মার্কাস স্টয়নিসের ১১ বলে ৩৪ রানের ইনিংস ম্যাচের রাশ তুলে দিলো ‘কিংস’দের হাতে।

Read More: IPL 2025: “শেষ পর্যন্ত থাকলেও জেতাতে পারতো না..”ধোনিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !!

জ্বলে উঠলো পাঞ্জাবের টপ-অর্ডার-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | IPL | Image: Getty Images

গত ম্যাচে ধুন্ধুমার শতরান করেছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। ২৪ বর্ষীয় ওপেনার জ্বলে উঠলেন আজও। ৪টি ছক্কা ও ২টি বাউন্ডারির সাহায্যে মাত্র ১৩ বলে করেন ৩৬ রান। পাওয়ার-প্লে’তে সানরাইজার্স বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো তাঁকে। আজ প্রিয়াংশের সাথে যোগ্য সঙ্গত করেন প্রভসিমরণ সিং-ও (Prabhsimran Singh)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের সংগ্রহ ২৩ বলে ৪২ রান। ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৬৬ রানের মাথায় প্রিয়াংশ আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer)। রানের সুনামি দেখা গেলো তাঁর ব্যাটেও। হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, প্যাট কামিন্স-খাতায়-কলমে আইপিএলের (IPL) অন্যতম শক্তিশালী বোলিং লাইন-আপ রয়েছে সানরাইজার্সের ঝুলিতে। কিন্তু আজ উপ্পলে খড়কুটোর মতই উড়ে গেলেন সবাই।

রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে রানের মুখ দেখেন নি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আজ হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক পিচে ছন্দে ফিরলেন তিনি। ৬টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৩৬ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। গুজরাতের বিপক্ষে ৯৭ করে অপরাজিত থাকতে হয়েছিলো তাঁকে। কেরিয়ারের প্রথম আইপিএল শতরানের সুযোগ ছিলো আজও। কিন্তু আঠারোতম ওভারে হর্ষল প্যাটেলের শিকার হয়ে থামতে হয় পাঞ্জাব অধিনায়ককে। চার নম্বরে নেমেছিলেন নেহাল ওয়াধেরা। চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। ২২ বলে করেন ২৭ রান। টপ-অর্ডারের সাফল্যের দিনে ফের একবার মিডল অর্ডারর ব্যর্থতা কপালে ভাঁজ ফেললো কোচ রিকি পন্টিং-এর। শশাঙ্ক (Shashank Singh) ও ম্যাক্সওয়েল দু’জনেই দ্রুত ফেরেন সাজঘরে।

ঝোড়ো ক্যামিও স্টয়নিসের-

Marcus Stoinis | IPL | Image: Getty Images
Marcus Stoinis | IPL | Image: Getty Images

চলতি মরসুমে রানের মধ্যে ছিলেন না অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আজ ‘অরেঞ্জ আর্মি’র বিপক্ষে অফ ফর্মের অন্ধকার দূর করলেন তিনিও। শেষ ওভারে মহম্মদ শামির বলে পরপর চারটি ছক্কা হাঁকান তিনি। মাত্র ১১ বলে অপরাজিত ৩৪ করে দলকে পৌঁছে দেন ২৪৫-এ। পাঞ্জাবের ব্যাটিং বিক্রমে বিধ্বস্ত সানরাইজার্সের বোলিং ব্রিগেড। গত আইপিএলের (IPL) পার্পল ক্যাপ বিজেতা হর্ষল প্যাটেল ৪ উইকেট নিলেও খরচ করেন ৪২ রান। শ্রীলঙ্কার এহসান মালিঙ্গা ৪২ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। সাফল্যের ঝুলি শূন্য অধিনায়ক কামিন্সের। ৪ ওভারে ১০ ইকোনমি রেটে ৪০ খরচ করেছেন তিনি। ৪১ রান খরচ করেছেন জিশান আনসারিও। তবে বেহাল দশা মহম্মদ শামি’র। ৪ ওভারে ১৮.৭৫ ইকোনমিতে তিনি বিলিয়েছেন ৭৫ রান। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান খরচের নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন তিনি।

Also Read: IPL 2025 LSG vs GT Stats Review: গুজরাতকে হারিয়ে দিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, একানায় তৈরি হলো ৭ নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *