IPL 2025: আজ চলতি মরসুমে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স (SRH vs MI)। প্রথম সাক্ষাতে ওয়াংখেড়েতে চার উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। আজ উপ্পলে কি ফলাফল হয় সেদিকে তাকিয়ে ক্রিকেটজনতা। মরসুমের শুরুটা ভালো করতে পারে নি মুম্বই। কিন্তু ধীরে ধীরে ফর্মে ফেরার আভাস দিচ্ছে তারা। আপাতত ছয় নম্বরে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। আজ ‘অরেঞ্জ আর্মি’র বিরুদ্ধে একটা প্লে-অফের দিকে আরও খানিকটা ঠেলে দেবে সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহদের। অন্যদিকে সানরাইজার্সের ছবিটা সম্পূর্ণ উলটো। রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়ে দৌড় শুরু করেছিলো গত বারের রানার্স-আপ’রা। কিন্তু আইপিএল (IPL) যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে প্যাট কামিন্সের দল। আপাতত নয় নম্বরে রয়েছে তারা। আজ ২ পয়েন্ট পেলে বেঁচে থাকবে তাদের শেষ চারের আশা।
Read More: IPL 2025: মুম্বই-হায়দ্রাবাদ ম্যাচে নেই ডিজে বা চিয়ারলিডার, বন্ধ আতসবাজিও, পহলগাঁও জঙ্গিহানায় নিহত’দের শ্রদ্ধার্ঘ্য বোর্ডের !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং- ৪১
তারিখ- ২৩/০৪/২০২৫
ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Rajiv Gandhi International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বসতে চলেছে আইপিএলের আসর। সাধারণত ব্যাটিং সহায়ক বাইশ গজ’ই চোখে পড়ে এখানে। গত বছর হায়দ্রাবাদ বনাম মুম্বই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫০০’র বেশী রান উঠেছিলো এখানে। তবে চলতি মরসুমে একাধিক ম্যাচে খানিক মন্থর পিচ’ও দেখা গিয়েছে। কার্যকরী হয়েছেন স্পিনাররা। আজ কি হয় উইকেটের চরিত্র সেদিকে নজর রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৬৪ রানের আশেপাশে। পরিসংখ্যান বলছে যে হায়দ্রাবাদের মাঠে এখনও অবধি আয়োজিত হয়েছে আইপিএলের ৮১টি ম্যাচ। এর মধ্যে ৩৫টিতে জয় পেয়েছে শুরুতে ব্যাটিং করা দল। ৪৬টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে।
Hyderabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

‘নিজামের শহরে’ মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ হায়দ্রাবাদ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই আজ। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৩৩ শতাংশ। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ১০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
SRH vs MI হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ সংখ্যা- ২৪
- হায়দ্রাবাদের জয়- ১০
- মুম্বইয়ের জয়- ১৪
- শেষ সাক্ষাতে ফলাফল- মুম্বই ৪ উইকেটে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

প্যাট কামিন্স-
আমাদের দলে একটিমাত্র পরিবর্তন রয়েছে। মহম্মদ শামি ইমপ্যাক্ট তালিকায় রয়েছে আর তাঁর বদলে সুযোগ পেয়েছে জয়দেব উনাদকাট। আজ যে পিচে খেলা সেখানে আমরা আগে জয় পেয়েছি। এটা একটা ইতিবাচক দিক। আমরা এই পিচ ও এই মাঠকে খুব ভালো করে চিনি। আমরা এই বছর বেশ ভালো ক্রিকেটই খেলেছি। (পহলগাঁও জঙ্গি হামলা বিষয়ে) আমাদের জন্যও ঘটনাটি খুবই হৃদয়বিদারক। আমাদের মত অস্ট্রেলীয়দের ভারত বরাবরই স্বাগত জানিয়েছে। সানরাইজার্স দলের পাশাপাশি অস্ট্রেলীয়দের তরফ থেকেও আমি সহমর্মিতা জানাচ্ছি।
হার্দিক পান্ডিয়া-
(পহলগাঁও জঙ্গি হামলা প্রসঙ্গে) প্রথমে আমি জঙ্গি হামলায় আক্রান্তদের প্রতি সমবেদনা জানাতে চাই। আমাদের দল ও ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। আজ আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের দলে একটি মাত্র বদল রয়েছে। ভিগনেশ (পুথুর) খেলছে অশ্বিনী (কুমার)-এর বদলে। আমাদের নিজেদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং যথাসম্ভব সহজ ভাবে খেলাটাকে গ্রহণ করতে হবে।
দুই দলের প্রথম একাদশ-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত বর্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, এহসান মালিঙ্গা, জয়দেব উনাদকাট, জিশান আনসারি।
ইমপ্যাক্ট প্লেয়ার- অভিনব মনোহর, শচীন বেবি, রাহুল চাহার, উইয়ান মুল্ডার, মহম্মদ শামি।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, ভিগনেশ পুথুর।
ইমপ্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা, করবিন বশ, রাজ অঙ্গদ বাওয়া, সত্যনারায়ণ রাজু, রবিন মিঞ্জ।
SRH vs MI টস রিপোর্ট-
টসে জিতে প্রথম বোলিং বেছে নিলো মুম্বই ইন্ডিয়ান্স।