ipl-2025-srh-vs-mi-match-report

IPL 2025: দিনকয়েক আগেই ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (SRH vs MI)। আজ উপ্পলেও বদলালো না ফলাফল। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ফের একবার পর্যুদস্ত হলেন প্যাট কামিন্সরা। টসে জিতেছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা’রা আজ আরও একবার দল’কে শক্ত ভিতের উপর দাঁড় করাতে ব্যর্থ। রান পান নি ঈশান কিষণ, নীতিশ রেড্ডিরাও। ট্রেন্ট বোল্টের ওপেনিং স্পেল’ই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো তাঁদের। শেষমেশ হেনরিখ ক্লাসেনের ৭১ রানের ইনিংস ১৪৩ অবধি পৌঁছে দেয় সানরাইজার্সকে। রান তাড়া করতে শুরুতে আউট হয়েছিলেন রায়ান রিকলটন। কিন্তু এরপর ঝড় তোলেন রোহিত শর্মা। কার্যকরী ব্যাটিং উইল জ্যাকস, সূর্যকুমার যাদবদেরও। মাত্র ১৫.৪ ওভারেই লক্ষ্যে পৌছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

Read More: Video: আউট না হয়েও মাঠ ছাড়লেন ঈশান কিষান, ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড !!

টানা দ্বিতীয় অর্ধশতক রোহিতের-

Rohit Sharma and Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Rohit Sharma and Suryakumar Yadav | IPL | Image: Getty Images

১৪৪ তাড়া করতে নেমে বেশীদূর এগোতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ওপেনিং জুটি। দ্বিতীয় ওভারেই হায়দ্রাবাদকে সাফল্য এনে দেন জয়দেব উনাদকাট। ফেরান রায়ান রিকলটন’কে। ৮ বলে ১১ করে আজ সাজঘরের পথ ধরেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার। প্রাথমিক ধাক্কা সামলে অবশ্য দল ঘুরে দাঁড়ায় রোহিত শর্মা’র চওড়া ব্যাটে ভর করে। আইপিএলের শুরুটা মোটেই ভালো হয় নি হিটম্যানের। একের পর এক ম্যাচে হতাশ করেছিলেন তিনি। ৩৮ পেরোনো তারকাকে এবার বাদ দেওয়া হোক, সওয়াল করেছিলেন অনেকে। কিন্তু আস্থা হারান নি কোচ মাহেলা জয়বর্ধনে। সেই আস্থার প্রতিদান দিয়েছেন রোহিত (Rohit Sharma)। ফর্ম ‘টেম্পোরারি’ হলেও ‘ক্লাস’ যে চিরকালীন তা বুঝিয়েছেন তিনি। গত ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে করেছিলেন ৭৬ রান। আজও ঝোড়ো অর্ধশতক এলো মুম্বইয়ের প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে।

৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৭০ রান করেন রোহিত (Rohit Sharma)। স্ট্রাইক রেট ছিলো ১৫০-এর বেশী। তাঁর আক্রমণের মুখেই খড়কুটোর মত উড়ে গেলো সানরাইজার্সের বোলিং প্রতিরোধ। তিনে নেমে দলকে ভরসা যোগান উইল জ্যাকস’ও। ইংল্যান্ডের অলরাউন্ডারের আজ সংগ্রহ ১৯ বলে ২২ রান। উপ্পলের মাঠে আজ ‘ফিনিশিং টাচ’ দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত আউট হওয়ার পর গিয়ার বদলান তিনি। অপরাজিত রইলেন ১৯ বলে ৪০ রান করে। মেরেছেন ২টি ছক্কা ও ৫টি বাউন্ডারি। এহসান মালিঙ্গাকে ১৫তম ওভারে ফ্লিক করে যেভাবে উড়িয়ে দিলেন মিড-উইকেটের উপর দিয়ে, তা মুগ্ধ করেছে মাঠের দর্শকদের। পাঁচে নেমেছিলেন তিলক বর্মা (Tilak Varma)। বিশেষ কিছুই করার ছিলো না তাঁর। অপরাজিত রইলেন ২ বলে ২ রান করে। ২৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

প্লে-অফের লক্ষ্যে এগোচ্ছে মুম্বই-

SRH vs MI | IPL | Image: Getty Images
SRH vs MI | IPL | Image: Getty Images

২০২০ সালের পর থেকে আইপিএল (IPL) জেতে নি মুম্বই ইন্ডিয়ান্স। গত তিন বছরের মধ্যে দুই বার লীগ তালিকায় সবার শেষে থাকতে হয়েছে মুকেশ আম্বানির দল’কে। এবারও টুর্নামেন্টের শুরুটা বিশেষ ভালো করতে পারেন নি হার্দিক পান্ডিয়ারা। চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করতে হয়েছিলো তাঁদের। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হেরে বসেছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু ব্যর্থতার সেই অন্ধকার আপাতত কাটিয়ে উঠেছে দল। পরপর চারটি ম্যাচ জিতে প্ল-অফের দৌড়ে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা’রা। ৯ ম্যাচ খেলে তাদের সংগ্রহ এই মুহূর্তে দশ পয়েন্ট। আজকের জয়ের পর এক লাফে লীগ তালিকার তিন নম্বরে উঠে এসেছে মুম্বই। অন্যদিকে গত আইপিএলের (IPL) রানার্স-আপ সানরাইজার্স অবশ্য ব্যর্থ নিজেদের বেহাল দশা কাটাতে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে নবম স্থানে।

Also Read: IPL 2025: ম্যাচ ফিক্সিং সন্দেহের কেন্দ্রে ঈশান কিষণ, কড়া ব্যবস্থা নিতে পারে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *