IPL 2025: ২০১১ সালে ডেকান চার্জার্স (DC) ছেড়ে রোহিত শর্মা (Rohit Sharma) যোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। ২০১৩ মরসুমের মাঝপথে রিকি পন্টিং সরে দাঁড়ানোয় নেতৃত্বের ব্যাটন তাঁর হাতেই সঁপে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। নতুন দায়িত্ব পেয়েই মিরাকল করে দেখিয়েছিলেন তিনি। জিতিয়েছিলেন ট্রফি। এরপর স্মরণীয় এক দশক মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) উপহার দেন ক্যাপ্টেন ‘হিটম্যান।’ ২০১৩’র পর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও খেতাব জেতে মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি। প্রথম দল হিসেবে পাঁচবার আইপিএল (IPL) জয়ের নজির গড়ে তারা। মুম্বই-রোহিত সুখের সংসারে আচমকা ফাটল ধরার গুঞ্জন শোনা যায় গত বছরের ডিসেম্বরে। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) গুজরাত টাইটান্স থেকে দলে ফিরিয়ে তাঁর নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। আচমকাই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় রোহিতের হাত থেকে।
Read More: “আমরা সবসময় প্রস্তুত…” বাংলাদেশকে পরাস্ত করে খুশি ক্যাপ্টেন রোহিত, এই দুই খেলোয়াড়কে দিলেন জয়ের কৃতিত্ব !!
আগামী মরসুমে সানরাইজার্সে রোহিত ?
২০২৪-এর আইপিএলে (IPL) বারবার সামনে এসেছে রোহিত-মুম্বই দূরত্ব। মরসুম শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার একটি পডকাস্ট অনুষ্ঠানে কোচ মার্ক বাউচারের কিছু মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিলো। বিরক্তি প্রকাশ করেছিলেন খোদ রোহিতের (Rohit Sharma) অর্ধাঙ্গিনী ঋতিকা সাজদেহ (Ritika Sajdeh)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে সাজঘরের অন্দরেও হার্দিক ও রোহিতকে সামনে রেখে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন ক্রিকেটাররা। এই গৃহযুদ্ধের আঁচ পড়েছে পারফর্ম্যান্সেও। একের পর এক ম্যাচ হেরে দশ দলের লীগ তালিকায় সবার শেষে থেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে তারা। হেরেছে ১০টিতে। কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসে আগামী বছরও এই জটিলতার মধ্যে আদৌ রোহিত জড়াতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিলো ক্রিকেটজনতার।
২০১১-র পর থেকে আর মেগা অকশনে নাম লেখান নি রোহিত শর্মা (Rohit Sharma)। এক যুগেরও বেশী সময় মুম্বই রিটেন করেছে তাঁকে। কিন্তু সম্পর্কের অবনতির কারণে এবার তাঁর ফের মেগা অকশনে নাম লেখানোর সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। যদি তিনি নিলামে নাম লেখান তাহলে দড়ি টানাটানি চলতে পারে টুর্নামেন্টের অন্যতম সেরা ওপেনারকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন যে তাঁকে পেতে আসরে নামতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তাদের কর্ণধার কাব্য মারান রোহিত শর্মা’র (Rohit Sharma) বড় ফ্যান। এর আগে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির (ডেকান চার্জার্স) হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে রোহিতের। দুইয়ে মিলে এই দলবদল ক্রিকেট তারকার জন্য আশীর্বাদ বয়ে আনবে বলেই মনে করছেন অনেকে।
সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্সেই থাকছেন রোহিত-
রোহিত শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদে যাচ্ছেন কিনা সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য এখনও আসে নি কোনো নির্ভরযোগ্য সূত্র মারফৎ। মেগা অকশনে যোগ দেওয়া ক্রিকেটারের সম্ভাব্য গন্তব্য হিসেবে নিশ্চিত করে কোনো দলের নাম ঘোষণাও করাও আদতে একপ্রকার অসম্ভবই। তবে রোহিতের কাছের বন্ধু প্রজ্ঞান ওঝা সম্প্রতি জানিয়েছেন যে তিনি মনে করেন দূরত্ব মিটিয়ে ফের মুম্বই ইন্ডিয়ান্সেই থেকে যাবেন রোহিত শর্মা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যতদূর আমি জানি, ও মুম্বই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ। আমি জানি না মুম্বই সহজে ওকে ছেড়ে দিতে পারবে কিনা। উল্টোটাও সত্যি। রোহিতের জন্যও বিষয়টি খুব আবেগের। পেশাদার জীবনে অনেক সময় ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হয়। কিন্তু আবেগ থাকবেই। ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে রোহিতের উচিৎ মুম্বই ইন্ডিয়াসেই থাকে।”