ipl-2025-siraj-knocks-rohit-over

IPL 2025: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (GT vs MI)। আইপিএলের (IPL) আঙিনায় নিজেদের প্রথম ম্যাচ হেরেছে দুই পক্ষই। তাই তাদের কাছে চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানোর। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই। শুভমান ও সাই সুদর্শনের সৌজন্যে গুজরাত শুরুটা দুর্দান্ত করলেও পরে ম্যাচে ফেরে মুকেশ আম্বানির দল। পরপর উইকেট তুলে তারা ১৯৬ রানে আটকে রেখেছে প্রতিপক্ষকে। আহমেদাবাদের ব্যাটিং বান্ধব পিচে ১৯৭ রান তাড়া করা কঠিন হলেও অসম্ভব নয় বলেই মত ক্রিকেটমহলের। গত ২৫ তারিখ এখানে ২৪৫ তাড়া করতে নেমে ২৩২ অবধি পৌঁছে গিয়েছিলো গুজরাতই (GT)। ফলে ইনিংসের বিরতিতে মুম্বইকেই এগিয়ে রাখছিলেন অনেকে। কিন্তু ছবিটা বদলালো দ্বিতীয় ইনিংস শুরু হতেই। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরলেন সুপারস্টার রোহিত শর্মা।

Read More: IPL 2025: ‘আরামসে জিতে যাবে…’ গুজরাতের বিরুদ্ধে মুম্বইয়ের চাই ১৯৭, হার্দিকদের এগিয়ে রাখছে নেটজনতা !!

আইপিএলের (IPL) শুরুটা মোটেই ভালো হয় নি রোহিত শর্মা’র (Rohit Sharma)। মরসুমের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খাতাই খুলতে পারেন নি তিনি। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও খুব একটা বদলালো না ছবিটা। অথচ শুরুটা করেছিলেন দুর্দান্ত ভাবে। মহম্মদ সিরাজকে পরপর দু’টি দারুণ ফ্লিক মেরে ছিনিয়ে নিয়েছিলেন জোড়া বাউন্ডারি। কিন্তু অনুরাগীদের উচ্ছ্বাস টিকলো না বেশীক্ষণ। প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিটকে অফ স্টাম্পের বাইরে বলটি পিচ করিয়েছিলেন সিরাজ। তা বেশ খানিকটা স্কিড করে ভেতর দিকে আসে। রোহিতের রক্ষণ ভেদ করে উড়িয়ে দেয় স্টাম্পের বেল। ৪ বলে ৮ রানেই দাঁড়ি পড়ে হিটম্যানের ইনিংসে। মাসখানেক আগে জাতীয় দল থেকে সিরাজকে ছেঁটে ফেলেছিলেন নির্বাচকরা। সেই সিদ্ধান্তকে সমর্থনই করেছিলেন ক্যাপ্টেন রোহিত। আজ তাঁর স্টাম্প উপড়ে যেন বার্তা দিলেন হায়দ্রাবাদের পেসার।

৮ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানোর পর আপাতত ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রোহিতের সাথে ওপেন করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকলটন। তিনি এখনও রয়েছেন ক্রিজে। প্রতিবেদন লেখার সময় অবধি ৭ বল খেলে তাঁর সংগ্রহ ৬ রান। আক্রমণের ভার কাঁধে তুলে নিয়েছেন হায়দ্রাবাদের তরুণ বাম হাতি-তিলক বর্মা। আজ তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন তিনি। ইতিমধ্যেই ২টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১২ বল খেলে আপাতত তাঁর ঝুলিতে ১৭ রান। চার ওভার শেষে মুম্বইয়ের স্কোরবোর্ডে আপাতত ১ উইকেটের বিনিময়ে ৩২ রান। যদি পাঁচ বারর চ্যাম্পিয়নদের আজ গুজরাতের বিরুদ্ধে ১৯৭ রান তাড়া করতে হয় তাহলে তিলককে বড় ইনিংস খেলতে হবে, মত বিশেষজ্ঞদের। ব্যাটিং লাইন-আপে রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, নমন ধীর’রাও।

দেখুন রোহিতের উইকেটটি-

Also Read: IPL 2025: হার্দিকের ক্যাপ্টেন্সিতে ছাঁটাই রোহিত শর্মা, পুরো মরসুম কাটাবেন বেঞ্চে বসেই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *