ipl-2025-shubman-gill-taking-a-pay-cut
Shubman Gill | Image: Getty Images

IPL 2025: ২৯ সেপ্টেম্বর নিলাম ও রিটেনশন সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী প্রকাশ করেছিলো বিসিসিআই। জানা গিয়েছিলো যে সর্বোচ্চ পাঁচ জন’কে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সাথে থাকছে একটি আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প। কাদের ধরে রাখা হবে, কাদেরই বা ছেঁটে ফেলা হবে তা নিয়ে তখন থেকেই শুরু হয়েছিলো চর্চা। অধীর আগ্রহে তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেটজনতা। অবশেষে কাটতে চলেছে প্রতীক্ষার প্রহর। আগামীকাল বিকেলের মধ্যেই রিটেনশন তালিকা বোর্ডের কাছে জমা করতে হবে আইপিএলে (IPL) অংশগ্রহণকারী দশ ফ্র্যাঞ্চাইজিকেই। এক দিন আগে থেকেই এই সংক্রান্ত বেশ কিছু খবরাখবর শোনা যাচ্ছে ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলেই। শ্রেয়স আইয়ারের দলত্যাগ, মহেন্দ্র সিং ধোনির ‘রিটেনশন’-এর মতই জোর আলোচনা শুভমান গিলের (Shubman Gill) দাম কমানো নিয়েও।

Read More: লখনৌ ছাড়লেন KL রাহুল, ১৮ কোটির অফার করলেন প্রত্যাখ্যান !!

কম অর্থেই গুজরাতে থাকছেন শুভমান-

Shubman Gill and Rashid Khan | Image: Getty Images
Shubman Gill and Rashid Khan | Image: Getty Images

২০২২ সালে আইপিএলের (IPL) আসরে পথচলা শুরু করেছিলো গুজরাত টাইটান্স। ফ্র্যাঞ্চাইজির জন্মের মুহূর্ত থেকেই দলের সঙ্গে রয়েছেন শুভমান গিল। প্রথম দুই মরসুম গুজরাতের (GT) অধিনায়কত্ব সামলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত বছর ট্রেডিং উইন্ডো ব্যবহার করে তাঁকে ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেই শুভমানের কাঁধে তুলে দেওয়া হয়েছিলো নেতার দায়িত্ব। আচমকা দায়িত্ব পাওয়ার পর প্রথম মরসুমে বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি তরুণ ক্রিকেটার। মরসুমের শুরুটা জয় দিয়ে হলেও ধীরে ধীরে পিছিয়ে পড়তে পারে ২০২২-এর চ্যাম্পিয়নরা। শেষমেশ তিন বছরে প্রথমবার হাতছাড়া হয় প্লে-অফ। পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে শেষ করে তারা। ২০২৫-এর আইপিএলে (IPL) কঠিন পরিস্থিতিকে পিছনে ফেলতে বদ্ধপরিকর টাইটান্স বাহিনী। সেই লড়াইতে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন খোদ অধিনায়ক।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে আসন্ন মরসুমের জন্য নিজের বেতন অনেকটাই কমানোর ব্যপারে সম্মতি দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। টিম ম্যানেজমেন্টের মত তিনিও যাতে দলের তারকা খেলোয়াড়দের অর্থনৈতিক বাধ্যবাধকতার জন্য হাতছাড়া করতে চান না। এছাড়াও দল যাতে সর্বোচ্চ পরিমাণ অর্থ হাতে নিয়ে মেগা অকশনের আসরে নামতে পারে তা নিশ্চিত করার জন্যই নিজের বেতন কমিয়েছেন তিনি। “বেতন কমানোর প্রস্তাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে শুভমানের মনে কোনো রকম দ্বিধা ছিলো না। ও ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী দল গঠন করতে চায়” ফ্র্যাঞ্চাইজি সূত্রে মারফৎ জানতে পেরেছে সংবাদমাধ্যম। অধিনায়কের এই আত্মত্যাগের ফলেই আফগান তারকা রশিদ খান’কে (Rashid Khan) ধরে রাখার ক্ষেত্রে কোনো বাধা রইলো না গুজরাত টাইটান্সের (GT)।

শুভমানের ‘মহানুভবতায়’ খুশি ফ্র্যাঞ্চাইজি-

Shubman Gill | Image: Twitter
Shubman Gill | Image: Twitter

আজই খবর মিলেছে যে অর্থনৈতিক দাবীদাওয়া পূরণ না হওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্স (KKR) ছাড়তে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেখানে ফ্র্যাঞ্চাইজির কথা ভেবে শুভমানের (Shubman Gill) এই স্বতঃপ্রণোদিত স্বার্থত্যাগ’কে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটদুনিয়া। “অল্প বয়সেই শুভমান একজন নেতার মত চিন্তাভাবনা করছে। মেগা নিলাম ও আগামীতে কোন পথে এগোনো হবে সে সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখছে টিম ম্যানেজমেন্টে সাথে” টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন গুজরাত টাইটান্সের সাথে যুক্ত এক কর্মকর্তা। পাঁচটি রিটেনশন স্লটই তারা ব্যবহার করতে পারে বলে মিলেছে খবর। শুভমান গিল ও রশিদ খান (Rashid Khan) থাকছেনই। বাকিদের মধ্যে গুজরাত রিটেন করতে পারে সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মহম্মদ শামি’কে। তারা আদৌ আরটিএম বিকল্প ব্যবহার করে কিনা তা জানা যাবে আগামী মাসের মেগা অকশনে।

Also Read: IPL 2025: প্রথম খেলোয়াড় হিসেবে KKR ছাড়লেন শ্রেয়স আইয়ার, অধিনায়ককে ধরে রাখতে ব্যর্থ ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *