IPL 2025: প্রথম খেলোয়াড় হিসেবে KKR ছাড়লেন শ্রেয়স আইয়ার, অধিনায়ককে ধরে রাখতে ব্যর্থ ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা’ !! 1

IPL 2025: আইপিএলের ১৮তম মরসুম নিয়ে উত্তেজনা এই মুহূর্তে চরমে। আগামীকাল বিকেলের মধ্যে বিসিসিআই-এর কাছে রিটেনশন তালিকা জমা দিতে চলেছে দশ ফ্র্যাঞ্চাইজি। কাদের ধরে রাখা হচ্ছে, কাদেরই বা রাখা হচ্ছে বাতিলের খাতায়, রিলিজ হওয়া কোন তারকাদের জন্য রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করার কথা ভাবা হবে-এই জাতীয় আলোচনাতেই বর্তমানে সরগরম ক্রিকেটমহল। ইতিমধ্যেই বেশ কিছু ইমোজির সাহায্যে নিজেদের রিটেনশন তালিকার এক ঝলক সামনে এনেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সেই পোস্টের ‘পাঠোদ্ধার’ করে বোঝা গিয়েছে যে রবীন্দ্র জাদেজা, মাথিশা পথিরাণাদের সাথে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি’ও (MS Dhoni)। যা উচ্ছ্বাসের জন্ম দিয়েছে সমর্থকদের মধ্যে। সিএসকে-র ট্রফিজয়ী অধিনায়ককে যখন ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজি, তখন নাইট (KKR) শিবিরে বিসর্জনের বাজনা। তারা হারাচ্ছে তাদের খেতাবজয়ী ‘ক্যাপ্টেন’কে।

Read More: IND vs NZ 3rd Test: পিঠ বাঁচাতে ছলচাতুরি টিম ইন্ডিয়ার, ওয়াংখেড়েতে পিচ বদলের বিশেষ নির্দেশ রোহিত-গম্ভীরদের !!

শ্রেয়স-নাইট রাইডার্স বিচ্ছেদ হচ্ছেই-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২২-এর মেগা অকশন থেকে শ্রেয়স আইয়ারকে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স। ১২.২৫ কোটি টাকা খরচ করতে হয়েছিলো শাহরুখ খান, বেঙ্কি মাইশোরদের। তিন মরসুম নাইট শিবিরের সাথে যুক্ত থাকলেও কেবল দুই বছরই মাঠে নামতে পেরেছেন তিনি। মুম্বইয়ের ডান হাতি ব্যাটার ২০২২-এ ১৪ ম্যাচ খেলে করেছিলেন ৪০১ রান। ২০২৩-এ পিঠের চোটের কারণে খেলতে পারেন নি। ২০২৪-এ ৩৫১ রান করেন তিনি। তবে নজর কেড়েছিলেন অধিনায়ক হিসেবে। এক দশকের ব্যবধানে ‘সিটি অফ জয়’কে আইপিএল ট্রফির স্বাদ এনে দিয়েছিলেন শ্রেয়স। ২০২৫ মরসুমে তাঁর গন্তব্য কি হতে পারে তা নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিলো। ২৯ সেপ্টেম্বর রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী সামনে আসার পরে তা গতি পায় আরও। গুঞ্জন শোনা গিয়েছিলো যে নাইট রাইডার্স ছাড়তে পারেন তিনি। রিটেনশন তালিকা প্রকাশের একদিন আগে সিলমোহর পড়লো সেই জল্পনাতেই।

সূত্রের খবর যে শ্রেয়সকে (Shryeas Iyer) ছেড়ে দিতে চায় নি কলকাতা নাইট রাইডার্স। দিনকয়েক আগে থেকেই তাঁর সাথে রিটেনশনের বিষয়ে চলছিলো কথাবার্তা। কিন্তু ফ্র্যাঞ্চাইজির কাছে বিশাল অর্থ দাবী করে বসেন মুম্বইয়ের ক্রিকেটার। ব্যাটার হিসেবে তাঁর পরিসংখ্যান আহামরি নয়, ফিটনেস সমস্যায় প্রায়ই ভুগতে হয় তাঁকে, এছাড়া এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনাতেও অবস্থান বিশেষ পোক্ত নয় শ্রেয়সের। চলতি বছরের গোড়াতেই বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে। এই বিষয়গুলি মাথায় রেখে শ্রেয়সের প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব হয় নি কলকাতা’র (KKR) পক্ষে। ফলে তাঁকে রিটেনশন তালিকায় রাখা হচ্ছে না। আপাতত ‘রিলিজ’ করা হলেও নাইট শিবিরের দরজা পুরোপুরি বন্ধ নাও হতে পারে তাঁর জন্য। আগামী মাসে রয়েছে আইপিএলের (IPL) মেগা অকশন। চাইলে শ্রেয়সের জন্য রাইট টু ম্যাচ বা আরটিএম ব্যবহার করতে পারে ফ্র্যাঞ্চাইজি।

শ্রেয়স আইয়ারের IPL পরিসংখ্যান-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০১৫ সাল থেকে আইপিএলে (IPL) অংশ নিচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শুরুটা করেছিলেন দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে। সাত মরসুম সেখানে কাটিয়েছেন তিনি। ২০১৮ সালে মরসুমের মাঝপথে গৌতম গম্ভীর সরে দাঁড়ানোয় দিল্লী দলের অধিনায়কত্ব পান তিনি। নেতা হিসেবে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই খেলেন ৪০ বলে দুর্দান্ত ৯৩* রানের ইনিংস। আইপিএলের (IPL) ইতিহাসে শ্রেয়স (Shreyas Iyer) চতুর্থ কনিষ্ঠতম অধিনায়ক। ২৩ বছর ও ১৪২ দিন বয়সে প্রথমবার অধিনায়কত্ব করেন তিনি। কনিষ্ঠতম ‘ক্যাপ্টেন’দের তালিকায় তাঁর সামনে রয়েছেন কেবল বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও সুরেশ রায়না। ২০২০ সালে তাঁর হাত ধরে প্রথমবার আইপিএলের ফাইনালে পা দিয়েছিলো দিল্লী। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে হারতে হয়। ২০২২-এ দল ছাড়েন। যোগ দেন কলকাতায়। ১১৬ আইপিএল (IPL) ম্যাচে ৩২.২৩ গড়ে ৩১২৭ রানের মালিক আগামী মরসুমে নতুন দলের জার্সি।

Also Read: IPL 2025: প্রথম খেলোয়াড় হিসেবে রিটেন হলেন রবীন্দ্র জাদেজা, CSK দিলো এই মোটা অংকের টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *