IPL 2025: আহমেদাবাদে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দল’ই অষ্টাদশতম আইপিএলের (IPL) আসরে নিজেদের প্রথম ম্যাচটি হেরেছে। গুজরাতকে ধরাশায়ী করেছে পাঞ্জাব কিংস। আর চেপকে চেন্নাইয়ের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ সন্ধ্যায় টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই। সাই সুদর্শনের অর্ধশতক, শুভমান গিল ও জস বাটলারের কার্যকরী ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান স্কোরবোর্ডে তুলেছে গুজরাত। তাড়া করতে নেমে বেকায়দায় মুম্বই ইন্ডিয়ান্স। ইনিংসের শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চলেছে তারা। মাঠের মধ্যে মেজাজ হারাতে দেখা গেলো অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya)। টাইটান্স শিবিরের বাম হাতি অফস্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোরের দিকে কার্যত তেড়েই গেলেন তিনি। বেনজির ঘটনার সাক্ষী থাকলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকেরা।
Read More: ম্যাচ চলাকালীন মাথায় চোট পেলেন সূর্যকুমার যাদব, মাঠের মধ্যেই হারালেন ভারসাম্য !!
বিতর্কের সূত্রপাত ১৫তম ওভারে। চতুর্থ ডেলিভারিটিতে ক্রিজ ছেড়ে বেশ খানিকটা এগিয়ে এসে রক্ষণাত্মক শট খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। গড়িয়ে আসা বল সাই কিশোরের (R Sai Kishore) হাতে লেগে ছিটকে গিয়েছিলো কিছুটা। সেটি তুলতে যাওয়ার পথে হার্দিকের চোখের দিকে তাকিয়ে আগ্রাসন দেখান তামিলনাড়ুর স্পিনার। বিষয়টি মোটেই ভালো ভাবে নেন নি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। তিনিও কয়েক পা এগিয়ে আসেন সাই-এর দিকে। পরে হাতের ভঙ্গিতে বোলিং রান আপে ফিরতে বলেন। কয়েক মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হতে পারত পরিস্থিতি। কিন্তু আম্পায়ারের হস্তক্ষেপে অপ্রীতিকর কিছু হয় নি শেষমেশ। পরবর্তী দু’টি ডেলিভারিতে অহেতুক ঝুঁকি নেন নি মুম্বই ইন্ডিয়ান্স (MI) ব্যাটাররা। হার্দিক ও সূর্যকুমার দু’জনেই সিঙ্গলের উপর আস্থা রেখেছিলেন। ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে স্পেল শেষ করেন সাই কিশোর।
মরসুমের দ্বিতীয় ম্যাচেও হারের দিকে এগোচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ ১৯৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। প্রথম ওভারেই মহম্মদ সিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। পাওয়ার প্লে’তে রায়ান রিকলটনের উইকেটও খুইয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এরপর তিলক বর্মা ও সূর্যকুমার যাদব চেষ্টা করেছিলেন দলকে লড়াইতে ফেরানোর। কিন্তু সক্ষম হলেন না তাঁরাও। তিলক ৩৯ ও সূর্যকুমার ৪৮ রান করে সাজঘরে ফেরেন। গত ম্যাচে নির্বাসিত ছিলেন হার্দিক পান্ডিয়া। আজ প্রত্যাবর্তন ম্যাচে তাঁর থেকে ভালো পারফর্ম্যান্স আশা করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকেরা। বল হাতে দুই উইকেট নিলেও ব্যাট হাতে হতাশ করলেন তিনি। ১১ করেই আউট হয়েছেন আজ। প্রতিবেদন লেখার সময় অবধি মুম্বইয়ের প্রয়োজন ৫৬ রান। হাতে মাত্র ১০ বল।
দেখুন ঘটনার ভিডিও-
hardik vs sai kishore 😂😂pic.twitter.com/q4m5lTyYm5
— 🐐 (@itshitmanera) March 29, 2025