IPL 2025: আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (GT vs MI) ম্যাচ। মরসুমের প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হারের পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। পেস বিভাগের ‘তুরুপের তাস’ জসপ্রীত বুমরাহ এখনও সম্পূর্ণ ফিট নন, রিহ্যাব চলছে তাঁর। ফলে আজ গুজরাতের বিরুদ্ধে খেলা হচ্ছে না তাঁর। তবে আম্বানিদের দল সামান্য স্বস্তি পেয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রত্যাবর্তনে। ২০২৪ মরসুমের শেষ ম্যাচে স্লো ওভার-রেটের জন্য এক ম্যাচ নির্বাসনের শাস্তি পেয়েছিলেন মুম্বই অধিনায়ক। ফলে চেপকে খেলতে পারেন নি তিনি। আজ সেই নির্বাসন কাটিয়ে ফিরেছেন মাঠে। তাঁর প্রত্যাবর্তনের সাথে সাথে টস ভাগ্যও সুপ্রসন্ন হয়েছে মুম্বইয়ের। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগে দেখে নিতে চান বাইশ গজের চরিত্র, ইয়ান বিশপ’কে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন হার্দিক।
Read More: IPL 2025: প্রত্যেক বছর ফ্র্যাঞ্চাইজিদের চুনা লাগাচ্ছেন জোফ্রা আর্চার, লুটে নিচ্ছেন কোটি-কোটি টাকা !!
খাতায়-কলমে অধিনায়ক হার্দিক (Hardik Pandya) হলেও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এখনও যে যথেষ্ট গুরুত্ব রয়েছে রোহিত শর্মা’র, তা আরও একবার প্রমাণিত হলো আজ। তখন বোলিং করছিলেন দীপক চাহার (Deepak Chahar)। ওভারের মাঝপথে ডান হাতি মিডিয়াম পেসারের থেকে বল চেয়ে তাতে ঘাম লাগাতে দেখা যায় হার্দিক পান্ডিয়া’কে। যাতে বলের চমক ঠিক থাকে সেই চেষ্টাই করছিলেন তিনি। অধিনায়ক যখন অন্য কাজে ব্যস্ত তখন তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন রোহিত (Rohit Sharma)। তিনিই হাত নেড়ে সতীর্থদের ফিল্ডিং পজিশন বদলানোর নির্দেশ দেন। আইপিএলের (IPL) আসরে এক দশক অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে হিটম্যানের। পাঁচ বার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই ট্রফি জিতেছেন তিনি। বলে ঘাম লাগানোর পর রোহিতের স্থির করে দেওয়া ফিল্ড সেট-আপএ রদবদলের পথে আর হাঁটেন নি হার্দিক। আস্থা রাখেন সিনিয়র সতীর্থের চিন্তাধারাতেই।
দেখে নিন ঘটনার ভিডিও-
— Pappu Plumber (@tappumessi) March 29, 2025
আহমেদাবাদের বাইশ গজ যে এবার চূড়ান্ত ব্যাটিং সহায়ক তা নিয়ে দ্বিধা নেই ক্রিকেট বিশেষজ্ঞদের মনে। গত মঙ্গলবার গুজরাত বনাম পাঞ্জাব ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫০০’র কাছে রান উঠেছে। আজও ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটাররাই। তামিলনাড়ুর সাই সুদর্শনকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ডান হাতি-বাম হাতি জুটি গড়ার লক্ষ্যেই বাটলারের বদলে সাই’কে ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিয়েছেন, জানিয়েছেন গুজরাত অধিনায়ক। দুই তরুণ ৮.৩ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ৭৮ রান। ২৭ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন শুভমান। মুম্বইকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক হার্দিকই। তিনে নেমে দ্রুত ৩৯ করেছেন বাটলার। নমন ধীর আউট করেছেন তাঁকে। তবে এখনও দাপটের সাথে খেলে চলেছেন সাই। চলতি আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন তিনি।