IPL 2025: ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামেই অপরাজিত তকমা খসে পড়লো দিল্লী ক্যাপিটালসের (DC)। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে তারা হারলো ১২ রানের ব্যবধানে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষর প্যাটেল। ২০ ওভারে স্কোরবোর্ডে ২০৫ রান তুলতে সক্ষম হয় মুম্বই (MI)। এরপর ব্যাট হাতে শুরুটা বেশ ভালো হয়েছিলো দিল্লীর। করুণ নায়ার ও অভিষেক পোড়েলের জুটি অনেকটা এগিয়ে দিয়েছিলো তাদের। কিন্তু এরপরেই নিয়মিত উইকেট হারাতে থাকে ক্যাপিটালস শিবির। রাহুল, আশুতোষ। অক্ষর-রান পান নি কেউই। শেষমেশ ১৯৩ রানে গুটিয়ে যায় দিল্লী’র ইনিংস। ২ পয়েন্ট ছিনিয়ে নেন হার্দিকরা। ধুন্ধুমার দ্বৈরথের সুর ঠিক কতটা চড়া ছিলো তার প্রমাণ মিললো দিল্লী ইনিংসের ষষ্ঠ ওভারে। মেজাজ হারিয়ে বাগ্বিতণ্ডায় জড়ালেন করুণ নায়ার (Karun Nair) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
Read More: DC vs MI: “সবার সময় আসে….”,বিশ্বের নাম্বার ওয়ান বোলার বুমরাহকে পিটিয়ে ছাতু করুণ নায়ারের, হলো সোশ্যাল মিডিয়ায় চর্চা !!
সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এখনও সেরা ছন্দ খুঁজে পান নি তিনি। আজ ব্যাট হাতে তাঁর বিরুদ্ধে রীতিমত তাণ্ডবই চালাতে দেখা গেলো করুণ নায়ারকে। বিদর্ভের ব্যাটার ইনিংসের ষষ্ঠ ওভারে বুমরাহকে স্বাগতই জানান ছক্কা হাঁকিয়ে। এরপরের বলে কোনো রান হয় নি। তৃতীয় বলে ফের ঝলসে ওঠে করুণের (Karun Nair) ব্যাট। অফ সাইডে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে দুরন্ত স্ল্যাশে বল পাঠিয়ে দেন বাউন্ডারিতে। এরপর পঞ্চম বলটিতে গতির তারতম্যে আস্থা রেখেছিলেন বুমরাহ। কিন্তু বিন্দুমাত্র চাপে পড়েন নি করুণ। দ্রুত লং-অফের উপর দিয়ে বলকে মাঠের বাইরে উড়িয়ে দেন। এরপর ওভারের শেষ বলে আরও দুই রান নিয়ে অর্ধশতক সম্পূর্ণ করেন তিনি। ২০২২-এর পর এই প্রথম আইপিএলের (IPL) আসরে মাঠে নামার সুযোগ পেলেন করুণ নায়ার, প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন পঞ্চাশ পেরিয়ে।
৪ ওভারে সাধারণত ২০-২২ এর বেশী খরচ করেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেখানে করণ নায়ারের বিরুদ্ধে এক ওভারে ১৮ রান খরচ করে নিঃসন্দেহে মেজাজ সপ্তমে ছিলো তারকা পেসারের। শেষ ডেলিভারিটিকে ডিপ স্কোয়্যার লেগে ঠেলে যখন দ্বিতীয় রানের জন্য ফিরছিলেন করুণ, তখন অসাবধানতাবশত বুমরাহ’র সাথে ধাক্কা লাগে তাঁর। তারপরেই আর নিজেকে ধরে রাখতে পারেন নি মুম্বইয়ের ফাস্ট বোলার। আবেগের উপর নিয়ন্ত্রণ হারান তিনি। ব্যাট শূন্যে তুলে তখন অর্ধশতকের জন্য অভিবাদন গ্রহণ করছিলেন করুণ। হাত তুলে ক্ষমাও চান বুমরাহ’র কাছে। কিন্তু তাতে বরফ গলে নি। দিল্লী ব্যাটারের দিকে কার্যত তেড়ে যান বুমরাহ। কিছুটা স্বভাববিরুদ্ধ ভাবেই কটাক্ষও করেন তাঁকে। গোটা ঘটনায় রোহিত শর্মা’র (Rohit Sharma) প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঝামেলায় হস্তক্ষেপ না করে দূরে দাঁড়িয়ে তা উপভোগ করতে দেখা গিয়েছে হিটম্যানকে।
দেখে নিন ঘটনার ভিডিও-
Rohit’s Reaction on whole Bumrah-Karun Nair Controversy 😭😭😭 pic.twitter.com/vUDQM8FiZW
— ADARSH (@Adarshdvn45) April 13, 2025
Also Read: IPL 2025: ৬, ৪, ৬, ৪…হতদ্যম বুমরাহ, প্রত্যাবর্তন ম্যাচে ঝড় তুললেন করুণ নায়ার !!