IPL 2025: সতেরো বছর আগে যখন আইপিএল (IPL) পথচলা শুরু করেছিলো, তখন থেকে টুর্নামেন্টের সাথে জড়িয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চারবার ফাইনালে পা রেখেছে তারা, কিন্তু একবার হাতের মুঠোয় আসে নি ট্রফি। চ্যাম্পিয়ন্স লীগ (CLT20) টি-২০তেও একবার ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। দুর্ভাগ্যের শেষ কোথায়? এখনও এর কোনো সদুত্তর খুঁজে পান নি সমর্থকেরা। ২০২৪ সালে পিছিয়ে পড়ে দারুণভাবে লড়াইতে ফিরে এসেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। আশা জেগেছিলো অনুরাগীদের মনে, কিন্তু এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে হেরে ফের ছিটকেই যেতে হয়। ব্যর্থতার ধারাবাহিক চিত্র এবার বদল চায় বেঙ্গালুরু। ট্রফির লক্ষ্যে সই করাতে পারে টুর্নামেন্তের সফলতম খেলোয়ার-রোহিত শর্মা’কে (Rohit Sharma)।
Read More: IPL 2025: বাদ পড়ছেন KL রাহুল, আগামী মরসুমে লক্ষ্ণৌর দায়িত্ব সামলাবেন এই RCB অধিনায়ক !!
মুম্বইকে বিদায় জানাবেন রোহিত শর্মা ?
ডেকান চার্জার্সের (DC) জার্সিতে প্রথম আইপিএল (IPL) খেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেরা উঠতি প্রতিভার পুরষ্কারও পেয়েছিলেন ২০০৯ সালে। এরপর ২০১১ সালে নিজের শহরের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। তারপর থেকে নীল-সোনালী জার্সিতেই দেখা গিয়েছে তাঁকে। ২০১৩ সালে মরসুমের মাঝপথে রিকি পন্টিং (Ricky Ponting) সরে দাঁড়ানোয় নেতার দায়িত্ব পান তিনি। অধিনায়ক হিসেবে প্রথম সুযোগেই দলকে এনে দেন ট্রফি। এরপর রোহিতের (Rohit Sharma) হাত ধরে ২০১৪ থেকে ২০২০-র মধ্যে আরও চারটি আইপিএল ট্রফি জিতে নেয় মুম্বই। একটা সময় টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজির মুকুট’ও মাথায় উঠেছিলো তাদের। ২০২৩ সালে চেন্নাই নিজেদের পঞ্চম খেতাব জয়ের পর অবশ্য শীর্ষস্থান ভাগাভাগি করে নিতে হয়েছে তাদের।
এক দশক মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব করার পর আচমকাই গত মরসুমে ফাটল ধরে দুই পক্ষের সম্পর্কে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২০২২-এ দল ছেড়েছিলেন। তাঁকে গুজরাত টাইটান্স থেকে বিপুল অর্থের বিনিময়ে ফিরিয়ে এনে তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন সঁপে দেন মুকেশ আম্বানিরা। যেভাবে গোটা বিষয়টি সম্পন্ন করা হয়েছিলো, তা ভালো চোখে দেখেন নি খোদ রোহিত। প্রকাশ্যে কিছু না বললেও, নেতৃত্ব হারিয়ে তিনি যে অখুশি তা ঘনিষ্ঠমহলে ব্যক্ত করেছিলেন হিটম্যান। কোচ মার্ক বাউচারের কিছু মন্তব্য নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ’ও (Ritika Sajdeh)। ২০২৪-এর আইপিএলে (IPL) লীগ তালিকার সবচেয়ে নীচে শেষ করেছে মুম্বই। সাজঘরের অশান্তির খবরও বাইরে এসেছে। যার ফলে বিশেষজ্ঞদের অনেকের ধারণা যাবতীয় ঝুটঝামেলাকে দূরে সরিয়ে অন্য কোনও দলের হয়ে মাঠে নামতে চাইবেন রোহিত।
বেঙ্গালুরুর নিশানায় থাকতে পারেন রোহিত-
যদি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়েন রোহিত শর্মা (Rohit Sharma), তাহলে মেগা অকশনের আসরে ঝড় যে উঠবে তা বলাই বাহুল্য। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান ও শতরানের মালিককে দলে সামিল করার জন্য আসরে নামতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ২০২৫-এর আইপিএলের (IPL) সময় রোহিতের বয়স পেরিয়ে যাবে ৩৮, তা সত্ত্বেও তাঁর জন্য ২০ কোটি টাকা খরচ করতেও হয়ত দ্বিধা করবেন না কেউই। টি-২০ বিশ্বকাপ জয়ের পর আরও বেশী করে তাঁকে দলে পেতে মুখিয়ে থাকবেন সকলে।
বিরাট কোহলির (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নিলামে নিশানা করতে পারে তাঁকে। যদি ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে একজন ওপেনার অবশ্যই প্রয়োজন হবে তাদের। রোহিত সহজেই পূরণ করবেন সেই শূন্যস্থান। বিরাট কোহলির (Virat Kohli) সাথে টি-২০ বিশ্বকাপে রোহিতের ওপেনিং জুটি সফল হয় নি। কিন্তু আইপিএলের মঞ্চে ঝড় তুলতে পারেন দু’ই কিংবদন্তি। এছাড়াও নেতা হিসেবে ৫টি আইপিএল (IPL) জেতার রেকর্ড রয়েছে তাঁর। হিটম্যানের হাতে নেতৃত্ব তুলে দিয়ে সেই ‘চ্যাম্পিয়ন্স লাক’-এর প্রত্যাশাও করতে পারে আরসিবি।