ipl-2025-rcb-wants-suryakumar-yadav
Suryakumar Yadav | Image: Getty Images

IPL 2025: আগামী বছরের আইপিএল (IPL) নিয়ে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। মরসুম শুরুর আগে থাকছে মেগা নিলাম। যা নিয়ে ক্রিকেটজনতার মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। এই নিলামের নিয়মবিধি কি হবে তা এখনও স্পষ্ট করে নি বিসিসিআই। তবে ৩১ জুলাই একটি বৈঠক আয়োজন করেছিলো তারা। সেখানে উপস্থিত ছিলেন দশ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি’রা। সেখান থেকে যে তথ্য মিলেছে তাতে অনুমান করা হচ্ছে যে অন্তত ছয়জনকে ধরে রাখার সুযোগ দেওয়া হতে পারে। চারটি রিটেনশন ও দুটি আরটিএম বিকল্পের ক্ষেত্রে ছাড়পত্র মেলে নাকি সরাসরি ছ’টি রিটেনশনের সুযোগ দেওয়া হয় তা নিয়ে চর্চা অব্যাহত। যাবতীয় পরিস্থিতির কথা মাথায় রেখে ছক সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের মরসুমে যে যে মহাতারকা দল বদলাতে পারেন বলে মনে করা হচ্ছে, তার মধ্যে রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নাম’ও।

Read More: স্কোয়াড প্রকাশ্যে আসতেই দল থেকে ছিটকে গেলেন স্টার ব্যাটসম্যান, মাথায় হাত ভক্তদের !!

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন সূর্য-

Suryakumar Yadav | IPL | Image: Twitter
Suryakumar Yadav | Image: Twitter

সূর্যকুমার যাদবের আইপিএল (IPL) কেরিয়ারের সূচনা হয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে। পরে তিনি যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। গত কয়েক মরসুম মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজিতেই রয়েছেন তিনি। হয়ে উঠেছেন দলের অন্যতম স্তম্ভ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ২০২৫-এর আইপিএলের (IPL) আগে দল ছাড়ার কথা ভাবছেন সূর্যকুমার। দুই পক্ষের সম্পর্কে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা বোঝা গিয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হওয়ার পরেই। ইঙ্গিতবাহী পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সরাসরি মুখ না খুললেও বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি বেশ অসন্তুষ্ট। হার্দিকের নেতৃত্বে হতশ্রী পারফর্ম্যান্স করে মুম্বই (MI)। লীগ তালিকায় শেষ করে দশম স্থানে। যদি ২০২৫-এও তিনিই অধিনায়ক থাকেন, তাহলে সরে দাঁড়াতে পারেন সূর্যকুমার।

সূর্য’কে পেতে হাত বাড়িয়েছে কলকাতা-

Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মুম্বই ইন্ডিয়ান্সের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে তার ফায়দা তুলতে মুখিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চাইছে আরও একবার সূর্য’কে বেগুনি-সোনালী শিবিরে ফেরাতে। নিলামের জন্য অপেক্ষা করতে রাজী নন শাহরুখ খান, বেঙ্কি মাইশোর’রা। তার আগেই ট্রেডিং উইন্ডো ব্যবহার করে চুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছেন তাঁরা। সংবাদমাধ্যম রেভস্পোর্টস সূত্রে খবর মিলেছে যে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’কে পেতে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer) অবধি বাজি লাগাতে প্রস্তুত রয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদবের বদলে শ্রেয়স’কে সোয়্যাপ ডিলে অফার করা হতে পারে মুম্বই-এর কাছে। সাথে বাড়তি কিছু অর্থ প্রদানের ভাবনাচিন্তাও ফ্র্যাঞ্চাইজির রয়েছে বলে খবর। যদি সূর্য কেকেআরে আসেন, তাহলে তিনিই হবেন ক্যাপ্টেন।

বেঙ্গালুরু’ও চাইছে সূর্যকুমার যাদব’কে-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

যদি সত্যিই মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছাড়েন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাহলে তাঁর পরবর্তী গন্তব্য কি হবে? প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেটজনতা। এতদিন আসরে ছিলো কেবল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু দৌড়ে নাকি সামিল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ও (RCB)। বিরাট কোহলি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis)  ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছিলো তারা। কিন্তু প্রোটিয়া তারকার বয়স পেরিয়েছে চল্লিশ। আগামী মরসুমের জন্য তাঁকে আর রিটেন করতে চায় না ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক হিসেবে আরসিবি’র কাছে আদর্শ বিকল্প সূর্যকুমার যাদব। সতেরো বছরে বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে নানা সময় দেখা গিয়েছে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরাট কোহলিদের। কিন্তু ট্রফি জেতাতে পারেন নি কেউই। সূর্যের হাত ধরেই খরা কাটানোর আশায় রয়্যাল চ্যালেঞ্জার্স।

Also Read: IPL 2025: সতেরো বছরের অপেক্ষার হবে অবসান, রোহিতের হাত ধরে অবশেষে আইপিএল জিতবেন বিরাট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *