IPL 2025: চলতি আইপিএলে (IPL) অ্যাওয়ে ম্যাচে অনবদ্য পারফর্ম করলেও ঘরের মাঠে বেশ নড়বড়ে দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। গুজরাত ও দিল্লী’র বিরুদ্ধে পরপর দুই হোম ম্যাচে হেরেছেন বিরাট কোহলিরা। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে সেই জড়তা কাটিয়ে ওঠার সংকল্প নিয়ে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স। ওপেনিং-এ প্রত্যাশামতই দেখা যাবে ফিল সল্ট ও বিরাট কোহলিকে (Virat Kohli)। ভালো ছন্দে রয়েছেন দু’জনেই। রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে শেষ ম্যাচে করেছেন জোড়া অর্ধশতক। আরও একবার পাওয়ার-প্লে’তে ঝড় তুলে ম্যাচ প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার প্রয়াস থাকবে তাঁদের। তিন নম্বরে নামতে পারেন দেবদত্ত পাডিক্কাল। মরসুমের শুরুটা ভালো না হলেও গত ম্যাচে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তরুণ বাম হাতি। চার নম্বরে খেলবেন অধিনায়ক রজত পাটিদার।
ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে (Liam Livingstone) ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ব্যবহার করতে পারেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর লেগস্পিন’ও কার্যকরী ভূমিকা নিতে পারে পাঞ্জাবের মিডল অর্ডারের বিরুদ্ধে। এরপর ছয় ও সাতে ‘ফিনিশার’-এর ভূমিকায় থাকছেন জিতেশ শর্মা (Jitesh Sharma) ও টিম ডেভিড। ডেথ ওভারে রানের গতি বাড়ানোর দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে। আজকের ম্যাচে তিন পেসারের স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামতে পারে বেঙ্গালুরু। ভুবনেশ্বের কুমারের সাথে নতুন বলে শুরুটা করবেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। এছাড়া থাকতে পারেন বাম হাতি পেসার যশ দয়াল’ও। স্পিন বিভাগে আরসিবি’র বাজি হতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া। এছাড়া বোলিং-এর সময় জুড়ে দেওয়া হতে পারে সুয়শ শর্মা’কেও। গত বছর নাইট রাইডার্সে বিশেষ সুযোগ না পেলেও এবার বেঙ্গালুরুতে নজরকাড়া পারফর্ম্যান্স করেছেন দিল্লীর তরুণ।
Read More: IPL 2025 RCB vs PBKS Match Preview: ছন্দে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে শুক্রবার ‘দুর্গ’ সামলানোর লড়াই বেঙ্গালুরু’র !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ৩৪
তারিখ- ১৮/০৪/২০২৫
ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
M Chinnaswamy Pitch Report (পিচ রিপোর্ট)-

সাধারণত বোলারদের বধ্যভূমি হিসেবেই পরিচিত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এখানে নিয়মিত বড় রান উঠতে দেখা যায়। কিন্তু চলতি আইপিএলে বাইশ গজের চরিত্রে কিছুটা বদল চোখে পড়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালস দ্বৈরথে পিচে পড়ার পর খানিক থমকে ব্যাটে আসছিলো বল, ফলে বড় শট খেলায় সমস্যা হচ্ছিলো ব্যাটারদের। আজ পিচ তার পুরনো চরিত্র ফিরে পায় কিনা সেদিকে নজর থাকবে সকলের। আজ অবধি চিন্নাস্বামীতে আইপিএলের (IPL) ৯৭টি ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জয় পেয়েছে ৪১টি ম্যাচে। আর রান তাড়া করতে নামা দল জিতেছে ৫২টি খেলায়। বাকি ৪টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। বিশেষজ্ঞদের মতে টসজয়ী অধিনায়ক আজ প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Key Players (সম্ভাব্য তারকা)-
ফিল সল্ট-
ধ্বংসাত্মক ব্যাটিং-এর জন্য ইতিমধ্যেই নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট (Phil Salt)। গত বছর নাইট রাইডার্সের হয়ে অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছিলেন তিনি। এবারও বেঙ্গালুরুর জার্সিতে চমৎকার ব্যাটিং করছেন তিনি। অধিকাংশ ম্যাচেই তাঁর ধুন্ধুমার ইনিংস পাওয়ার-প্লে’তে শক্ত ভিতের উপর দাঁড় করাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্সকে। দিনকয়েক আগেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৫ করেছেন সল্ট। আজও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন।
বিরাট কোহলি-
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি (Virat Kohli)। গত বছর ৭৪১ রান করে জিতেছিলেন কমলা টুপি। এবারও ছন্দে রয়েছেন তিনি। ওপেন করতে নেমেও দুটি ম্যাচ ‘ফিনিশ’ করেও মাঠ ছেড়েছেন ভারতীয় মহাতারকা। আজ তিনি ক্রিজে থিতু হয়ে গেলে নিঃসন্দেহে চিন্তা বাড়বে পাঞ্জাব কিংসের।
ক্রুণাল পাণ্ডিয়া-
মুল্লানপুরে নাইট রাইডার্সের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে পাঞ্জাব জিতলেও দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের বিপক্ষে বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছিলো তাদের ব্যাটারদের। আজও ঘূর্ণির জালে ম্যাক্সওয়েল, ইংলিস বা শশাঙ্ক সিং-দের বেঁধে রাখার চেষ্টা করতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। চলতি মরসুমে ব্যাটে হাতে বিশেষ কার্যকরী ভূমিকা নেওয়ার সুযোগ এখনও পান নি বরোদার ক্রিকেটার। তবে বল হাতে চমৎকার পারফর্ম করেছেন তিনি। আজও দলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন ক্রুণাল।
RCB vs PBKS হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ সংখ্যা- ৩৩
- বেঙ্গালুরুর জয়- ১৬
- পাঞ্জাবের জয়- ১৭
- শেষ সাক্ষাতের ফলাফল- বেঙ্গালুরু ৬০ রানে জয়ী
সম্ভাব্য একাদশ-
ওপেনার- ফিল সল্ট, বিরাট কোহলি
মিডল অর্ডার- দেবদত্ত পাডিক্কাল*, রজত পাটিদার, লিয়াম লিভিংস্টোন
ফিনিশার- জিতেশ শর্মা, টিম ডেভিড
বোলার- ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা*
উইকেটরক্ষক- জিতেশ শর্মা
*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।
এক নজর RCB-র একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদত্ত পাডিক্কাল/সুয়শ শর্মা, জেকব বেথেল, স্বস্তিক চিকারা, স্বপ্নীল সিং, মনোজ ভাণ্ডাগে।