ipl-2025-rcb-vs-pbks-match-preview

IPL 2025: চলতি আইপিএলে (IPL) প্রতিপক্ষের মাঠে গিয়ে চারটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। জয় পেয়েছে চারটিতেই। কিন্তু ঘরের মাঠ চিন্নাস্বামীতে দেখা গিয়েছে সম্পূর্ণ উলটো ছবি। গুজরাত টাইটান্স ও দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছেন বিরাট কোহলিরা। হোম অ্যাডভান্টেজ নিয়ে বিস্তর আলোচনা হয় খেলার দুনিয়ায়। এহেন হোম ডিসঅ্যাডভান্টেজ বেঙ্গালুরু আদৌ কাটিয়ে উঠতে পারে কিনা সেদিকে নজর থাকবে শুক্রবার। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে পাঞ্জাব কিংস (PBKS)। শ্রেয়স আইয়ারের দলের আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে। দিনকয়েক আগে মুল্লানপুরে মাত্র ১১১ রান স্কোরবোর্ডে তুলেও অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে তারা। নাইট রাইডার্সের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুর বিরুদ্ধেও তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং- ৩৪

তারিখ- ১৮/০৪/২০২৫

ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

M Chinnaswamy Pitch Report (পিচ রিপোর্ট)-

M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images
M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার বসছে আইপিএলের আসর। সাধারণত বোলারদের বধ্যভূমি হিসেবেই এই মাঠ পরিচিত। স্পিনারদের জন্য খানিক সাহায্য থাকলেও ছড়ি ঘোরান ব্যাটাররাই। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ড সুবিধা করে দেয় বড় শট খেলার ক্ষেত্রে। বেঙ্গালুরু ও পাঞ্জাব দুই শিবিরেই রয়েছেন একঝাঁক বিগ হিটার, ফলে বড় রান আশা করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্তু চিন্নাস্বামীতে ৯৭টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাট করতে নামা দল জয় পেয়েছে ৪১টি ম্যাচে। আর ৫২টি ম্যাচে জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। বাকি ৪টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। টসজয়ী দল প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারে।

Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Bengaluru Weather Forecast |Image: Twitter
Bengaluru Weather Forecast |Image: Twitter

শুক্রবার বেঙ্গালুরুতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ও পাঞ্জাব কিংস। গার্ডেন সিটি’র আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। যা চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেটজনতার কপালে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ শতাংশ হওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়া ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ১০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।

RCB vs PBKS হেড টু হেড পরিসংখ্যান-

RCB vs PBKS | IPL | Image: Getty Images
RCB vs PBKS | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ সংখ্যা- ৩৩
  • বেঙ্গালুরুর জয়- ১৬
  • পাঞ্জাবের জয়- ১৭
  • শেষ সাক্ষাতের ফলাফল- বেঙ্গালুরু ৬০ রানে জয়ী

দুই দলের সম্ভাব্য একাদশ-

RCB vs PBKS | IPL | Image: Getty Images
RCB vs PBKS | IPL | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

ফিল সল্ট ✈️, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন ✈️, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড ✈️, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড ✈️, যশ দয়াল।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

ফিল সল্ট ✈️, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন ✈️, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড ✈️, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড ✈️, যশ দয়াল, সুয়শ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদত্ত পাডিক্কাল/সুয়শ শর্মা, জেকব বেথেল ✈️, স্বস্তিক চিকারা, স্বপ্নীল সিং, মনোজ ভাণ্ডাগে।

পাঞ্জাব কিংস (PBKS)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মার্কাস স্টয়নিস ✈️, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল ✈️, নেহাল ওয়াধেরা, মার্কো ইয়ানসেন ✈️, আর্শদীপ সিং, জেভিয়ার বার্টলেট ✈️, যুজবেন্দ্র চাহাল।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মার্কাস স্টয়নিস ✈️, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল ✈️, নেহাল ওয়াধেরা, মার্কো ইয়ানসেন ✈️, আর্শদীপ সিং, জেভিয়ার বার্টলেট ✈️, যুজবেন্দ্র চাহাল, যশ ঠাকুর।

ইমপ্যাক্ট প্লেয়ার- প্রিয়াংশ আর্য, হরপ্রীত ব্রার, জশ ইংলিস ✈️, বৈশাখ বিজয়কুমার, সূর্যাংশ শেগড়ে।

Also Read: IPL 2025: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে পড়লেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *