IPL 2025: দেখতে দেখতে সতেরো মরসুম আইপিএলে (IPL) অংশ নিয়ে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জনপ্রিয়তার শিখরে রয়েছে তারা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মত বিশ্ববন্দিত ফুটবল ক্লাবগুলির সাথে সোশ্যাল মিডিয়ার লড়াইতে সমানে সমানে টক্কর দিতে সক্ষম বিরাট কোহলি’র (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ট্রফি জয়ের ক্ষেত্রে এখনও সাফল্যের মুখ দেখে নি তারা। চার বার ফাইনাল খেলেছে বেঙ্গালুরু (RCB)। বেশ কয়েকবার পা রেখেছে ফাইনালে। কিন্তু একবারও খেতাব আসে নি হাতের মুঠোয়। অধরা ট্রফির লক্ষ্যে এবার সর্বস্ব পণ করে ঝাঁপাতে চাইছেন রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তারা। আসন্ন মেগা অকশন যে দল গুছিয়ে নেওয়ার সেরা সুযোগ, তা জানেন তাঁরা। তাকে ঘিরেই সাজানো হচ্ছে পরিকল্পনা। কারা থাকছেন, কারাই বা যাচ্ছেন বাদ, চলছে সেই পারমুটেশন-কম্বিনেশন’ও।
Read More: BREAKING NEWS: দ্রাবিড়ের হাতেই কোচিং-এর দায়িত্ব, নিলামের আগেই বড়সড় চমক দিলো রাজস্থান রয়্যালস !!
গ্লেন ম্যাক্সওয়েলকে ছেঁটে ফেলবে বেঙ্গালুরু-
২০২১ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে আইপিএল (IPL) খেলছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আন্তর্জাতিক আঙিনায় বিস্ফোরক ব্যাটার ও কার্যকরী বোলার হিসেবে সুনাম রয়েছে তাঁর। কিন্তু বেঙ্গালুরুর লাল-কালো জার্সিতে বিস্তর ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ। প্রথম মরসুমে ভালো ছন্দে ছিলেন তিনি। ৫১৩ রান করার পাশপাশি নিয়েছিলেন ৩টি উইকেট’ও। ২০২২-এ রান সংখ্যা নেমে আসে ৩০১-এ। ২০২৩-এ ফের দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। করেন ৪০০ রান। ফাফ দু প্লেসি (Faf du Plessis) ও বিরাট কোহলির (Virat Kohli) সাথে রয়্যাল চ্যালেঞ্জার্সের টপ-অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ২০২৪-এ ফের ফর্ম তলানিতে গিয়ে ঠেকে তাঁর। প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং বা বোলিং, কিছুই করে উঠতে পারেন নি।
এবারের আইপিএলে (IPL) প্রথম আট ম্যাচের মধ্যে সাতটি হেরেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে পৌঁছেছিলো বেঙ্গালুরু (RCB) দল। সেখানে বিশেষ অবদানই রাখতে পারেন নি গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মাঝ মরসুমে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে কয়েক ম্যাচের জন্য সরেও দাঁড়িয়েছিলেন। ১০ ম্যাচে ৫.৭৮ গড়ে করেছেন কেবল ৫২ রান। উইকেট নিয়েছিলেন ৬টি। তাঁর সাথে চুক্তির অঙ্ক ১৪.২৫ কোটি টাকা। এহেন পারফর্ম্যান্সের নিরিখে প্রাইস ট্যাগ যথেষ্টই বেশী বলে মনে করছেন কর্মকর্তারা। ফলে আগামী মরসুমে তাঁকে ধরে রাখার ঝুঁকি আর নিতে চান না তাঁরা। ম্যাক্সওয়েলের জায়গা হতে পারে রিলিজড তালিকায়। তাঁর সাথেই ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানাতে পারেন ক্যামেরন গ্রিন (Cameron Green), আলঝারি জোসেফ, লকি ফার্গুসনের (Lockie Ferguson) মত বিদেশী’ও।
রিটেনশন তালিকা প্রস্তুত RCB-র-
কতজনকে ধরে রাখা যাবে সে সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয় নি ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে। গত মেগা অকশনের আগে চারটি রিটেনশনের ছাড়পত্র দেওয়া হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার তার সাথে দু’টি আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম মারফৎ। সেইমতই এগোচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ও (RCB)। অন্দরমহল থেকে খবর মিলেছে যে অকশন এখনও মাসকয়েক দেরী থাকলেও রিটেনশন লিস্ট প্রস্তুত তাদের। মহাতারকা বিরাট কোহলি’কে (Virat Kohli) অবশ্যই ধরে রাখছে তারা। আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুতে রয়েছেন তিনি। জার্সি বদলের সম্ভাবনা নেই আগামীতেও। এছাড়া রজত পতিদারের উপর বাজি লাগাতে চাইছ দল। ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকেও ধরে রাখা হতে পারে।