ipl-2025-rashid-khan-can-return-to-srh

IPL 2025: টি-২০’র বৃত্তে পরিচিত নাম রশিদ খান (Rashid Khan)। আফগান লেগস্পিনারের ঘূর্ণির জাদু বিভ্রান্ত করে চলেছে ক্রিকেটদুনিয়ার তাবড় ব্যাটারকে। তথাকথিত হেভিওয়েট দেশের হয়ে খেলেন না তিনি। তবুও প্রতিভার জোরে আইসিসি’র কাছ থেকে দশকের সেরা টি-২০ ক্রিকেটারের পুরষ্কারও আদায় করে নিয়েছেন রশিদ (Rashid Khan)। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান তিনি। আইপিএলেও (IPL) দেখা যায় নিয়মিত। আট বছরের আইপিএল কেরিয়ারে ১২১ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যাচ উইনার হিসেবে। গত মরসুমে তাঁকে দেখা গিয়েছিলো গুজরাত টাইটান্স (GT) জার্সিতে। শোনা যাচ্ছে যে ২০২৫-এর মেগা অকশনের আগে দল ছাড়তে চলেছেন তিনি। ফিরে যেতে পারেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদে।

Read More: IPL 2025: বিদেশি নয় বরং এই ভারতীয় খেলোয়াড়ের উপর মেগা নিলামে হতে চলেছে কোটি টাকার বৃষ্টি !!

গুজরাত টাইটান্স ছাড়ছেন রশিদ খান-

Rashid Khan | IPL | Image: Getty Images
Rashid Khan | Image: Getty Images

২০২২ সালে গুজরাত ফ্র্যাঞ্চাইজির পথচলার সময় থেকে দলে রয়েছেন রশিদ খান (Rashid Khan)। প্রথম দুই মরসুমে দলের সাফল্যের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি। আফগান লেগস্পিনার ২০২২-এর আইপিএলে (IPL) ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। ২০২৩-এ ২৭ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়। এছাড়াও লোয়ার অর্ডারে নেমে একের পর এক ম্যাচে ব্যাট হাতেও তফাৎ গড়ে দিতে দেখা গিয়েছে রশিদকে (Rashid Khan)। প্রথম দুই মরসুমে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু তৃতীয় মরসুমে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সরে যাওয়ার পরেও তাঁকে দেওয়া হয় নি স্থায়ী নেতৃত্ব। বদলে নেতা বেছে নেওয়া হয় শুভমান গিল’কে। ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্ত সম্ভবত মনঃপুত হয় নি রশিদের। ২০২৫-এর আইপিএলের (IPL) আগে তাই দল ছাড়তে পারেন তিনি, শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।

নেতৃত্বে নজর কেড়েছেন রশিদ খান-

Rashid Khan | IPL | Image: Getty Images
Rashid Khan | Image: Getty Images

গুজরাত টাইটান্স (GT) রশিদ খানের (Rashid Khan) উপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সাহস দেখাতে না পারলেও নেতা হিসেবে নিজের যোগ্যতা তিনি প্রমাণ করেছেন ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। চমকে দিয়েছে আফগানিস্তান (AFG)। ‘আন্ডারডগ’ হিসেবে শুরু করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলকে হারিয়েছে। জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করতে না পারলেও তাদের লড়াই কুর্নিশ আদায় করে নিয়েছে ক্রিকেটজনতার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন রশিদ খান (Rashid Khan)। বল হাতে নিয়েছেন ৮ ম্যাচে ১৪ উইকেট। ইকোনমি কেবল ৬.১৭। ব্যাট হাতেও খেলেছেন একাধিক কার্যকরী ইনিংস।

ফিরতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদে-

Rashid Khan | IPL | Image: Getty Images
Rashid Khan | Image: Getty Images

২০২৫-এর আইপিএলের (IPL) আগে রশিদ খান যদি গুজরাত টাইটান্সের থেকে রিলিজ চেয়ে নেন তাহলে তাঁকে পাওয়ার জন্য আসরে নামতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। ‘অরেঞ্জ আর্মি’র হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন আফগান লেগস্পিনার। ২০১৭ থেকে ২০২১-মোট পাঁচ মরসুম হায়দ্রাবাদ জনতার পছন্দের ম্যাচ উইনার ছিলেন তিনি। নিয়েছিলেন ৯৩ উইকেট। গুজরাতের প্রস্তাবে রাজী হয়ে দল ছাড়েন ২০২২-এ। হার্দিক যেমন গত মরসুমে ফিরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে, তেমনই রশিদও ফিরতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদে (SRH)। প্রত্যাবর্তনের সাথে সাথে তাঁর হাতে তুলে দেওয়া হতে পারে নেতৃত্ব’ও। গত মরসুমে হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে ছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। কিন্তু তাঁর প্রাইস ট্যাগ ছিলো ২০.৫০ কোটি। এত অর্থ দিয়ে অজি পেসারকে রাখতে রাজী নন কাব্য মারানরা। রিলিজ দেওয়া হতে পারে তাঁকে। সেক্ষেত্রে আদর্শ বিকল্প হবেন রশিদ।

Also Read: IPL 2025: হচ্ছে না মেগা অকশন, IPL-এর খোলনলচে বদলে ফেলার ভাবনা BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *