IPL 2025: ২০২২ সালে আইপিএলে (IPL) প্রথমবার অংশ নিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। প্রথম মরসুমেই খেতাব জিতে সকলকে চমকে দিয়েছিলো তারা। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারদের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেট উপহার দিয়েছিলো তারা। ২০২৩ মরসুমেও গুজরাতকে দেখা গিয়েছিলো দুর্দান্ত ফর্মে। সবার প্রথম প্লে-অফে পা রেখেছিলো তারা। পৌঁছেছিলো ফাইনালেও। পরপর দু’বার ট্রফি জেতার স্বপ্ন অবশ্য পূরণ হয় নি। ম্যাচের শেষ বলে চার মেরে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দেন রবীন্দ্রে জাদেজা। টানা দুই বছর যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স হওয়ার পর ২০২৪ থেকে কঠিন সময়ের সম্মুখীন টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, সূত্রের খবর আগামী আইপিএলের আগে রশিদ খানকেও (Rashid Khan) খোয়াতে পারে গুজরাত।
Read More: TOP 3: টিম ইন্ডিয়ার তিন ভিলেন, যাঁদের ব্যর্থতায় হাতছাড়া হলো বেঙ্গালুরু টেস্ট !!
গুজরাত ছেড়ে মুম্বই পাড়ি দিচ্ছেন রশিদ ?
২০১৭ সাল থেকে আইপিএল (IPL) খেলছেন আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan)। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে অভিষেক হয় তাঁর। পাঁচ মরসুম ‘অরেঞ্জ আর্মি’র সদস্য ছিলেন তিনি। ৭৬টি ম্যাচ খেলেছেন হায়দ্রাবাদের হয়ে। নিয়েছেন ৯৩ উইকেট। রশিদ দলবদল করেন ২০২২ মরসুমের আগে। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে যোগ দেন তিনি। সেখানে তিনটি সফল মরসুম কাটিয়েছেন রশিদ (Rashid Khan)। ২০২২-এ জিতেছেন ট্রফি। প্রথম দুই বছর সহ-অধিনায়ক’ও ছিলেন। এমনকি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে নেতৃত্ব দিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সূত্রের খবর ২০২৫ মরসুমের আগেই ভাঙছে গুজরাত-রশিদ সম্পর্ক। মেগা অকশনের আগে আরও একবার দলবদলের বাজারে নাম লেখাতে পারেন রশিদ খান।
মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফ্র্যাঞ্চাইজির সাথে নাকি আলোচনা সেরেছেন রশিদ (Rashid Khan)। মুকেশ আম্বানির দল তাঁকে অনুরোধ করেছে গুজরাত টাইটান্স থেকে রিলিজ চেয়ে নিয়ে নিলামে নাম লেখাতে। আফগান তারকার পিছনে ২০ কোটি টাকা অবধি খরচ করতে তারা যে রাজী তাও জানিয়ে দিয়েছে মুম্বই। গুজরাত (GT) তাঁকে সম্ভবত প্রথম রিটেনশন স্লট দেবে না। পাঁচটি রিটেনশন ব্যবহারের সম্ভাবনাও খুবই ক্ষীণ। সেক্ষেত্রে ১৪ বা ১১ কোটি টাকার চুক্তি পেতে পারেন রশিদ (Rashid Khan)। মুম্বইয়ের ২০ কোটি টাকার প্রস্তাব তাই গ্রহণ করতেই পারেন তিনি। এম আই ফ্র্যাঞ্চাইজির তিন দল (এম আই নিউ ইয়র্ক, কেপ টাউন ও এমিরেটস)-এর হয়ে ইতিমধ্যেই খেলেন তিনি। দলমালিকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক’ও তাঁর দলবদলের অন্যতম কারণ হতে পারে বলে খবর।
রিটেনশন তালিকা প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্সের-
রশিদ নিয়ে জল্পনার মাঝেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চার বছর সাফল্য আসে নি। ২০২৫-এ ট্রফি খরা কাটাতে মরিয়া তারা। ২৯ সেপ্টেম্বর বোর্ডের তরফে আইপিএলের (IPL) রিটেনশন সংক্রান্ত তথ্য প্রকাশের কিছুদিনের মধ্যেই পাঁচ বারের চ্যাম্পিয়নরা ঠিক করে নিয়েছে কাদের ধরে রাখতে চায় তারা। গত মরসুমে মুম্বই টিম ম্যানেজমেন্টের সাথে রোহিত শর্মা’র (Rohit Sharma) মনোমালিন্য চোখে পড়েছিলো। সূত্রের খবর যে মিটেছে সেই দূরত্ব। রোহিতকে রিটেন করছেন আম্বানিরা। সাথে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya) ধরে রাখা হচ্ছে। পেস তারকা জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah) থাকছেন রিটেনশন তালিকায়। এছাড়া মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্যও একটি রিটেনশন স্লট ব্যবহার করতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজি।