IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়, বিপুল অঙ্কের প্রস্তাব আম্বানিদের !! 1

IPL 2025: ২০২১ সালে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিন বছরের মেয়াদকালে অনেক চড়াই-উতরাই প্রত্যক্ষ করেছেন তিনি। ২০২২-এর এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ব্যর্থতা জোর ধাক্কা দিয়েছিলো তাঁকে। এরপর ২০২৩-এর বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের মত প্রতিযোগিতায় তীরে এসে তরী ডোবে দ্রাবিড়ের দলের। হাল ছাড়েন নি তিনি। লড়ে গিয়েছেন শেষ অবধি। অবশেষে ধৈর্য্যের পুরষ্কার পেলেন ‘দ্য ওয়াল’। ২৯ জুন টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতলো টিম ইন্ডিয়া। দেশকে সাফল্য এনে দেওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। আপাতত ‘মুক্ত’ তিনি। আর আন্তর্জাতিক আঙিনায় নয়, বরং ফিরছেন আইপিএলে (IPL), এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

Read More: IPL 2025: গুজরাট নয় বরং SRH’এ সামিল হচ্ছেন যুবরাজ সিং, নিচ্ছেন মোটা অঙ্কের টাকা !!

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন দ্রাবিড়?

Rahul Dravid | IPL | Image: Getty Images
Rahul Dravid | Image: Getty Images

২০২০ সালে শেষবার আইপিএল (IPL) ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর চার বছর খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ২০২২ ও ২০২৪-এ লীগ তালিকায় সবার নীচে জায়গা হয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ব্যর্থতার ধারাবাহিক চিত্র বদল আনতে এবার মরিয়া ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের সন্ধানে প্রথমেই রদবদল আনা হতে পারে কোচের পদে। বর্তমানে মুম্বইয়ের দায়িত্বে রয়েছেন মার্ক বাউচার (Mark Boucher)। বিশেষ সাফল্য এনে দিতে পারেন নি তিনি। এছাড়াও গত মরসুম শুরুর আগে তাঁর বেশ কিছু বেফাঁস মন্তব্য সাজঘরে ফাটল ধরিয়েছিলো বলেও খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। সেই কারণেই সরিয়ে দেওয়া হতে পারে প্রাক্তন প্রোটিয়া তারকাকে। জোর গুঞ্জন যে বদলি হিসেবে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিশানা করছে মুম্বই ইন্ডিয়ান্স। সূত্র মারফৎ জানা গিয়েছে যে ইতিমধ্যেই প্রস্তাব চলে গিয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ‘হেড স্যর’-এর কাছে।

রাজস্থান ও দিল্লীতে কোচিং করেছেন দ্রাবিড়-

Rahul Dravid | IPL | Image: Getty Images
Rahul Dravid | Image: Getty Images

এর আগেও আইপিএলে (IPL) কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগেই প্রথমবার প্রশিক্ষকের হটসিটে বসেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে তিনি দায়িত্ব নেন ২০১৪ মরসুমে। সেই বছর ভালো লড়াই করেও প্লে-অফে পৌঁছতে পারে নি রয়্যালস (RR) শিবির। থামতে হয়েছিলো পঞ্চম স্থানে। ২০১৫ মরসুমে অবশ্য শেষ চারে জায়গা করে নিয়েছিলো দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। এলিমিনেটরে বেঙ্গালুরুর বিপক্ষে হেরে ছিটকে যেতে হয়েছিলো তাদের। দিল্লীর (DC) মেন্টর হিসেবেও ২০১৬ ও ২০১৭তে কাজ করেছেন তিনি। যদিও উল্লেখযোগ্য সাফল্য পান নি। স্বার্থের সংঘাতের কারণে এরপর সরে দাঁড়ান তিনি। আট মরসুম পরে তিনি ফিরতে পারেন আইপিএলে (IPL)।

দলের খোলনলচে বদলে ফেলবে মুম্বই ফ্র্যাঞ্চাইজি-

Mumbai Indians | IPL | Image: Getty Images
Mumbai Indians | Image: Getty Images

আইপিএল (IPL) শুরু হয়েছে ২০০৮ সালে। প্রথম পাঁচ মরসুম ট্রফি শূন্য ছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। কিন্তু এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় তারা। ২০১৩ থেকে ২০২০-র মধ্যে জিতে নেয় পাঁচটি খেতাব। কিন্ত তারপর আবার অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। আলোয় ফিরতে ২০২৫-এর মেগা অকশনে দলের খোলনলচে বদলে ফেলার কথা ভাবতে পারেন কর্মকর্তারা। দলে প্রচুর রদবদল আশা করছেন বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে রোহিত শর্মা’র (Rohit Sharma) মত তারকাকেও বাদ দিতে পারেন আম্বানিরা। তাঁর গন্তব্য হতে পারে দিল্লী ক্যাপিটালস। এছাড়াও দল ছাড়তে পারেন পেস অস্ত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ব্যাটিং তারকা সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। তিন মহাতারকাকে ছাড়াই হার্দিক পান্ডিয়াকে কেন্দ্রে রেখে দল সাজাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

Also Read: IND vs SL: রাতারাতি কপাল খুললো ঋতুরাজের, কোচ গম্ভীরের ডাকে উড়ে যাচ্ছেন শ্রীলঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *