ipl-2025-pbks-wants-to-rope-in-rohit

IPL 2025: ২০১১ সালে ডেকান চার্জার্স (DC) ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে (MI) যোগ দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০১৩ সালে মরসুমের মাঝামাঝি সময় রিকি পন্টিং সরে দাঁড়ানোয় অধিনায়কত্বের দায়িত্ব পান তিনি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০-পাঁচ বার রোহিতের হাত ধরে আইপিএল (IPL) জিতেছে মুম্বই।  সফলতম অধিনায়কের তালিকায় মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) সাথে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন রোহিত’ও। সুখের সংসারে ফাটলের গুঞ্জন শোনা যায় গত বছরের ডিসেম্বর মাসে। আচমকাই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নতুন অধিনায়ক করে দেন দলমালিক আম্বানিরা। ফ্র্যাঞ্চাইজির আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন রোহিত। তখন থেকেই চলছে দল ছাড়ার গুঞ্জন। ২০২৫ আইপিএলের মেগা অকশনের আগে রোহিতের আইপিএল (IPL) ভবিষ্যৎ আবার আতসকাঁচের নীচে।

Read More: হার্দিকের জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন নাতাশা, চমকে দেওয়ার মত তথ্য এলো প্রকাশ্যে !!

রোহিতকে পেতে আগ্রহী পাঞ্জাব কিংস-

Rohit Sharma and Mark Boucher | IPL | Image: Getty Images
Rohit Sharma and Mark Boucher | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও রোহিত শর্মা’র (Rohit Sharma) সম্পর্কের সমীকরণ এই মুহূর্তে ঠিক কি তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। তবে যদি মুম্বই ইন্ডিয়ান্স (MI) মেগা নিলামের আগে রোহিত’কে ছেড়ে দেয় তাহলে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস (PBKS)। ২০২৪ আইপিএলের আগে যখন নেতৃত্ব হারিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রতি অসন্তুষ্ট ছিলেন হিটম্যান, তখনও তাঁর ব্যপারে খোঁজখবর করেছিলো প্রীতি জিন্টার (Preity Zinta) দল। কিন্তু শেষমেশ দল ছাড়েন নি রোহিত। প্রীতি জিন্টাও সেই সময় বিষয়টি উড়িয়ে দেন। ২০২৫-এ ফের একবার আগ্রহ দেখাতে পারে তারা। পাঞ্জাব কিংস দলের হেড অফ ক্রিকেট ডেভলপমেন্ট সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) সম্প্রতি একটি পডকাস্ট শো’তে দিয়েছেন তেমনই ইঙ্গিত। সম্প্রতি অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। তাঁর পরিবর্ত হিসেবে পাঞ্জাবের অধিনায়ক হতে পারেন রোহিত, ধারণা ক্রিকেটমহলের।

বাঙ্গার প্রশ্নের উত্তরে জানান, “পুরোটাই নির্ভর করবে আমাদের হাতে যথেষ্ট অর্থ রয়েছে কিনা তার উপর। আমি নিশ্চিত রোহিত অকশনে এলে বিরাট মূল্য পাবে।” এখনও পর্যন্ত রিলিজ বা রিটেনশন তালিকা প্রকাশ করার কোনো রকম দিনক্ষণ ঘোষণা করে নি বিসিসিআই। প্রকাশ করা হয় নি কোনো গাইডলাইন’ও। কিন্তু আগেভাগেই নিজেদের তালিকা সম্পর্কে বড় তথ্য সামনে এনেছে পাঞ্জাব কিংস। তাদের ট্যুইটার হেডার থেকে বিশেষজ্ঞদের ধারণা, আশুতোষ শর্মা, আর্শদীপ সিং (Arshdeep Singh), কাগিসো রাবাডা, স্যাম কারান ও হর্ষল প্যাটেলকে কেবল ধরে রেখেছে তারা। ছেড়ে দিয়েছে বাকি সকলকে। লিয়াম লিভিংস্টোন, রাইলি রুশোর মত তারকাও রয়েছেন সেই তালিকায়। একঝাঁক ক্রিকেটারকে রিলিজ করার ফলে যে অর্থ হাতে এসেছে ফ্র্যাঞ্চাইজি’র, তার বেশ খানিকটা তারা খরচ করতে পারে রোহিতের জন্য।

এখনই থামতে চান না রোহিত-

Rohit Sharma and Mark | Image: Getty Images
Rohit Sharma and Mark Boucher | Image: Getty Images

এই মুহূর্তে রোহিত শর্মা’র (Rohit Sharma) বয়স প্রায় ৩৮ বছর। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও টেস্ট ও ওডিআই-এর পাশাপাশি আইপিএল (IPL) যে খেলবেন তা জানিয়েছেন হিটম্যান। কিন্তু তা ঠিক কতদিন, তা নিশ্চিত করেন নি তিনি। কেরিয়ারের মেয়াদকাল সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও রোহিত আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন যে এখনই বাইশ গজকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তাঁর অন্তত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি যে পাঁচটা আইপিএল ট্রফি জিতেছি, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আমি মোটেই থামতে চাই না। একবার যখন ম্যাচ জেতার, ট্রফি জেতার স্বাদ আপনি পান, আপনি কখনোই তার পর থামতে চাইবেন না, একটা দল হিসেবে সাফল্যের সন্ধানে এগিয়ে চলতে চাইবেন। আরও আরও সাফল্য পাওয়ার উদ্দেশ্যে আমরা এগিয়ে যেতে চাইবো।” ঐ সাক্ষাৎকারে টি-২০ বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়কদেরও ধন্যবাদ দেন তিনি।

Also Read: IPL 2025: ট্রফি জিততে মরিয়া RCB, বিরাট কোহলির শিষ্যকে দেওয়া হচ্ছে দলের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *