ipl-2025-pbks-vs-rcb-toss-report

IPL 2025: গত শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাটদের ঘরের মাঠে তাঁদের এক লজ্জার হার উপহার দিয়েছেন শ্রেয়স আইয়াররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে সেদিন আরসিবি থেমেছিলো ৯৫ রানে। জবাবে মাত্র ৫ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো পাঞ্জাব। সেই অবিশ্বাস্য ম্যাচের ঠিক দুই দিন পরেও ফের সম্মুখসমরে দুই শিবির। এবার শুধু বদলে গিয়েছে ভেন্যু। রণাঙ্গন হিসেবে প্রস্তুত পাঞ্জাব কিংসের হোমগ্রাউন্ড মুল্লানপুর। বদলা নিতে পারবে বেঙ্গালুরু? নাকি ফের একবার বাজিমাত করবে পাঞ্জাব? এই প্রশ্নেরই এখন উত্তরের খোঁজে ক্রিকেটজনতা। চলতি মরসুমে অ্যাওয়ে ম্যাচে এখনও হারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স। যা ভরসা যোগাচ্ছে তাদের। অন্যদিকে পাঞ্জাবকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের ফর্ম। আজ জিতলে ১২ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে পা রাখবে তারা।

Read More: IPL 2025: বল টেম্পারিংয়ে ফাঁসলেন লখনৌয়ের এই খেলোয়াড়, আইপিএল থেকে হতে পারে ব্যান !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ৩৭

তারিখ- ২০/০৪/২০২৫

ভেন্যু- মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

MYSICS Pitch Report (পিচ রিপোর্ট)-

Maharaja Yadavindra Singh International Cricket Stadium | Image: Twitter
Maharaja Yadavindra Singh International Cricket Stadium | Image: Twitter

আজ মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুল্লানপুরের মাঠে চলতি আইপিএলে যে কয়টি ম্যাচ আয়োজিত হয়েছে তার মধ্যে অধিকাংশতেই বড় রান উঠতে দেখা গিয়েছে। ব্যতিক্রম কেবল পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচটি। দুই ইনিংস মিলিয়ে ২৫০’ও ওঠে নি সেই খেলাটিতে। আজ বাইশ গজের চরিত্র কেমন থাকে সেদিকে তাই নজর থাকবে ক্রিকেটজনতার। পরিসংখ্যান বলছে যে এই মাঠে এখনও অবধি আয়োজিত হয়েছে আইপিএলের ৮টি ম্যাচ। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে ৫ বার। বাকি ৩টি ম্যাচে জিতেছে রান তাড়া করতে নামা দল। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭২।

Mullanpur Weather Forecast (আবহাওয়ার পরিসংখ্যান)-

Mullanpur Weather Forecast | Image: Twitter
Mullanpur Weather Forecast | Image: Twitter

দিনদুয়েক আগে চিন্নাস্বামীতে বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ম্যাচে বাধা সৃষ্টি করেছিলো বৃষ্টি। আজ পালটা যুদ্ধে যদিও আবহাওয়া অন্তরায় হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৯ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন হাওয়া বইতে পারে ২১ কিলমিটার প্রতি ঘন্টা গতিবেগে।

PBKS vs RCB হেড টু হেড পরিসংখ্যান-

PBKS vs RCB | IPL | Image: Getty Images
PBKS vs RCB | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ সংখ্যা- ৩৪
  • পাঞ্জাবের জয়- ১৮
  • বেঙ্গালুরুর জয়- ১৬
  • শেষ সাক্ষাতে ফলাফল- পাঞ্জাব ৫ উইকেটে জয়ী

দুই অধিনায়কের মন্তব্য-

Shreyas Iyer and Rajat Patidar | IPL | Image: Twitter
Shreyas Iyer and Rajat Patidar | IPL | Image: Twitter

শ্রেয়স আইয়ার-

আমরাও বোলিং-ই করতে চেয়েছিলাম। দিনের শেষে সবসময়ই আপনাকে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হয়। নিজেদের কিছুটা সময় দিতেই হবে। বল কি আচরণ করছে তা দেখতে হবে। দুপুরবেলা এই প্রথম ম্যাচ খেলছি আমরা। আশা করছি স্কোরবোর্ডে বড় রান তুলতে পারবো। এই মাঠে যে সমর্থন আমরা পেয়েছি, বিশেষ করে গত ম্যাচে, তা অসাধারণ। দল অপরিবর্ততই থাকছে।

রজত পাটিদার-

আমরা প্রথম বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। খুব একটা বদলাবে না। পরে ব্যাট করলে পিচ সম্পর্কে একটা ধারণা থাকবে আমাদের। কোনো ভেন্যুর দিকে আলাদা করে তাকিয়ে নেই আমরা। কেবল ভালো ক্রিকেট খেলতে চাই। রোমারিও (শেপার্ড) আজ খেলছে লিভি’র (লিয়াম লিভিংস্টোন) বদলে।

দুই দলের প্রথম একাদশ-

RCB vs PBKS | IPL | Image: Getty Images
RCB vs PBKS | IPL | Image: Getty Images

পাঞ্জাব কিংস (PBKS)-

প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন, জেভিয়ার বার্টলেট, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।

ইমপ্যাক্ট প্লেয়ার- হরপ্রীত ব্রার, প্রবীন দুবে, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয়কুমার বৈশাখ, সূর্যাংশ শেগড়ে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), রোমারিও শেপার্ড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুয়শ শর্মা, যশ দয়াল।

ইমপ্যাক্ট প্লেয়ার- স্বপ্নীল সিং, জেকব বেথেল,  মনোজ ভাণ্ডাগে, দেবদত্ত পাডিক্কাল, রসিক দার সালাম।

PBKS vs RCB, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং বেছে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Also Read: IPL 2025 PBKS vs RCB Match Preview: চন্ডিগড়ে বদলা নেওয়ার ম্যাচে বাধা বৃষ্টি, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *