ipl-2025-pbks-failure-causes-stir-at-x

IPL 2025: ঘরের মাঠে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছিলো পাঞ্জাব কিংস (PBKS)। কিন্তু তা সত্ত্বেও কার্যত মুখ থুবড়েই পড়লো প্রীতি জিন্টার দল। টসে জিতে আজ প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রজত পাটিদার। তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিলো তা আজ প্রমাণ করে দিলেন জশ হ্যাজেলউড, সুয়শ শর্মা, ভুবনেশ্বর কুমাররা। পাঞ্জাব’কে তাঁরা রুখে দেন মাত্র ১০১ রানেই। ধসের শুরুটা হয়েছিলো দ্বিতীয় ওভারেই। আউট হন প্রিয়াংশ আর্য। এরপর সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার প্রভসিমরণ সিং-ও (Prabhsimran Singh)। ব্যর্থতা এড়াতে পারেন নি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারও। হ্যাজেলউডের (Josh Hazlewood) পাতা ফাঁদে পা দিয়ে যখন সাজঘরে ফেরেন, তখন তাঁর নামের পাশে মাত্র ২ রান। আজকের চ্যালেঞ্জ যে পাঞ্জাবের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে তার আভাস মিলেছিলো তখনই।

Read More: তাসের ঘরের মতন ভেঙে পড়লো পাঞ্জাবের ব্যাটিং, মেগা ফাইনালে পৌঁছাতে আরসিবির টার্গেট ১০২ !!

রুখে দাঁড়াতে পারে নি মিডল অর্ডার’ও। যশ দয়ালের বল আছড়ে পড়ে নেহাল ওয়াধেরার স্টাম্পে। পাঞ্জাবের বাম হাতি ব্যাটার উইকেট হারান মাত্র ৮ রান করে। অতীতে বহু ম্যাচে ‘কিংস’দের ক্রাইসিস ম্যান হয়ে উঠতে দেখা গিয়েছে শশাঙ্ক সিং-কে। আজ ভরাডুবি রুখতে ব্যর্থ তিনিও। সুয়শ শর্মা’র ঘূর্ণিতে বোল্ড হন তিনি। মাত্র ৩ রান আজ তাঁর সংগ্রহে। বাধ্য হয়েই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুশির খান’কে নামিয়ে দিয়েছিলেন কোচ রিকি পন্টিং। কিন্তু খাতাই খোলার সুযোগ পান নি মুম্বইয়ের তরুণ ক্রিকেটার। তাঁকেও আউট করেন সুয়শ শর্মা। ধুঁকতে থাকা পাঞ্জাবকে লড়াইতে ফেরানোর খানিক চেষ্টা করলেন দুই বিদেশী অলরাউন্ডার-মার্কাস স্টয়নিস ও আজমাতুল্লাহ ওমরজাই। অস্ট্রেলীয় তারকা করেন ২৬। আফগান ক্রিকেটার আউট হলেন ১৮ রান করে। মূলত তাদের দু’জনের জন্যই ১০০ রানের গণ্ডী পেরোলো পাঞ্জাব কিংস।

হতশ্রী ব্যাটিং পারফর্ম্যান্স নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। ‘এই নাকি পয়লা নম্বর দল?’ কটাক্ষের তীর ছুঁড়েছেন কেউ কেউ। ‘দশ বছর পর প্লে-অফে গিয়েছে। এবার সেখান থেকেই ছিটকে যাবে,’ মন্তব্য আরেকজনের। ‘ফাইনালের স্বপ্নটা যে অলীক ছিলো তা স্পষ্ট হয়েছে আজ,’ হতাশা প্রকাশ করেছেন পাঞ্জাব সমর্থকেরাও। বোলিং বিভাগকে প্রশংসায় ভরিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স অনুরাগীবৃন্দ। ‘চোট সারিয়ে ফিরেও একই রকম কার্যকরী হ্যাজেলউড। অনবদ্য পারফর্ম্যান্স,’ মন্তব্য একজনের। অন্য এক নেটিজেন লিখেছেন, “সুয়শ শর্মাই আজ তারকা। একাই ম্যাচে মোড় ঘোরালো ৩ উইকেট নিয়ে। হ্যাজেলউড বা ভুবনেশ্বরদের জন্যও কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’ এই মুহূর্তে বেঙ্গালুরু যে এগিয়ে তা মানতে দ্বিধা নেই কারও। তবে আগেও ‘লো স্কোর’ রক্ষা করেছে পাঞ্জাব, যা স্বপ্ন দেখাচ্ছে ‘কিংস’দের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “ভুল জায়গায় পাঙ্গা নিয়েছে…” ২ রানেই সাজঘরে শ্রেয়স আইয়ার, কটাক্ষে ভরালেন বেঙ্গালুরু সমর্থকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *