IPL 2025: খবরের শিরোনামে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। যে আট দলকে নিয়ে পথচলা শুরু হয়েছিলো আইপিএলের (IPL), তাদের মধ্যে তিনটি দলের ক্যাবিনেট এখনও শূন্য। পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে সেই তালিকায় রয়েছে দিল্লী’ও। ইতিমধ্যে একবার নাম বদলেছে তারা। দিল্লী ডেয়ারডেভিলস থেকে হয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। জার্সির রং বদলে হয়েছে লাল-কালো থেকে নীল-লাল। এমনকি দুই বার বদলেছে লোগো’ও। কিন্তু কিছুতেই আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। একমাত্র দল হিসেবে পয়েন্ট তালিকায় সবক’টি পজিশনে লীগ পর্ব শেষ করার নজির রয়েছে দিল্লী ফ্র্যাঞ্চাইজির। বীরেন্দ্র শেহবাগ থেকে ডেভিড ওয়ার্নার-তারকার সমারোহ দেখা গিয়েছে স্কোয়াডে। কিন্তু একবার ফাইনালে পৌঁছানো ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্যই নেই তাদের।
২০১৮ সাল থেকে দিল্লীর ডাগ-আউটে কোচ হিসেবে ছিলেন কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting)। সাত বছর সুযোগ পেয়েও বিশ্বজয়ী তারকা দিল্লীকে আইপিএল (IPL) ট্রফি দিতে পারেন নি। তাঁর কোচিং-এ পাঁচ বার দল প্লে-অফের যোগ্যতাটুকুও অর্জন করতে সক্ষম হয় নি। ২০২৪-এর ব্যর্থতার পর অবশেষে ধৈর্য্যের বাঁধ ভেঙেছে কর্তাদের। নতুন মরসুমের মেগা অকশনের পরিকল্পনা শুরুর আগেই সরিয়ে দেওয়া হয়েছে পন্টিং-কে। ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাংলা সংবাদপত্র আজকাল’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিজে কোচিং করাতে চান দলকে। ভালো ‘ম্যান ম্যানেজার’ হিসেবে সর্বজনবিদিত সৌরভের হাত ধরে দল আদৌ সামনে এগোতে পারে কিনা সেদিকেই নজর সকলের। তবে সৌরভের দলে অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ (Rishabh Pant) থাকবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।
Read More: গম্ভীরের জামানায় কপাল পুরলো হার্দিক পান্ডিয়ার, বিশ্বকাপের হিরোর হাতে উঠছে T20 দলের অধিনায়িকত্ব !!
চেন্নাই হতে পারে পন্থের পরবর্তী গন্তব্য-
২০১৬ সালে আইপিএল (IPL) কেরিয়ার শুরু হয় ঋষভ পন্থের (Rishabh Pant)। প্রথম থেকেই দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত তাদের হয়ে খেলেছেন ১১১টি ম্যাচ। ৩৫.৩১ গড়ে তিনি করেছেন ৩২৮৪ রান। স্ট্রাইক রেট ১৪৯-এর কাছাকাছি। রয়েছে ১৮টি অর্ধশতক ও ১টি শতরান। ২০২১ সালে শ্রেয়স আইয়ার দিল্লী ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) নাম লেখালে অধিনায়কত্বও তুলে দেওয়া হয় ঋষভের হাতেও। বেঙ্গালুরু বা মুম্বই ফ্র্যাঞ্চাইজির সাথে যেমন বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার নাম জড়িয়ে রয়েছে, তেমনই গত নয় মরসুমে দিল্লীরও ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২৩ মরসুম সড়ক দুর্ঘটনার কারণে খেলতে পারেন নি তিনি। তার পাশে থেকেছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এ তৈরি করে দিয়েছে কামব্যাকের মঞ্চ। এমনকি ফিরিয়ে দিয়েছে অধিনায়কত্ব’ও।
তবে ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে পন্থ-দিল্লী সুসম্পর্কের দিন নাকি এখন অতীত। নতুন পথে আইপিএল কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন উইকেটরক্ষক-ব্যাটার। ২০২৫ আইপিএলের (IPL) মেগা অকশনের আগেই তিনি ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করতে পারেন তাঁকে রিলিজ করে দেওয়ার জন্য। ট্রফি খরা কাটাতে দলে ব্যাপক রদবদলের কথা ভাবছে দিল্লী শিবির’ও। তাঁকে হয়ত রিলিজ দিয়ে দেওয়াও হতে পারে। কোন দলে নাম লেখাতে পারেন ঋষভ (Rishabh Pant)? শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে চেন্নাই সুপার কিংস হতে পারে তাঁর পরবর্তী গন্তব্য। বছর ৪৩-এর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আদৌ ২০২৫-এর আইপিএল (IPL) খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। যদি তিনি সরে দাঁড়ান, তাহলে একজন তারকা উইকেটরক্ষক-ব্যাটার একান্ত প্রয়োজন হবে চেন্নাইয়ের। শূন্যস্থান পূরণে আদর্শ হতে পারেন ঋষভ।