IPL 2025: চলতি মরসুমে এখনও অবধি সেরা ছন্দে পাওয়া যায় নি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। ছয় ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র দুটিতে। কিন্তু গত রবিবার দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের পারফর্ম্যান্স স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। প্রতিপক্ষের মাঠে গিয়ে তাদের অপরাজিত তকমা কেড়ে নিয়েছেন হার্দিকেরা। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও ঘরের মাঠে বাজিমাত করতে মুখিয়ে থাকবেন রায়ান রিকলটন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব’রা। বল হাতে জসপ্রীত বুমরাহ ফর্মে ফিরতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। মুম্বইকে পালটা জবাব দিতে তৈরি হায়দ্রাবাদ’ও (SRH)। গত বারের রানার্স-আপ’রাও এই আইপিএলে (IPL) ৬টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। কিন্তু দিনকয়েক আগে উপ্পলে পাঞ্জাবের বিরুদ্ধে অনায়াসে ২৪৬ তাড়া করে ‘অরেঞ্জ আর্মি’ বুঝিয়েছে যে সাফল্যের জন্য পর্যাপ্ত বারুদ মজুত রয়েছে তাদের ভাঁড়ারে। আজ ওয়াংখেড়েতেও ব্যাটিং’ই ‘তুরুপের তাস’ তাদের।
Read More: IPL 2025 MI vs SRH Preview: আত্মবিশ্বাসী মুম্বইয়ের বিরুদ্ধে কি হবে হায়দ্রাবাদের জবাব? জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ৩৩
তারিখ- ১৭/০৪/২০২৫
ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
সময়- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

‘আইকনিক’ ওয়াংখেড়েতে আজ সম্মুখসমরে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (MI vs SRH)। সাধারণত এখানে লাল মাটির পিচে ইনিংসের শুরুতে খানিক সাহায্য পান পেসাররা। কিন্তু ম্যাচ যতই এগোয় ততই ব্যাটিং সহায়ক হয়ে পড়ে বাইশ গজ। অতিরিক্ত বাউন্স থাকায় বল সহজে ব্যাটে আসে। শট খেলতে সুবিধা হয় ব্যাটারদের। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ডকে কাজে লাগিয়ে লাগাতার চার-ছক্কাও হাঁকাতে পারেন তাঁরা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭০। আজ মুম্বই বনাম হায়দ্রাবাদ ম্যাচেও বড় স্কোরের প্রত্যাশা রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও অবধি আইপিএলের (IPL) ১১৮টি ম্যাচ আয়োজিত হয়েছে মুম্বইতে। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৫৫টিতে। রান তাড়া করতে নামা দল জিতেছে বাকি ৬৩টি ম্যাচ।
Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মুম্বইতে আজ হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি ‘অরেঞ্জ আর্মি।’ আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বাণিজ্যনগরীতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রীর কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রীর কাছাকাছি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬৮ শতাংশ। যা অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ওয়াংখেড়েতে ম্যাচ চলাকালীন বাতাসের গতিবেগ হতে পারে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
MI vs SRH হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ২৩
- মুম্বইয়ের জয়- ১৩
- হায়দ্রাবাদের জয়- ১০
- শেষ সাক্ষাতে ফলাফল- মুম্বই ৭ উইকেটে জয়ী
টসের পর দুই অধিনায়কের বক্তব্য-

হার্দিক পান্ডিয়া-
আমরা প্রথমে বোলিং করবো। সিদ্ধান্তের পিছনে শিশিরের বড় ভূমিকা রয়েছে। আমরা গতকাল এখানে অনুশীলনের সময়ে শিশির দেখেছি আর ওয়াংখেড়েতে সবসময়ই পরে ব্যাটিং করলে বাড়তি সুবিধা পাওয়া যায়। দল একই থাকছে। সবাই জানত যে আমাদের সর্বস্ব দিতে হবে সেটাই আমাদের কাছাকাছি নিয়ে এসেছিলো (গত ম্যাচে)। (ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে) পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দলে যতজন ব্যাটার রয়েছেন সবাইকেই সমর্থন যোগাতে চাই। ও (বুমরাহ) ঠিকই আছে। জসপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি ও ফিট না হত তাহলে এখানে থাকত না।
প্যাট কামিন্স-
(আগে ব্যাটিং করায়) কোনো সমস্যা নেই। উইকেট দেখে ভালোই লাগছে। আমাদের দল একই থাকছে। আমার মনে হয় অভি (অভিষেক শর্মা) এখনও আগের ম্যাচের হাইলাইটস দেখছে। ভালো একটা বিরতি পেয়েছি। গত দু’দিন অনুশীলন করেছি ভালো করে। পাঁচ দিন দেখতে দেখতেই কেটে যায়। আমার মনে হয় না (রিভার্স স্যুইং বড় ভূমিকা রাখছে)। কিছু কিছু ভেন্যুতে এটা সম্ভব। কারণ পিচ শুকনো থাকে। তবে যত টুর্নামেন্ট এগোবে, শিশির দেখা যাবে ততই (রিভার্স স্যুইং করানো) কঠিন হতে থাকবে।
দুই দলের প্রথম একাদশ-

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা, রবিন মিঞ্জ, করবিন বশ, অশ্বিনী কুমার, রাজ অঙ্গদ বাওয়া।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জিশান আনসারি, মহম্মদ শামি, এহসান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার- অভিনব মনোহর, রাহুল চাহার, উইয়ান মুল্ডার, জয়দেব উনাদকাট, শচীন বেবি।
MI vs SRH টস রিপোর্ট-
টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।