IPL 2025 MI vs SRH: আতসকাঁচের নীচে রোহিতের ফর্ম, হায়দ্রাবাদের বিরুদ্ধে একাদশে ভারসাম্য চাইছে মুম্বই ইন্ডিয়ান্স !! 1

IPL 2025: পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) চলতি আইপিএলে (IPL) এখনও রয়েছে পিছনের সারিতেই। ৬ ম্যাচ খেলে আপাতত তারা জিতেছে মাত্র ২টি ম্যাচ। হারতে হয়েছে ৪টিতে। প্লে-অফের পথ যে বেশ কঠিন তা মেনে নিচ্ছেন সমর্থকেরা। তবে তাঁরা আশাহত হচ্ছেন না এখনই। গত রবিবার যেভাবে দিল্লী ক্যাপিটালসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছেন হার্দিক পান্ডিয়ারা, তাতে আত্মবিশ্বাস বেড়েছে তাঁদের। আজ হায়দ্রাবাদকে হারাতে পারে লীগ তালিকায় লম্বা লাফ মারার সম্ভাবনাও থাকছে মুম্বইয়ের জন্য। ‘মাস্ট উইন’ ম্যাচে তাদের হয়ে ওপেন করতে দেখা যাবে রায়ান রিকলটনকে। প্রাথমিক ব্যর্থতার পর গত কয়েকটি ম্যাচে ভালোই খেলেছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর সাথে ইনিংসের শুরুতে নামতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। ফর্মে নেই তিনি। আজ ঘরের মাঠে ছন্দে ফেরার লড়াই তাঁর সামনে।

তিন নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। মাঝের ওভারগুলিতে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করার দায়িত্ব থাকবে ‘মিস্টার ৩৬০’র উপর। চারে থাকছেন তিলক বর্মা (Tilak Varma)। এই মুহূর্তে মুম্বই ব্যাটিং-এর সবচেয়ে ধারাবাহিক পারফর্মার তিনি। আজও তাঁর থেকে রান চাইবেন কোচ জয়বর্ধনে। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে নমন ধীর ও উইল জ্যাকসকে ব্যবহার করা হতে পারে। এরপর ‘ফিনিশার’ হিসেবে নামবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আজ তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্স হতে পারে মুম্বইয়ের এক্স-ফ্যাক্টর। হায়দ্রাবাদের বিরুদ্ধে তিন বিশেষজ্ঞ পেসারের স্ট্র্যাটেজিতে মাঠে নামতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ট্রেন্ট বোল্টের সাথে দেখা যাবে দীপক চাহারকে। থাকতে পারেন দুই স্পিনার। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের সাথে জুড়ে দেওয়া হতে পারে কর্ণ শর্মা’কে।

Read More: ছাঁটাই কোচ গম্ভীরের ডান হাত, ইংল্যান্ড সফরের আগে বড়সড় রদবদল ভারতীয় দলের অন্দরে !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ৩৩

তারিখ- ১৭/০৪/২০২৫

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | Image: Getty Images
Wankhede Stadium, Mumbai | Image: Getty Images

ওয়াংখেড়েতে আজ সম্মুখসমরে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (MI vs SRH)। আরব সাগরের তীরে অবস্থিত স্টেডিয়ামের লাল মাটির পিচে বাউন্স থাকায় বল ভালোভাবে ব্যাটে আসে। তাই সহজেই বড় শট খেলতে পারেন ব্যাটাররা। ইনিংসের শুরুতে কিছুক্ষণের জন্য ফাস্ট বোলাররা খানিক সাহায্য পেলেও ম্যাচ যতই এগোয় ততই জাঁকিয়ে বসেন ব্যাটাররা। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ড’ও চার-ছক্কা হাঁকাতে সাহায্য করে তাদের। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর তাই ১৭০। আজ মুম্বই-হায়দ্রাবাদ ম্যাচেও রানের রংমশালের প্রত্যাশায় বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ১১৮টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে ওয়াংখেড়েতে। প্রথম ব্যাটিং করা দল জিতেছে ৫৫ বার। বাকি ৬৩ বার জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। আজ টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং করতে পারেন।

MI vs SRH হেড টু হেড পরিসংখ্যান-

MI vs SRH | IPL | Image: Getty Images
MI vs SRH | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ২৩
  • মুম্বইয়ের জয়- ১৩
  • হায়দ্রাবাদের জয়- ১০
  • শেষ সাক্ষাতে ফলাফল- মুম্বই ৭ উইকেটে জয়ী

Key Players (সম্ভাব্য তারকা)-

তিলক বর্মা-

ছন্দে রয়েছেন তিলক বর্মা। গত দু’টি ম্যাচে তিনি করেছেন অর্ধশতক। দিল্লীর বিরুদ্ধে মুম্বইয়ের জয়েও বড় ভূমিকা ছিলো তাঁর। হায়দ্রাবাদের তরুণ নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে চাইবেন ধারাবাহিকতা বজায় রাখতে।

হার্দিক পান্ডিয়া-

অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ থাকবে হার্দিকের জন্য। ব্যাট হাতে সম্ভবত তাঁকে দেখা যাবে ফিনিশার হিসেবে। চলতি মরসুমে বেশ কিছু ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। আজ ওয়াংখেড়েতে আরও একবার চাইবেন ঝড় তুলতে। কেবলমাত্র ব্যাটার নয়, বোলার হিসেবেও কার্যকরী ভূমিকা নিতে পারেন হার্দিক। পাওয়ার-প্লে’র ঠিক পরে প্রতিপক্ষের রানের গতি কমানোর দায়িত্ব কাঁধে তুলে নেবেন তিনি।

জসপ্রীত বুমরাহ-

পিঠের চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত সেরা ছন্দ খুঁজে পান নি তিনি। আগের মত ধারালো লাগে নি ডান হাতি পেসারকে। আজ সানরাইজার্সের তারকাখচিত ব্যাটিং-এর বিরুদ্ধে ফর্মে ফেরার মরিয়া চেষ্টা থাকবে তাঁর। অভিষেক, হেডদের রুখতে নিজের সর্বস্ব নিঙড়ে দিতে পারেন তিনি।

সম্ভাব্য একাদশ-

Mumbai Indians | IPL | Image: Getty Images
Mumbai Indians | IPL | Image: Getty Images

ওপেনার- রায়ান রিকলটন, রোহিত শর্মা*

মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস

ফিনিশার- হার্দিক পান্ডিয়া

বোলার- মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা*

উইকেটরক্ষক- রায়ান রিকলটন

*- ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

এক নজরে MI-এর সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

রায়ান রিকলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

রায়ান রিকলটন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা/কর্ণ শর্মা, রবিন মিঞ্জ, করবিন বশ, ভিগনেশ পুথুর, রাজ অঙ্গদ বাওয়া।

Also Read: IPL 2025 MI vs SRH Preview: আত্মবিশ্বাসী মুম্বইয়ের বিরুদ্ধে কি হবে হায়দ্রাবাদের জবাব? জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *