IPL 2025: গত ৩১ জুলাই আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে এক বৈঠকে অংশ নিয়েছিলেন বিসিসিআই প্রতিনিধিরা। সেখানেই স্পষ্ট করা হয়েছিলো যে মিনি নয়, টুর্নামেন্টের অষ্টাদশতম মরসুমের আগে হতে চলেছে মেগা নিলাম। রিলিজ-রিটেনশন ও নিলামের নিয়মকানুন কি হবে তা নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। যদিও তখনই কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় নি বোর্ডের তরফে। এর প্রায় দুই মাস পর, ২৯ শে সেপ্টেম্বর শেষমেশ নিলাম সংক্রান্ত নিয়মবিধি সামনে আনে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। একইসাথে প্রকাশিত হয় রিটেনশনের ‘গাইডলাইন’ও। ২০২২-এর মেগা নিলামের আগে চারজন’কে ‘রিটেন’ করার সুযোগ দেওয়া হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিদের। সেই সংখ্যাটা এবার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ-এ। থাকছে একটি আরটিএম বা রাইট টু ম্যাচ ব্যবহারের সুবিধা’ও।
Read More: ভারতীয় ভক্তদের জন্য দুঃসংবাদ, চোট পেয়ে ছিটকে গেলেন ঋষভ পন্থ !!
রোহিতকে ধরে রাখছে মুম্বই ইন্ডিয়ান্স-
কোন তারকাদের ধরে রাখবে দলগুলি? কারাই বা পুরনো দল ছেড়ে নাম লেখাবেন নতুন কোনো শিবিরে? রিটেনশনের নিয়মবিধি প্রকাশিত হওয়ার পরেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটমহলে। অনেকেরই নজর রয়েছে রোহিত শর্মা’র (Rohit Sharma) দিকে। মুম্বই ইন্ডিয়ান্সে প্রায় দেড় দশক কাটিয়ে ফেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে এক দশকে জিতিয়েছেন পাঁচটি আইপিএল (IPL) ট্রফি। তা সত্ত্বেও ২০২৪ মরসুমে দুই পক্ষের সম্পর্কে খানিক ফাটলের ইঙ্গিত চোখে পড়েছিলো। যেভাবে হঠাৎ তাঁর হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে সঁপে দেওয়া হয় তা ভালো চোখে দেখেন নি রোহিত, খবর মিলেছিলো সংবাদমাধ্যম সূত্রে। গোটা ড্রেসিংরুম নাকি রোহিত ও হার্দিককে সামনে রেখে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিলো। অন্তর্দ্বন্দ্বের প্রভাব পড়েছিলো খেলায়। দশম স্থানে শেষ করে মুম্বই।
গতবারের সমস্যা মিটিয়ে রোহিত কি থেকে যাবেন মুম্বইতে নাকি নিলামে নাম লিখিয়ে নতুন কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন আইপিএলের (IPL) সফলতম অধিনায়ক? প্রশ্নের উত্তরের সন্ধানে ছিলেন সকলে। কানাঘুষো শোনা গিয়েছিলো যে পাঞ্জাব কিংস, দিল্লী ক্যাপিটালসের (DC) মত ফ্র্যাঞ্চাইজি আগ্রহ’ও প্রকাশ করেছে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যপারে। কিন্তু সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টস জানাচ্ছে যে কোনো মূল্যেই তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে রাজী নয় মুম্বই ইন্ডিয়ান্স। আগামী মরসুমের জন্য রোহিতকে (Rohit Sharma) রিটেন করার কথাই ভাবছেন মুকেশ আম্বানিরা। সব ঠিকঠাক থাকলে পুরনো দলেই থেকে যাবেন হিটম্যান। তবে নেতৃত্ব ফেরত পাচ্ছেন না তিনি। রিটেনশনের কত নম্বর স্লট তাঁকে দেওয়া হবে নিশ্চিত নয় তাও।
প্রস্তুত মুম্বইয়ের রিটেনশন তালিকা-
পাঁচটি রিটেনশন স্লট পাচ্ছে মুম্বই (MI)। সূত্রের খবর যে সব ক’টি ব্যবহার করতে রাজী নন দলমালিক আম্বানিরা। কেবল ৫ জন খেলোয়াড়ের পিছনে ৭৫ কোটি টাকা খরচ করলে নিলামে দলগঠন সমস্যার হতে পারে বলে মনে করছে থিঙ্কট্যাঙ্ক। ফলে মোট চার তারকাকে ধরে রাখার কথা ভাবতে পারে তারা। তালিকায় রোহিত শর্মা ছাড়া থাকছেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিসিসিআই প্রথম তিনটি রিটেনশন স্লটের মূল্যমান নির্ধারণ করেছে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। পরবর্তী দুটির জন্য ফের খরচ করতে হবে ১৮ ও ১৪ কোটি। গতবারের পারফর্ম্যান্স, বয়স ইত্যাদি ফ্যাক্টর বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা ১৮ কোটি পাচ্ছেন সূর্য ও বুমরাহ। ১৪ থাকছে হার্দিকের জন্য আর রোহিত পেতে পারেন ১১ কোটি। আরটিএম ব্যবহৃত হতে পারে ঈশান কিষণের জন্য।