ipl-2025-kohli-shreyas-altercation

IPL 2025: অ্যাওয়ে গ্রাউন্ডে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) দাপট অব্যাহত। আজ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে বড় জয় ছিনিয়ে নিলো তারা। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদার। ক্রুণাল-সুয়শের ঘূর্ণিতে ১৫৭তেই আটকে গিয়েছিলো স্বাগতিক দল। ৯ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। জোড়া অর্ধশতক করেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) ও বিরাট কোহলি (Virat Kohli)। গত শুক্রবার চিন্নাস্বামীতে এই পাঞ্জাবই নাস্তানাবুদ করে হারিয়েছিলো আরসিবি’কে। ৯৫তে ইনিংস থেমেছিলো তাদের। তাই দুই দিনের ব্যবধানে এই জয় যেন বেশীই স্পেশ্যাল বেঙ্গালুরু ক্রিকেটারদের কাছে। খেলা শেষে তাই স্পেশ্যাল সেলিব্রেশন’ও দেখা গেলো বিরাটের।

Read More: IPL 2025: গুজরাত ম্যাচের আগে ঘোর সঙ্কটে নাইট রাইডার্স, চোট পেয়ে অনিশ্চিত বোলিং তারকা !!

নেহাল ওয়াধেরার বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ‘ফিনিশ’ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা। নন-স্ট্রাইকার এন্ডে তখন দাঁড়িয়েছিলেন বিরাট (Virat Kohli)। বল গ্যালারিতে আছড়ে পড়তেই পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়সের দিকে ফিরে আগ্রাসী ভঙ্গিতে উদ্‌যাপন করতে দেখা যায় তাঁকে। পা দু’টিকে অনেকখানি ফাঁক করে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে ‘ফিস্ট পাম্প’ করেন বেঙ্গালুরু কিংবদন্তি। জাতীয় দলের সতীর্থের এহেন আচরণ পছন্দ হয় নি শ্রেয়সের (Shryeas Iyer)। তিনি এগিয়ে এসে আপত্তি জানান। তখনও হাসি ছিলো কোহলির (Virat Kohli) মুখে। তাঁর হাবভাব দেখে মনে হচ্ছিলো যেন সেলিব্রেশনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন প্রতিপক্ষ অধিনায়ককে। কিন্তু বিরাটের ব্যাখ্যা শুনতে মোটেই রাজী ছিলেন না শ্রেয়স। থমথমে মুখে এগিয়ে যান নিজের সতীর্থদের দিকে। যদিও মাঠ ছাড়ার আগে ‘ফিস্ট বাম্প’ করতে দেখা গিয়েছে দু’জনকে।

সেলিব্রেশন নিয়ে বিতর্ক থাকলেও বাইশ গজে ‘কোহলি ক্লাসিক’ নিয়ে অভিযোগের কোনো জায়গা নেই আজ। ওপেনিং পার্টনার ফিল সল্ট (Phil Salt) আউট হয়েছিলেন প্রথম ওভারেই। তার পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিন্দুমাত্র চাপে পড়তে দেন নি বিরাট। তরুণ তুর্কি দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) আগ্রাসী ব্যাটিং করছেন দেখে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। উইকেট আঁকড়ে কেবল সহায়তা করে গিয়েছিলেন তাঁকে। ৬১ করে পাডিক্কাল আউট হওয়ার পর হাত খোলেন তিনি। শেষমেশ অপরাজিত রইলেন ৫৪ বলে ৭৩ রান করে। আজকের ম্যাচ শুরুর আগে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দশ নম্বরে ছিলেন তিনি। চলতি আইপিএল (IPL) মরসুমের চতুর্থ অর্ধশতকটির সুবাদে এক লাফে উঠে এলেন তিন নম্বরে। ৮ ইনিংসে তাঁর সংগ্রহ এই মুহূর্তে ৩২২ রান। স্ট্রাইক রেট ১৪০-এর আশেপাশে। ব্যাটিং গড় ৬৪। সামনে কেবল সাই সুদর্শন ও নিকোলাস পুরান।

দেখুন কোহলি-শ্রেয়স বচসার ভিডিও-

Also Read: IPL 2025: অপমানের জবাব দিলো বেঙ্গালুরু, বিরাট-দেবদত্তদের তোপের মুখে ধরাশায়ী পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *