ipl-2025-kkr-eyeing-laxman-as-mentor

IPL 2025: ২০২৪ সালে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম মরসুমেই সাফল্য এনে দিয়েছিলেন দল’কে। তাঁর ক্ষুরধার মসজাস্ত্রের সৌজন্যে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে এক প্রকার উড়িয়ে দিয়েই তৃতীয় বারের জন্য আইপিএল খেতাব জেতে বেগুনি-সোনালী বাহিনী। ক্রিকেটার হিসেবে সাত মরসুম নাইট সাজঘরে কাটিয়েছেন গম্ভীর। জিতেছেন দুটি ট্রফি। দ্বিতীয় ইনিংসেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। ‘সিটি অফ জয়’-এর ক্রিকেট অনুরাগীরা চেয়েছিলেন নাইট রাইডার্স-গম্ভীর যুগলবন্দী দীর্ঘতর হোক, কিন্তু আশাপূরণ হয় নি তাঁদের। ভারতকে কোচিং করানোর উদ্দেশ্যে নাইট রাইডার্স শিবির ছেড়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর বদলির সন্ধানে দল। দ্রাবিড়ের নাম হাওয়ায় ভাসলেও, তাঁর সাথে চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ বলেই খবর।

Read More: IPL 2025: একই দলের হয়ে আইপিএল খেলবেন বিরাট-রোহিত, টুর্নামেন্ট শুরুর আগে বড় খোলাশা !!

রাজস্থানে ফিরতে পারেন রাহুল দ্রাবিড়-

Rahul Dravid | IPL | Image: Getty Images
Rahul Dravid | Image: Getty Images

২০২১-এর নভেম্বরে টিম ইন্ডিয়ার (Team India) কোচের দায়িত্ব পেয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রায় তিন বছর রোহিত-বিরাটদের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। কাটিয়েছেন অম্লমধুর সময়। গত বছরে এশিয়া কাপ জিতলেও হারতে হয়েছিলো ওডিআই বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপ হারের পরেই জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন দ্রাবিড়, কিন্তু তাঁকে আটকান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপ অবধি থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তাতে সাড়া দেন দ্রাবিড়। সিদ্ধান্ত যে সঠিক ছিলো, তা প্রমাণিত হয় ভারত দ্রাবিড়ের প্রশিক্ষনে টি-২০তে বিশ্বসেরার খেতাব জেতায়।

দেশকে ট্রফি দিয়ে সরে দাঁড়িয়েছেন দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে নিজেকে আর জড়াতে আপাতত চাইছেন না তিনি। বরং তাঁর আগামী লক্ষ্য আইপিএলে (IPL) কোচ বা মেন্টর হিসেবে ফেরত আসা। এর আগে দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের (RR) দায়িত্ব সামলেছেন তিনি। সূত্রের খবর ২০২৫-এর আইপিএল (IPL) মরসুম শুরুর আগেও দ্রাবিড়কে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। গম্ভীরের শূন্যস্থান পূরণ করার জন্য ইতিমধ্যেই দ্রাবিড়কে নাকি প্রস্তাব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে সেই প্রস্তাব নাকচ করেছেন ‘দ্য ওয়াল।’ বদলে পুরনো দল রাজস্থান রয়্যালসে ফিরতে পারেন তিনি।

নাইটদের রেডারে লক্ষ্মণ-

VVS Laxman | IPL | Image: Getty Images
VVS Laxman | Image: Getty Images

২০২৫-এর আইপিএলের (IPL) আগে বেশ সমস্যায় কলকাতা নাইট রাইডার্স শিবির। দলমালইক শাহরুখ খানের ‘ব্ল্যাঙ্ক চেক’-এর প্রস্তাব ফিরিয়ে দল ছেড়েছেন গৌতম গম্ভীর। হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন্ টিম ইন্ডিয়াতে (Team India)। পাশাপাশি তিনি সহকারী হিসেবে সাথে নিয়ে গিয়েছেন কেকেআর কোচিং স্টাফের আরও দুই সদস্য অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে। একঝাঁক শূন্যস্থা পূরণ করতে হবে নাইটদের। গম্ভীরের (Gautam Gambhir) বদলি হিসেবে  শাহরুখ খানদের প্রথম পছন্দ ছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু তিনি রাজী না হওয়ায় বিকল্পের সন্ধানে দল। মনে করা হচ্ছে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) নিশানা করছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা রয়েছে লক্ষ্মণের। আইপিএলেও (IPL) সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মেন্টর ছিলেন লম্বা সময়।

বর্তমানে ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে। মাঝেমধ্যে কার্যনির্বাহী প্রশিক্ষক হিসেবে টিম ইন্ডিয়ার সাথেও কাজ করেন তিনি। সদ্যই দলকে নিয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ে। সেই পদ ছেড়ে আইপিএলে লক্ষ্মণ আদৌ ফিরতে রাজী হবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে রাজী করানোর সকল প্রচেষ্টাই করা হবে বলে খবর। লক্ষ্মণকে নিয়োগ করার ব্যপারেও প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। তাঁকে সই করানোর দৌড়ে রয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসও (LSG)। গম্ভীর ছেড়ে আসার পর লক্ষ্ণৌরও ‘মেন্টর’-এর কুরসী রয়েছে শূন্য। অভিজ্ঞতায় ভরপুর লক্ষ্মণকেই (VVS Laxman) এই দায়িত্ব দিতে চায় সঞ্জীব গোয়েঙ্কার দল’ও।

Also Read: TOP 4: ইতিহাস বদলাতে চায় বেঙ্গালুরু, ট্রফির সন্ধানে রয়্যাল চ্যালেঞ্জার্স রিটেনশন লিস্টে ৪ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *