ipl-2025-karun-nair-smashes-bumrah

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ মাঠে নেমেছে দিল্লী ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপিটালস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা রান না পেলেও কার্যকরী ইনিংস খেললেন রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব’রা। অর্ধশতক সম্পূর্ণ করেন তিলক বর্মা’ও। ডেথ ওভারে নমন ধীরের ৩৮ রানের ঝোড়ো ক্যামিও মুম্বইকে পৌঁছে দেয় ২০৫ রানে। আজ চোটের কারণে দিল্লীর জার্সিতে মাঠে নামতে পারেন নি ফাফ দু প্লেসি। তাঁর বদলে জেক ফ্রেজার-ম্যাকগার্কের সাথে ওপেন করতে নেমেছিলেন করুণ নায়ার। ক্রিকেটের মূলস্রোত থেকে কিছুদিন আগেও কার্যত হারিয়ে গিয়েছিলেন করুণ। কিন্তু বিজয় হাজারে ট্রফি নতুন দিশা দিয়েছে তাঁর কেরিয়ার। আজ আইপিএলের আসরেও তিনি বোঝালেন যে ফুরিয়ে যান নি এখনও।

Read More: IPL 2025: “এক্ষুণি একে সরাও…” রান নেই হার্দিকের ব্যাটে, অধিনায়কের অপসারণ চাইছেন অধৈর্য্য সমর্থকেরা !!

দুর্দান্ত ছন্দে রয়েছেন করুণ নায়ার। রঞ্জি জিতেছেন বিদর্ভের জার্সিতে। বিজয় হাজারে ট্রফি জিততে না পারলেও সেখানে তাঁর যা পারফর্ম্যান্স তা সম্ভবত চমকে দিতে পারে খোদ ডন ব্র্যাডম্যানকেও। তাঁর ফর্ম যে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের আঙিনায় সীমাবদ্ধ নয় তা আজ ব্যাট হাতে বুঝিয়ে দিলেন করুণ। এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরাহকে নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো তাঁকে। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন বুমরাহ। শুরুতেই তাঁকে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান করুণ। ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগের উপর দিয়ে শটটি দেখে হাততালি দিতে বাধ্য হন প্রতিপক্ষ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। এরপরের বলে কোনো রান হয় নি। কিন্তু তৃতীয় ডেলিভারিটি ছিলো অফস্টাম্পের বাইরে ফুলটস। ভুল করেন নি করুণ। দুই ফিল্ডারের ফাঁক দিয়ে মারেন বাউন্ডারি।

চতুর্থ ডেলিভারিটিতে ফের রক্ষণে ভরসা রেখেছিলেন করুণ। জ্বলে ওঠের পরের বলে। তাঁকে ধোঁকা দেওয়ার জন্য গতির তারতম্যে আস্থা রেখেছিলেন বুমরাহ। কিন্তু কোনো প্রভাব পড়ে নি তাতে। লং-অফের উপর দিয়ে দুর্ধর্ষ একটি শটে বল মাঠের বাইরে আছড়ে ফেলেন কর্ণাটক ছেড়ে বিদর্ভে পাড়ি জমানো তারকা। হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার সুযোগ ছিলো না আর বুমরাহ’র সামনে। ওভারের শেষ বলটি ডিপ স্কোয়্যার লেগে ঠেলে দুই রান নেন তিনি। ওভারে ১৮ রান ছিনিয়ে নিয়ে সম্পূর্ণ করেন অর্ধশতক। ২০২২-এর পর টানা দুই বছর আইপিএলে (IPL) একটি ম্যাচও খেলার সুযোগ পান নি করুণ। দুই মরসুমের অনুপস্থিতির পর ২০২৫-এ মাঠে ফিরেই ঝড় তুললেন তিনি। বুমরাহ’র বিরুদ্ধে এক ওভারে সর্বোচ্চ রান তোলার নিরিখে তিন নম্বরে উঠে এলেন তিনি। সামনে কেবল ডোয়েন ব্র্যাভো ও প্যাট কামিন্স।

দেখুন করুণের তাণ্ডব-

Also Read: IPL 2025:  দিল্লীর বিপক্ষে জ্বলে উঠলো তিলকের ব্যাট, নমন ধীরের ঝোড়ো ক্যামিও মুম্বইকে পৌঁছে দিলো ২০৫-এ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *