IPL 2025: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। চলবে মে মাসের ২৫ তারিখ অবধি। দুই মাসব্যপী ক্রিকেটের উৎসবে সামিল হতে মুখিয়ে রয়েছেন আট থেকে আশি সকলেই। এবারের টুর্নামেন্টে সংবাদমাধ্যমের ফোকাস থাকবে ঈশান কিষণের (Ishan Kishan) উপর। বিসিসিআই-এর সাথে ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে মতানৈক্যের ফলে কার্যত কালো তালিকাভুক্ত হয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের তরুণ তুর্কি। ২০২৩-এর ডিসেম্বর মাসের পর জাতীয় দলের জন্য ভাবাই হয় নি উইকেটরক্ষক-ব্যাটারকে। আইপিএলে (IPL) চোখধাঁধানো পারফর্ম্যান্স করে আরও একবার জাতীয় নির্বাচকদের রেডারে তিনি জায়গা করে নিতে পারেন কিনা তা নিয়ে রয়েছে কৌতূহল। দীর্ঘ সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাতে দেখা গিয়েছে তাঁকে। এবার মেগা নিলামে দল বদলেছেন তিনি। নতুন জার্সিতে শুরুটাও ভালো করারই প্রচেষ্টা থাকবে তাঁর।
Read More: CT 2025 IND vs NZ: নিউজিল্যান্ডকে চমকে দেওয়ার স্ট্র্যাটেজি তৈরি গম্ভীরের, ফাইনালের জন্য প্রস্তুত রাখছেন মানসপুত্রকে !!
পল্টন ছেড়ে অরেঞ্জ আর্মিতে ঈশান-

২০১৬ সালে গুজরাত লায়ন্সের হয়ে আইপিএলের (IPL) আঙিনায় পথচলা শুরু হয়েছিলো ঈশান কিষণের (Ishan Kishan)। মহেন্দ্র সিং ধোনি’র মতই ঝাড়খণ্ড থেকে উঠে এসেছেন তিনি। তাই দেশের সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটারের সাথে স্বাভাবিক কারণেই শুরু হয়েছিলো তুলনা। দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে অল্প সময়ের মধ্যেই ক্রিকেটজনতার মন জিতে নিয়েছিলেন তিনি। এরপর ২০১৮-র মেগা নিলামে ৬ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে ঈশানকে (Ishan Kishan) সই করায় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। নীল জার্সিতে এরপর থেকে সাত বছর কাটিয়েছেন তিনি। মাঝে ২০২২-এর মেগা নিলামের আগে তাঁকে রিলিজ করে দিয়েছিলেন নীতা আম্বানিরা। কিন্তু ১৫ কোটি ২৫ লক্ষ টাকার বিশাল প্রাইস ট্যাগে ফেরানো হয় দলে। মুম্বইয়ের জার্সিতে ৮৯ ম্যাচে ২৩২৫ রান করেছেন তিনি। ১৫টি অর্ধশতক’ও এসেছে ঈশানের ব্যাট থেকে।
২০২৪-এ আশানুরূপ পারফর্ম করতে পারেন নি বছর ২৬-এর তারকা। সাফল্য পায় নি মুম্বই’ও। দশ দলের লীগ তালিকায় সবার নীচে ছিলো তারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার স্কোয়াডের ভোলবদলের পথে হেঁটেছে ফ্র্যাঞ্চাইজি। জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা ও তিলক বর্মা বাদে সরিয়ে দেওয়া হয়েছে সকলকেই। বাদ পড়েছেন ঈশান’ও (Ishan Kishan)। জেড্ডার মেগা নিলামে তাঁকে ফেরানোর জন্য বিশেষ আগ্রহ দেখায় নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। দর ৩.৪০ কোটি ছুঁতেই পিছু হটেন আম্বানিরা। যুদ্ধে ছিলো দিল্লী ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। পরে পার্থ জিন্দল, কিরণ কুমার গ্রান্ধীরা সরে এলেও পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। শেষমেশ বাজিমাত করে তারাই। ১১ কোটি ২৫ লক্ষ টাকায় কাব্য মারানদের ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান ঈশান কিষণ। এমআই পল্টন ছেড়ে এবার ‘অরেঞ্জ আর্মি’র সদস্য তিনি।
দেখুন SRH-এর পোস্ট’টি-
Pocket Dynamo ➕ Fire? We think this combination is ‘LIT’! 🔥👋#PlayWithFire pic.twitter.com/BJbUSDtpCR
— SunRisers Hyderabad (@SunRisers) March 6, 2025
অনুশীলন শুরু করে দিলেন ঈশান কিষণ-

আইপিএলের (IPL) নয়া মরসুম শুরু হতে বাকি আর সপ্তাহ দুয়েক। যে ক্রিকেটাররা আন্তর্জাতিক আঙিনায় দেশের প্রতিনিধিত্ব করছেন না, তাঁদের নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শিবির শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সানরাইজার্স হায়দ্রাবাদের শিবিরে আজ যোগ দিয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। সোশ্যাল মিডিয়া পোস্টে তরুণ তুর্কিকে স্বাগত’ও জানিয়েছে ২০১৬’র চ্যাম্পিয়নরা। দিনকয়েক আগে দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন অভিষেক শর্মা। পাক প্রাক্তনী ওয়াসিম আক্রমের সাথে দেখা করেন তিনি। মধ্যপ্রাচ্য থেকে ফিরে ‘অরেঞ্জ আর্মি’র অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন তিনিও। রয়েছেন রাহুল চাহার, অভিনব মনোহররাও। হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন নি। অজি তারকা আইপিএলের প্রস্তুতি কবে থেকে শুরু করবেন তা নিয়ে কোনো তথ্য মেলে নি এখনও।