IPL 2025: মরসুমের শুরুতে যে ব্যাটিং স্বপ্ন দেখিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH), এই মুহূর্তে সেই ব্যাটিং-ই একের পর এক ম্যাচে ডুবিয়ে চলেছে তাদের। আজ ঘরের মাঠ উপ্পলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশেষ সুবিধা করে উঠতে পারলো না ‘অরেঞ্জ আর্মি।’ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হায়দ্রাবাদের ইনিংস থামলো মাত্র ১৪৩-এই। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা’রা (Abhishek Sharma) রান পান নি। ব্যর্থ নীতিশ কুমার রেড্ডি বা অনিকেত ভার্মা’ও। অন্ধকারের মধ্যে একমাত্র আশার আলো হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার আজ করেন ৭১। ৪৩ রানের ইনিংস খেলেন অভিনব মনোহর’ও। তারকাখচিত টপ-অর্ডারের হতাশাজনক পারফর্ম্যান্সকে ছাপিয়ে আজ ক্রিকেটমহলের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে ঈশান কিষণের (Ishan Kishan) আউট হওয়ার ধরণটি।
Read More: IPL 2025: ‘এই ম্যাচ পুরোপুরি ফিক্সড…’ মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্সের সংগ্রহ ১৪৩, নেটদুনিয়ার চর্চায় ঈশান কিষণের আউট !!
সানরাইজার্স ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করছিলেন দীপক চাহার (Deepak Chahar)। প্রথম ডেলিভারিটিরই লাইন নিয়ন্ত্রণে রাখতে পারেন নি তিনি। লেগসাইডে পড়ে বেরিয়ে যাচ্ছিলো তা। ঈশান কিষণ ফ্লিক করে ফাইন লেগ অঞ্চলে ঠেলতে চেয়েও ব্যর্থ হন। বল জমা পড়ে উইকেটরক্ষক রায়ান রিকলটনের দস্তানায়। মুম্বই (MI) শিবিরের কেউই আপিল করেন নি আম্পায়ারের কাছে। এমনকি বোলার নিজেও কোনো প্রতিক্রিয়া দেখান নি। হঠাৎ’ই আম্পায়ার বিনোদ সেশনকে দেখা যায় খানিক ইতস্তত করার পর আঙুল তুলে দিতে। আরও অবাক করা ঘটনা ঘটান ঈশান (Ishan Kishan) স্বয়ং। তিনি সটান হাঁটা লাগান ডাগ-আউটের উদ্দেশ্যে। ‘ওয়াক’ করার জন্য তাঁকে সাধুবাদও জানাতে দেখা যায় মুম্বই দলের একাধিক ক্রিকেটারকে। ৪ বলে খেলে ১ রান করেই আজ আউট হন ঈশান (Ishan Kishan)।
তবে ‘কাহানি মেঁ ট্যুইস্ট’ বাকি ছিলো তখনও। স্নিকো মিটারে দেখা যায় যে বল যখন আদৌ স্পর্শই করে নি ঈশানের ব্যাট। অর্থাৎ ‘রিভিউ’ নিলে উইকেট হারাতে হত না তাঁকে। কিন্তু সে পথে হাঁটেনই নি তিনি। নন-স্ট্রাইকার অভিষেক শর্মা’র সাথে বিশেষ আলোচনাও করতে দেখা যায় নি তাঁকে। হঠাৎ আম্পায়ারের ভুল সিদ্ধান্ত মেনে নিয়ে তড়িঘড়ি মাঠ ছাড়লেন কেন ঈশান? ঘণীভূত হয়েছে রহস্য। সাত বছর মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জার্সিতে আইপিএল (IPL) খেলেছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। পুরনো টান থেকেই আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিকে সুবিধা করে দিতে চেয়েছিলেন তিনি? প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকে আবার সরাসরি ‘ম্যাচ ফিক্সিং’-এর ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। তাঁদের দাবী আম্পায়ার ও ঈশান, দু’জনেই জানতেন কখন উইকেট উপহার দিতে হবে মুম্বইকে। তদন্ত করুক বিসিসিআই, সওয়াল করছেন তাঁরা।
দেখে নিন ঘটনাটি-
Ishan Kishan dismissed in bizarre fashion!
⚠️ No appeal from Mumbai Indians
❌ No review from Ishan
👆 Umpire raised the finger anyway
📉 UltraEdge showed no spikeWas this even allowed or is it fixing?#SRHvsMIpic.twitter.com/KNHrfWUIVE
— Indian Cricket Team (@incricketteam) April 23, 2025